Ajker Patrika

‘আমরা কেন শাহবাগে যাব’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ মে ২০২৫, ২১: ০৪
বিএনপির মুখপাত্র সালাহউদ্দিন আহমেদ। ফাইল ছবি
বিএনপির মুখপাত্র সালাহউদ্দিন আহমেদ। ফাইল ছবি

আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে রাজধানীতে বিভিন্ন সংগঠনের কর্মসূচি চললেও বিএনপি শাহবাগে অবস্থান নেয়নি। এ বিষয়ে জানতে চাইলে দলটির মুখপাত্র সালাহউদ্দিন আহমেদ বলেন, কয়েক মাস আগেই প্রধান উপদেষ্টার কাছে লিখিতভাবে দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবি জানিয়েছিলেন তাঁরা। সে জন্য তাঁরা শাহবাগে যাননি।

আজ রোববার (১১ মে) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমেদ এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আমরা কেন শাহবাগে যাব। আমাদের দাবি তো বহু আগেই লিখিতভাবে প্রধান উপদেষ্টাকে দিয়েছি।’

গতকাল শনিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও এর নেতাদের বিচারকাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধের ঘোষণা দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে বিএনপির পক্ষ থেকে আজ বিবৃতি দেওয়া হয়।

বিবৃতিতে দলটি জানায়, আওয়ামী লীগের বিচার নিয়ে তারা দুবার প্রধান উপদেষ্টাকে লিখিতভাবে জানিয়েছিল। সে সময়ই অন্তর্বর্তী সরকার যদি এ নিয়ে সিদ্ধান্ত নিত, তাহলে চাপের মুখে ব্যবস্থা নেওয়ার মতো গতকাল বিব্রতকর অবস্থায় পড়তে হতো না।

বিবৃতিতে এ বিষয়ে বলা হয়, ‘গত ১০ ফেব্রুয়ারি আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে তাঁর হাতে দেওয়া পত্রে “গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিচারিক প্রক্রিয়ায় নিয়ে আসার” দাবি জানিয়েছিলাম। গত ১৬ এপ্রিল প্রধান উপদেষ্টার সঙ্গে সর্বশেষ সাক্ষাৎকালেও তাঁর হাতে দেওয়া পত্রে আমরা “পতিত ফ্যাসিবাদী দল ও সেই দলীয় সরকারের সঙ্গে যারাই যুক্ত ছিল, তাদের বিচার দ্রুত করে দেশের রাজনীতির ময়দানকে জঞ্জালমুক্ত করার” দাবি জানিয়েছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

বাহাত্তরের সংবিধান, জুলাই সনদ, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির ক্ষমতা নিয়ে আইন উপদেষ্টার গুরুত্বপূর্ণ মন্তব্য

রাতে গ্রেপ্তারের পর দুপুরে মুক্ত, পরে আবার গ্রেপ্তার তামান্না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত