নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দলীয় সিদ্ধান্ত অমান্য এবং শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় দলীয় গঠনতন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য উকিল আব্দুস সাত্তারকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে অব্যাহতি প্রদানপূর্বক বহিষ্কার করা হয়েছে।
আজ রোববার রাতে বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া দলীয় সিদ্ধান্তে গত ১১ ডিসেম্বর সংসদ থেকে পদত্যাগ করেন। গত বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার পদ থেকে ও পদত্যাগ করেন তিনি। সংসদ সদস্যদের পদত্যাগের ওই সিদ্ধান্ত নিয়ে আপত্তি তুলে শনিবার আজকের পত্রিকাকে আব্দুস সাত্তার বলেন, দলের ওই সিদ্ধান্ত ‘অদূরদর্শী’ ছিল।
২০১৮ সালের জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হন আব্দুস সাত্তার ভূইয়া। তাঁর ছেড়ে দেওয়া আসনে আগামী ১ ফেব্রুয়ারি উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে প্রার্থী হবেন কি না, জানতে চাইলে গত শনিবার আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘আপাতত এ রকম কোনো সম্ভাবনা নাই। পরে এসব বিষয়ে চিন্তা করা যাবে।’ এর পরদিনই জানা গেল, নিজের ছেড়ে দেওয়া আসনে উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন তিনি। আজ রোববার বিকেলে সাদ মোহাম্মদ রশিদ নামের এক যুবক জেলা নির্বাচন অফিস থেকে তাঁর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন। জেলা নির্বাচন কর্মকর্তা জিল্লুর রহমান জানান, আব্দুস সাত্তার ভূঁইয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
দলীয় সিদ্ধান্ত অমান্য এবং শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় দলীয় গঠনতন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য উকিল আব্দুস সাত্তারকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে অব্যাহতি প্রদানপূর্বক বহিষ্কার করা হয়েছে।
আজ রোববার রাতে বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া দলীয় সিদ্ধান্তে গত ১১ ডিসেম্বর সংসদ থেকে পদত্যাগ করেন। গত বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার পদ থেকে ও পদত্যাগ করেন তিনি। সংসদ সদস্যদের পদত্যাগের ওই সিদ্ধান্ত নিয়ে আপত্তি তুলে শনিবার আজকের পত্রিকাকে আব্দুস সাত্তার বলেন, দলের ওই সিদ্ধান্ত ‘অদূরদর্শী’ ছিল।
২০১৮ সালের জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হন আব্দুস সাত্তার ভূইয়া। তাঁর ছেড়ে দেওয়া আসনে আগামী ১ ফেব্রুয়ারি উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে প্রার্থী হবেন কি না, জানতে চাইলে গত শনিবার আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘আপাতত এ রকম কোনো সম্ভাবনা নাই। পরে এসব বিষয়ে চিন্তা করা যাবে।’ এর পরদিনই জানা গেল, নিজের ছেড়ে দেওয়া আসনে উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন তিনি। আজ রোববার বিকেলে সাদ মোহাম্মদ রশিদ নামের এক যুবক জেলা নির্বাচন অফিস থেকে তাঁর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন। জেলা নির্বাচন কর্মকর্তা জিল্লুর রহমান জানান, আব্দুস সাত্তার ভূঁইয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
জুলাই সনদের চূড়ান্ত খসড়ায় কিছু বিষয়ে বিএনপি অসামঞ্জস্য দেখছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি আরও বলেন, এ বিষয়ে দলের পক্ষ থেকে শিগগিরই মতামত জানানো হবে।
৪০ মিনিট আগেবর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে বড় স্বস্তির জায়গা হচ্ছে মুক্ত গণমাধ্যম, এ মন্তব্য করে তিনি বলেন, ‘এখন আর কোনো সংবাদমাধ্যমে কেউ হস্তক্ষেপ করে না—কেউ বলে না, “এই খবরটা প্রচার করতে পারবে না’ কিংবা “ওই খবরটা বারবার প্রচার করতে হবে।
১ ঘণ্টা আগেদীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন। ইতিমধ্যে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী আগামী ১১ সেপ্টেম্বর জাকসুর ভোট হবে।
১২ ঘণ্টা আগেঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মো. মোস্তফা জামান বলেছেন, ইউনুস সরকার নির্বাচনের ঘোষণা দেওয়ার পর থেকেই সংস্কার নিয়ে অনেকেই সোচ্চার। অনেক দল যাদেরকে গণমানুষের দল হিসাবে দাবি করে।
১৬ ঘণ্টা আগে