নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রতিষ্ঠা করা জাতীয় পার্টির (জাপা) হাল ধরবেন তাঁর সন্তানেরাই। তাঁরা জাপার পুনর্গঠন প্রক্রিয়া শুরু করেছেন। সামনে চমকের পর চমক আসছে। এমনটাই জানিয়েছেন এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক। তিনি বলেছেন, ‘পিতার চেয়ারে শুধু ছেলেদের শোভা পায়। একমাত্র ছেলেরাই পারবে পিতার নাম বহন করতে। অন্য কেউ নয়। সাদ, এরিক এরাই হবে আগামী দিনে লাঙ্গলের ধারক ও বাহক।’
জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় পার্টি (বিদিশা) পুনর্গঠন প্রক্রিয়ার মিলাদ মাহফিল ও আলোচনা সভায় বিদিশা এসব কথা বলেন।
আজ শনিবার রাজধানীর বনানীতে প্রেসিডেন্ট পার্কে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে এরশাদপুত্র এরিকসহ অনেকে উপস্থিত ছিলেন।
নতুন বছরে চমকের পর চমক আসছে জানিয়ে পুনর্গঠন প্রক্রিয়ার ভারপ্রাপ্ত সভাপতি বিদিশা বলেন, ‘২০২২-এ নতুনরূপে সাজবে জাতীয় পার্টি। গুটি গুটি পায়ে আমি ও এরিক জাতীয় পার্টির পুনর্গঠন প্রক্রিয়ার পথচলা শুরু করেছিলাম। এখন অনেক লোক আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। অপেক্ষা করুন, চমকের পর চমক আসছে সামনে। জাতি সেই চমক দেখার অপেক্ষায় আছে।’
দেশের ৩০ জেলায় কমিটি হয়েছে জানিয়ে বিদিশা বলেন, ‘৬৪ জেলায় কমিটি হওয়ার পরে ঢাকায় বড় কর্মসূচি দেওয়া হবে। এই কর্মসূচির মধ্য দিয়ে পার্টির তৃণমূল তাদের নেতা নির্বাচন করবে। পুনর্গঠন প্রক্রিয়ায় অনেকে আসবে আবার চলে যাবে। কিন্তু পার্টি তার নিজ গতিতেই চলবে। আমার দরজা সবার জন্য খোলা আছে।’
এরশাদের স্ত্রী ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের প্রসঙ্গ টেনে বিদিশা বলেন, ‘বেগম রওশন এরশাদ এখনো জীবিত আছেন, আগের চাইতে বেশ সুস্থ আছেন তিনি। আর এরই মধ্যে পোস্টার থেকে তাঁর নাম মুছে ফেলেছেন বর্তমান চেয়ারম্যান।’
গত ১৪ জুলাই এরশাদের মৃত্যুবার্ষিকীর দিনে জাতীয় পার্টির ‘নতুন কমিটি’ ঘোষণা করেন এরিক এরশাদ। কমিটির চেয়ারপারসন হিসেবে রওশন এরশাদ এবং কো-চেয়ারম্যান হিসেবে তাঁর ছেলে সাদ এরশাদের নাম ঘোষণা করেন এরিক। রওশন এরশাদের অসুস্থতার কথা বলে ৪ নভেম্বর কমিটির ভারপ্রাপ্ত চেয়ারপারসন হন বিদিশা।
প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রতিষ্ঠা করা জাতীয় পার্টির (জাপা) হাল ধরবেন তাঁর সন্তানেরাই। তাঁরা জাপার পুনর্গঠন প্রক্রিয়া শুরু করেছেন। সামনে চমকের পর চমক আসছে। এমনটাই জানিয়েছেন এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক। তিনি বলেছেন, ‘পিতার চেয়ারে শুধু ছেলেদের শোভা পায়। একমাত্র ছেলেরাই পারবে পিতার নাম বহন করতে। অন্য কেউ নয়। সাদ, এরিক এরাই হবে আগামী দিনে লাঙ্গলের ধারক ও বাহক।’
জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় পার্টি (বিদিশা) পুনর্গঠন প্রক্রিয়ার মিলাদ মাহফিল ও আলোচনা সভায় বিদিশা এসব কথা বলেন।
