Ajker Patrika

ডামি ভোটারও তৈরি করছে সরকার: মঈন খান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ১৪: ৪৪
ডামি ভোটারও তৈরি করছে সরকার: মঈন খান

আগামী ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেছেন, ‘ডামি প্রার্থীর কথা সরকার নিজেই বলেছে। শুধু ডামি প্রার্থী ও দল নয়; আজকে এই সরকার যে পর্যায়ে এসেছে, তারা ডামি ভোটারও তৈরি করছে।’ 

আজ শুক্রবার সকালে গুলশানে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান উপস্থিত ছিলেন। 

মঈন খান বলেন, সাজানো এই নির্বাচনে কিছুটা বৈধতা অর্জনের প্রয়াসে মিথ্যা ও প্রতারণামূলক ভোটার উপস্থিতি উপস্থাপনের লক্ষ্যে আওয়ামী লীগ একের পর এক অসাংবিধানিক ও অগণতান্ত্রিক উদ্যোগ নিচ্ছে। এ ক্ষেত্রে সামাজিক সুরক্ষাবলয়ের অন্তর্ভুক্ত রাষ্ট্রীয় সুবিধাভোগী অন্তত ১ কোটি মানুষকে বেছে নিয়েছে তাঁরা। ভোটকেন্দ্রে তাঁদের উপস্থিতি নিশ্চিত করতে প্রশাসনকে দিয়ে তাঁদের ওপর চাপ প্রয়োগ করার নির্দেশনা দেওয়া হয়েছে। ভোটকেন্দ্রে না গেলে সামাজিক সুবিধাভোগী এই সব মানুষের সুবিধা বাতিল হবে বলে হুমকি দেওয়া হচ্ছে।’ 

মঈন খান আরও বলেন, ৭ জানুয়ারির নির্বাচন নিয়ে দেশে-বিদেশে সমালোচনা ও হাস্যরসের সৃষ্টি হয়েছে। সরকার নিজ দায়িত্বে মরিয়া হয়ে নির্বাচনে প্রতিদিন প্রহসন ও সহিংসতার নতুন মাত্রা যোগ করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

পুলিশ হত্যাকারী ফোর্স হতে পারে না: আইজিপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত