নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চলতি মার্চ মাসের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। আজ শনিবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে এক আলোচনা সভায় তিনি এ দাবি জানান।
‘নন্দিত নেত্রী খালেদা জিয়া’ বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে এই সভার আয়োজন করে ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশন (এনআরএফ)।
সভায় প্রধান অতিথির বক্তৃতায় সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘এ মাসের (মার্চ) মধ্যেই প্রধান উপদেষ্টার (অন্তর্বর্তী সরকারের) পক্ষ থেকে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। অন্যথায় সব গণতান্ত্রিক শক্তিকে নিয়ে পরবর্তী রাজনৈতিক কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, ‘দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন খালেদা জিয়া। তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তন করা ছিল তার রাজনৈতিক দূরদর্শিতা। সেটি চালু থাকলে হয়তো চব্বিশ এর রক্তপাত ঘটতো না। আওয়ামী লীগ আবার রাজনৈতিক কার্যক্রম শুরু করতে পারলে সেটা হবে আমাদের রাজনৈতিক কৌশলের ব্যর্থতা। তাই আওয়ামী লীগকে মোকাবিলা করতে হবে ইতিবাচক কার্যক্রমের মাধ্যমে।’
তরুণদের নেতৃত্বে আসা নতুন দলকে অভিনন্দন জানিয়ে সালাহউদ্দিন বলেন, ‘বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় নতুন দলকে অভিনন্দন জানাই। আমরা চাই, গণতন্ত্রের শত ফুল ফুটুক। তবে তাদের গণপরিষদ গঠনের দাবির বিষয়টি প্রশ্নবোধক বলে মনে করি। গণপরিষদ ও সেকেন্ড রিপাবলিক গঠনের কথা যারা বলেছেন, রাষ্ট্র ক্ষমতা দীর্ঘায়িত করাই তাদের উদ্দেশ্য।’
স্থানীয় নির্বাচন প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, ‘যারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের কথা বলছেন, তাদের ভিন্ন উদ্দেশ্য রয়েছে। কারণ তারা জাতীয় নির্বাচনে নিজেদের অবস্থান নিয়ে ভয় পান। চব্বিশের আন্দোলন তো স্থানীয় নির্বাচনের দাবিতে হয়নি। বিষয়টি বিবেচনা করে সবাইকে কথা বলা উচিত।’
সভায় নতুন দল জাতীয় নাগরিকর পার্টির (এনসিপি) প্রসঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘আজকে অনেকে দল করছেন। এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠানে সবাই ভালো ভালো কথা বলেছেন। কিন্তু রাষ্ট্র সম্পর্কে কোনো পলিটিক্যাল ফিলোসফি (রাজনৈতিক দর্শন) পাইনি।’
এ সময় দেশের কিছু সংখ্যক বুদ্ধিজীবীর সমালোচনা রিজভী বলেন, ‘আজকে দু-একজন বুদ্ধিজীবী বলেন, ক্ষমতায় থেকেই তো বিএনপির জন্ম হয়েছে। তাঁরা ভুলে গেছেন, তাঁরা রাজনীতিতে একটা নতুন ন্যারেটিভ তৈরি করছেন। জিয়া অন্য মাত্রার, জিয়া একটি নতুন দর্শন দিয়েছেন। বিএনপির জন্মের সঙ্গে অন্য দলের জন্মের হাজার পার্থক্য আছে। বিএনপি একটি আলোচিত গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি করেছে। নব্বইয়ের দশকে গণতন্ত্র সংকটের মুখে পড়লে বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মশাল জ্বালিয়ে বহুদলীয় গণতন্ত্র বিজয় করেছেন।’
রাজনৈতিক মতবাদ সৃষ্টিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কৃতিত্বের বিষয়ে রিজভী বলেন, ‘শেখ মুজিবুর যেমনই হোক, সে সময় তিনি বাঙালি জাতীয়তাবাদকে পশ্চিমের পাঞ্জাবিদের বিরুদ্ধে বাঙালি স্বায়ত্তশাসনের একটা ন্যারেটিভ তৈরি করেছিলেন।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আনোরুল্লাহ চৌধরীর সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞানের অধ্যাপক ড. জামাল উদ্দিন রুনুসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
চলতি মার্চ মাসের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। আজ শনিবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে এক আলোচনা সভায় তিনি এ দাবি জানান।
‘নন্দিত নেত্রী খালেদা জিয়া’ বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে এই সভার আয়োজন করে ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশন (এনআরএফ)।