আজ শনিবার রাজধানীর বনানীতে প্রেসিডেন্ট পার্কে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে এরশাদপুত্র এরিকসহ অনেকে উপস্থিত ছিলেন।
নতুন বছরে চমকের পর চমক আসছে জানিয়ে পুনর্গঠন প্রক্রিয়ার ভারপ্রাপ্ত সভাপতি বিদিশা বলেন, ‘২০২২-এ নতুনরূপে সাজবে জাতীয় পার্টি। গুটি গুটি পায়ে আমি ও এরিক জাতীয় পার্টির পুনর্গঠন প্রক্রিয়ার পথচলা শুরু করেছিলাম। এখন অনেক লোক আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। অপেক্ষা করুন, চমকের পর চমক আসছে সামনে। জাতি সেই চমক দেখার অপেক্ষায় আছে।’
দেশের ৩০ জেলায় কমিটি হয়েছে জানিয়ে বিদিশা বলেন, ‘৬৪ জেলায় কমিটি হওয়ার পরে ঢাকায় বড় কর্মসূচি দেওয়া হবে। এই কর্মসূচির মধ্য দিয়ে পার্টির তৃণমূল তাদের নেতা নির্বাচন করবে। পুনর্গঠন প্রক্রিয়ায় অনেকে আসবে আবার চলে যাবে। কিন্তু পার্টি তার নিজ গতিতেই চলবে। আমার দরজা সবার জন্য খোলা আছে।’
এরশাদের স্ত্রী ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের প্রসঙ্গ টেনে বিদিশা বলেন, ‘বেগম রওশন এরশাদ এখনো জীবিত আছেন, আগের চাইতে বেশ সুস্থ আছেন তিনি। আর এরই মধ্যে পোস্টার থেকে তাঁর নাম মুছে ফেলেছেন বর্তমান চেয়ারম্যান।’
গত ১৪ জুলাই এরশাদের মৃত্যুবার্ষিকীর দিনে জাতীয় পার্টির ‘নতুন কমিটি’ ঘোষণা করেন এরিক এরশাদ। কমিটির চেয়ারপারসন হিসেবে রওশন এরশাদ এবং কো-চেয়ারম্যান হিসেবে তাঁর ছেলে সাদ এরশাদের নাম ঘোষণা করেন এরিক। রওশন এরশাদের অসুস্থতার কথা বলে ৪ নভেম্বর কমিটির ভারপ্রাপ্ত চেয়ারপারসন হন বিদিশা।
গত বছরের অক্টোবরের তুলনায় বর্তমানে দেশের বড় দল বিএনপির জনপ্রিয়তা কমলেও বাড়ছে তরুণদের নেতৃত্বে গঠিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জনপ্রিয়তা। সম্প্রতি এক জরিপে দেখা যায়, ২০২৪ সালের অক্টোবরে বিএনপির জনপ্রিয়তা ছিল ১৬ দশমিক ৩ শতাংশ, গত জুলাইয়ে তা ১২ শতাংশে নেমেছে..
১ ঘণ্টা আগেমিডিয়াকে ব্যবহার করে এনসিপির নেতা-কর্মীদের গ্রহণযোগ্যতা ‘নষ্ট’ করার জন্য অনেক ‘অপশক্তি’ কাজ করছে অভিযোগ করে এ বিষয়ে সতর্ক থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তরিকুল।
১ দিন আগেসংসদে উচ্চকক্ষের মতো নিম্নকক্ষেও পিআর পদ্ধতিতে নির্বাচন বাস্তবায়নের দাবিতে জামায়াত ইসলামী আন্দোলন করবে বলে জানিয়েছেন দলটি নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আজ রোববার (১০ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ
১ দিন আগেবিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, চাঁদাবাজি এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহসভাপতি এস এম আসলাম এবং সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক টিএইচ তোফাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্যস
১ দিন আগে