নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে রাজধানীতে বিভিন্ন সংগঠনের কর্মসূচি চললেও বিএনপি শাহবাগে অবস্থান নেয়নি। এ বিষয়ে জানতে চাইলে দলটির মুখপাত্র সালাহউদ্দিন আহমেদ বলেন, কয়েক মাস আগেই প্রধান উপদেষ্টার কাছে লিখিতভাবে দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবি জানিয়েছিলেন তাঁরা। সে জন্য তাঁরা শাহবাগে যাননি।
আজ রোববার (১১ মে) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমেদ এ মন্তব্য করেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আমরা কেন শাহবাগে যাব। আমাদের দাবি তো বহু আগেই লিখিতভাবে প্রধান উপদেষ্টাকে দিয়েছি।’
গতকাল শনিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও এর নেতাদের বিচারকাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধের ঘোষণা দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে বিএনপির পক্ষ থেকে আজ বিবৃতি দেওয়া হয়।
বিবৃতিতে দলটি জানায়, আওয়ামী লীগের বিচার নিয়ে তারা দুবার প্রধান উপদেষ্টাকে লিখিতভাবে জানিয়েছিল। সে সময়ই অন্তর্বর্তী সরকার যদি এ নিয়ে সিদ্ধান্ত নিত, তাহলে চাপের মুখে ব্যবস্থা নেওয়ার মতো গতকাল বিব্রতকর অবস্থায় পড়তে হতো না।
বিবৃতিতে এ বিষয়ে বলা হয়, ‘গত ১০ ফেব্রুয়ারি আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে তাঁর হাতে দেওয়া পত্রে “গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিচারিক প্রক্রিয়ায় নিয়ে আসার” দাবি জানিয়েছিলাম। গত ১৬ এপ্রিল প্রধান উপদেষ্টার সঙ্গে সর্বশেষ সাক্ষাৎকালেও তাঁর হাতে দেওয়া পত্রে আমরা “পতিত ফ্যাসিবাদী দল ও সেই দলীয় সরকারের সঙ্গে যারাই যুক্ত ছিল, তাদের বিচার দ্রুত করে দেশের রাজনীতির ময়দানকে জঞ্জালমুক্ত করার” দাবি জানিয়েছি।’
আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে রাজধানীতে বিভিন্ন সংগঠনের কর্মসূচি চললেও বিএনপি শাহবাগে অবস্থান নেয়নি। এ বিষয়ে জানতে চাইলে দলটির মুখপাত্র সালাহউদ্দিন আহমেদ বলেন, কয়েক মাস আগেই প্রধান উপদেষ্টার কাছে লিখিতভাবে দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবি জানিয়েছিলেন তাঁরা। সে জন্য তাঁরা শাহবাগে যাননি।
আজ রোববার (১১ মে) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমেদ এ মন্তব্য করেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আমরা কেন শাহবাগে যাব। আমাদের দাবি তো বহু আগেই লিখিতভাবে প্রধান উপদেষ্টাকে দিয়েছি।’
গতকাল শনিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও এর নেতাদের বিচারকাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধের ঘোষণা দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে বিএনপির পক্ষ থেকে আজ বিবৃতি দেওয়া হয়।
বিবৃতিতে দলটি জানায়, আওয়ামী লীগের বিচার নিয়ে তারা দুবার প্রধান উপদেষ্টাকে লিখিতভাবে জানিয়েছিল। সে সময়ই অন্তর্বর্তী সরকার যদি এ নিয়ে সিদ্ধান্ত নিত, তাহলে চাপের মুখে ব্যবস্থা নেওয়ার মতো গতকাল বিব্রতকর অবস্থায় পড়তে হতো না।
বিবৃতিতে এ বিষয়ে বলা হয়, ‘গত ১০ ফেব্রুয়ারি আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে তাঁর হাতে দেওয়া পত্রে “গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিচারিক প্রক্রিয়ায় নিয়ে আসার” দাবি জানিয়েছিলাম। গত ১৬ এপ্রিল প্রধান উপদেষ্টার সঙ্গে সর্বশেষ সাক্ষাৎকালেও তাঁর হাতে দেওয়া পত্রে আমরা “পতিত ফ্যাসিবাদী দল ও সেই দলীয় সরকারের সঙ্গে যারাই যুক্ত ছিল, তাদের বিচার দ্রুত করে দেশের রাজনীতির ময়দানকে জঞ্জালমুক্ত করার” দাবি জানিয়েছি।’
আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ জোটভুক্ত ১৪ দলের নিবন্ধন বাতিল চেয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের কাছে লিখিত আবেদন জানিয়েছে গণঅধিকার পরিষদ (জিওপি)। আজ সোমবার দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে গণঅধিকার পরিষদের একটি প্রতিনিধি দল সিইসির কাছে লিখিত আবেদন তুলে দেন।
৩৪ মিনিট আগেকয়েক দিন ধরে শাহবাগে নাটক চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সভা-সমাবেশ নিষিদ্ধ এলাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কীভাবে আন্দোলন করে তা নিয়ে প্রশ্ন তোলেন এ বিএনপি নেতা। এনসিপিকে ‘সরকারি দল’ বলেও অভিহিত করেন তিনি।
২ ঘণ্টা আগেজুলাই অভ্যুত্থানকালে হত্যাকাণ্ডে জড়িত আওয়ামী লীগ নেতা-কর্মীদের বিচার ও দল হিসেবে নিষিদ্ধের দাবিতে আয়োজিত সমাবেশ থেকে ‘আপত্তিকর স্লোগান’ ওঠার বিষয়ে অবস্থান পরিষ্কার করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের পক্ষ থেকে বলা হয়েছে, একটি পক্ষ সচেতনভাবে এটি করেছে। এর দায় এনসিপি নেবে না। এ ধরনের কর্মকাণ্ড জা
৬ ঘণ্টা আগেনব্বইয়ের গণ-অভ্যুত্থানে এরশাদের পর গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে লিখিত চুক্তি করেছিল রাজনৈতিক দলগুলো, যা তিন জোটের রূপরেখা নামে পরিচিত। কিন্তু ক্ষমতায় সেই চুক্তি মানেনি দলগুলো। জুলাই অভ্যুত্থানের অর্জনও যাতে এভাবে ব্যর্থ না হয়, সে জন্য জুলাই সনদ বা সংস্কার কার্যক্রম বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর কাছ
১৫ ঘণ্টা আগে