সভায় প্রধান অতিথির বক্তৃতায় সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘এ মাসের (মার্চ) মধ্যেই প্রধান উপদেষ্টার (অন্তর্বর্তী সরকারের) পক্ষ থেকে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। অন্যথায় সব গণতান্ত্রিক শক্তিকে নিয়ে পরবর্তী রাজনৈতিক কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, ‘দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন খালেদা জিয়া। তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তন করা ছিল তার রাজনৈতিক দূরদর্শিতা। সেটি চালু থাকলে হয়তো চব্বিশ এর রক্তপাত ঘটতো না। আওয়ামী লীগ আবার রাজনৈতিক কার্যক্রম শুরু করতে পারলে সেটা হবে আমাদের রাজনৈতিক কৌশলের ব্যর্থতা। তাই আওয়ামী লীগকে মোকাবিলা করতে হবে ইতিবাচক কার্যক্রমের মাধ্যমে।’
তরুণদের নেতৃত্বে আসা নতুন দলকে অভিনন্দন জানিয়ে সালাহউদ্দিন বলেন, ‘বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় নতুন দলকে অভিনন্দন জানাই। আমরা চাই, গণতন্ত্রের শত ফুল ফুটুক। তবে তাদের গণপরিষদ গঠনের দাবির বিষয়টি প্রশ্নবোধক বলে মনে করি। গণপরিষদ ও সেকেন্ড রিপাবলিক গঠনের কথা যারা বলেছেন, রাষ্ট্র ক্ষমতা দীর্ঘায়িত করাই তাদের উদ্দেশ্য।’
স্থানীয় নির্বাচন প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, ‘যারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের কথা বলছেন, তাদের ভিন্ন উদ্দেশ্য রয়েছে। কারণ তারা জাতীয় নির্বাচনে নিজেদের অবস্থান নিয়ে ভয় পান। চব্বিশের আন্দোলন তো স্থানীয় নির্বাচনের দাবিতে হয়নি। বিষয়টি বিবেচনা করে সবাইকে কথা বলা উচিত।’
সভায় নতুন দল জাতীয় নাগরিকর পার্টির (এনসিপি) প্রসঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘আজকে অনেকে দল করছেন। এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠানে সবাই ভালো ভালো কথা বলেছেন। কিন্তু রাষ্ট্র সম্পর্কে কোনো পলিটিক্যাল ফিলোসফি (রাজনৈতিক দর্শন) পাইনি।’
এ সময় দেশের কিছু সংখ্যক বুদ্ধিজীবীর সমালোচনা রিজভী বলেন, ‘আজকে দু-একজন বুদ্ধিজীবী বলেন, ক্ষমতায় থেকেই তো বিএনপির জন্ম হয়েছে। তাঁরা ভুলে গেছেন, তাঁরা রাজনীতিতে একটা নতুন ন্যারেটিভ তৈরি করছেন। জিয়া অন্য মাত্রার, জিয়া একটি নতুন দর্শন দিয়েছেন। বিএনপির জন্মের সঙ্গে অন্য দলের জন্মের হাজার পার্থক্য আছে। বিএনপি একটি আলোচিত গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি করেছে। নব্বইয়ের দশকে গণতন্ত্র সংকটের মুখে পড়লে বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মশাল জ্বালিয়ে বহুদলীয় গণতন্ত্র বিজয় করেছেন।’
রাজনৈতিক মতবাদ সৃষ্টিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কৃতিত্বের বিষয়ে রিজভী বলেন, ‘শেখ মুজিবুর যেমনই হোক, সে সময় তিনি বাঙালি জাতীয়তাবাদকে পশ্চিমের পাঞ্জাবিদের বিরুদ্ধে বাঙালি স্বায়ত্তশাসনের একটা ন্যারেটিভ তৈরি করেছিলেন।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আনোরুল্লাহ চৌধরীর সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞানের অধ্যাপক ড. জামাল উদ্দিন রুনুসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
বিএনপি রাষ্ট্রক্ষমতায় না আসা পর্যন্ত ভাত খাওয়া থেকে বিরত থাকার প্রতিজ্ঞায় অটল নিজাম উদ্দিন অসুস্থ হয়ে পড়েছেন। গুরুতর অসুস্থ বিএনপির এই সমর্থকের খোঁজ নিতে বলেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
৫ ঘণ্টা আগেঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদ-সংক্রান্ত মামলা ‘ইশরাক হোসেন বনাম শেখ ফজলে নূর তাপস গং’-এর রায় এবং এ প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি বলছে, এ মামলার বিচারপ্রক্রিয়া ও কমিশনের আচরণ প্রশ্নবিদ্ধ এবং তা নির্বাচন ব্যবস্থার নিরপেক্ষতা
৬ ঘণ্টা আগেগণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ পরিত্যক্ত রাজনৈতিক দলে পরিণত হয়েছে। আওয়ামী লীগ এখন মরা লাশ, এই লাশ নিয়ে টানাটানি করে কোনো লাভ হবে না। এখন আমাদের দায়িত্ব হচ্ছে এই মরা লাশকে কবর দেওয়া, যাতে দুর্গন্ধ না ছড়ায়।’ আজ মঙ্গলবার বিকেলে শরীয়তপুরের ভেদরগঞ
৭ ঘণ্টা আগেবিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমার বিরুদ্ধে ১১১টি মামলা হয়েছে। নানা ধরনের অবাস্তব অভিযোগ আনা হয়েছে। ময়লার গাড়ি পোড়ানো, বোমা হামলার মতো অভিযোগও আছে। আমি ১১ বার জেলে গিয়েছি। প্রায় তিন বছর কারাবন্দী ছিলাম।’ আজ মঙ্গলবার ঠাকুরগাঁও সদরের মোলানি উচ্চবিদ্যালয় মাঠে বিএনপির গণসংযোগ
৯ ঘণ্টা আগে