আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে ‘রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে’ ড. মুহাম্মদ ইউনূসের সরকার বিচার বিভাগকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে তিনি এই অভিযোগ করেন।
মায়ের বিরুদ্ধে আনা মানবতাবিরোধী অপরাধসহ অন্যান্য অভিযোগকে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পরিচালিত বিচার প্রক্রিয়াকে ‘প্রহসন’ বলে আখ্যা দিয়েছেন জয়।
শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে বাংলাদেশে ফেরত পাঠাতে নয়াদিল্লিকে ঢাকার ‘কূটনৈতিক পত্র’ দেওয়ার পর এই অভিযোগ তুললেন তাঁর ছেলে।
জয় তাঁর পোস্টে বলেন, ‘অবৈধ ইউনূস সরকারের নিযুক্ত বিচারক ও প্রসিকিউটরদের মাধ্যমে পরিচালিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া একটি প্রহসন মাত্র। এর মূল হলো রাজনৈতিক প্রতিহিংসা। এই বিচার প্রক্রিয়ার মাধ্যমে তারা ন্যায়বিচারকে সম্পূর্ণ উপেক্ষা করে, আওয়ামী লীগের নেতৃত্বকে পরিকল্পিতভাবে দমন-পীড়নের নতুন অধ্যায় শুরু করেছে।’
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে ‘ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল’ আখ্যা দিয়ে তিনি বলেন, ক্ষমতাসীন সরকার বিরোধীদের নিপীড়ন করার জন্য এই ট্রাইব্যুনালকে ব্যবহার করছে। এর বিচারিক প্রক্রিয়া ‘সম্পূর্ণভাবে রাজনৈতিক ষড়যন্ত্র’, যা ন্যায়বিচারের ধারণাকে উপেক্ষা করে।
সজীব ওয়াজেদ বলেন, ‘তথাকথিত এই ট্রাইব্যুনালের কার্যক্রমের পাশাপাশি বেআইনিভাবে আওয়ামী লীগের শত শত নেতা-কর্মীকে হত্যা করা হচ্ছে। হত্যার অযৌক্তিক অভিযোগে তাঁদের ফাঁসানো হচ্ছে। এছাড়া দেশে প্রতিদিন হাজার হাজার নেতাকর্মীকে বেআইনিভাবে আটক করার ঘটনাও ঘটছে।’
মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের পক্ষে ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলামের মামলা পরিচালনার তথ্য তুলে ধরে জয় বলেন, গত ২২ ডিসেম্বর ‘ইন্টারপোলে শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে’ বলে চরম মিথ্যাচার করেছেন তাজুল ইসলাম।
প্রত্যর্পণের মাধ্যমে শেখ হাসিনাকে ‘প্রহসনের বিচারের মুখোমুখি করার ষড়যন্ত্রের অংশ’ হিসেবে তাজুল এই মিথ্যাচার করেন বলে তাঁর দাবি।
শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের ‘রেড নোটিশ’ জারির কোনো খবর এখনও পাওয়া যায়নি। তবে বাংলাদেশ থেকে ভারতকে যে ‘কূটনৈতিক পত্র’ দেওয়া হয়েছে, তার প্রাপ্তি স্বীকার করেছে ভারত। কিন্তু তাকে ফেরত দেওয়া হবে কিনা সে বিষয়ে কোনো মন্তব্য করেনি দেশটি।
বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার মহেশ সাচদেব এএনআইকে বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ সরকারের প্রত্যর্পণ অনুরোধের বিরুদ্ধে আদালতে যেতে পারেন।
সজীব ওয়াজেদ বলেন, ‘জুলাই থেকে আগস্ট পর্যন্ত প্রতিটি মানবাধিকার লঙ্ঘনের ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। কিন্তু ড. ইউনুসের নেতৃত্বাধীন সরকার বিচার ব্যবস্থাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। আমরা এই বিচার ব্যবস্থার প্রতি কোনো আস্থা রাখতে পারি না।’
গত ৫ আগস্ট পদত্যাগ করে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এর মাধ্যমে বাংলাদেশে তাঁর নেতৃত্বে আওয়ামী লীগের ১৬ বছরের শাসনের পতন ঘটে। এরপর ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেন ড. মুহাম্মদ ইউনুস। এরপর শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধসহ বিভিন্ন অভিযোগ এনে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। পাশাপাশি তাঁর সরকারের ৪৫ জন সাবেক মন্ত্রী ও কর্মকর্তার বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।
আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে ‘রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে’ ড. মুহাম্মদ ইউনূসের সরকার বিচার বিভাগকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে তিনি এই অভিযোগ করেন।
মায়ের বিরুদ্ধে আনা মানবতাবিরোধী অপরাধসহ অন্যান্য অভিযোগকে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পরিচালিত বিচার প্রক্রিয়াকে ‘প্রহসন’ বলে আখ্যা দিয়েছেন জয়।
শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে বাংলাদেশে ফেরত পাঠাতে নয়াদিল্লিকে ঢাকার ‘কূটনৈতিক পত্র’ দেওয়ার পর এই অভিযোগ তুললেন তাঁর ছেলে।
জয় তাঁর পোস্টে বলেন, ‘অবৈধ ইউনূস সরকারের নিযুক্ত বিচারক ও প্রসিকিউটরদের মাধ্যমে পরিচালিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া একটি প্রহসন মাত্র। এর মূল হলো রাজনৈতিক প্রতিহিংসা। এই বিচার প্রক্রিয়ার মাধ্যমে তারা ন্যায়বিচারকে সম্পূর্ণ উপেক্ষা করে, আওয়ামী লীগের নেতৃত্বকে পরিকল্পিতভাবে দমন-পীড়নের নতুন অধ্যায় শুরু করেছে।’
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে ‘ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল’ আখ্যা দিয়ে তিনি বলেন, ক্ষমতাসীন সরকার বিরোধীদের নিপীড়ন করার জন্য এই ট্রাইব্যুনালকে ব্যবহার করছে। এর বিচারিক প্রক্রিয়া ‘সম্পূর্ণভাবে রাজনৈতিক ষড়যন্ত্র’, যা ন্যায়বিচারের ধারণাকে উপেক্ষা করে।
সজীব ওয়াজেদ বলেন, ‘তথাকথিত এই ট্রাইব্যুনালের কার্যক্রমের পাশাপাশি বেআইনিভাবে আওয়ামী লীগের শত শত নেতা-কর্মীকে হত্যা করা হচ্ছে। হত্যার অযৌক্তিক অভিযোগে তাঁদের ফাঁসানো হচ্ছে। এছাড়া দেশে প্রতিদিন হাজার হাজার নেতাকর্মীকে বেআইনিভাবে আটক করার ঘটনাও ঘটছে।’
মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের পক্ষে ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলামের মামলা পরিচালনার তথ্য তুলে ধরে জয় বলেন, গত ২২ ডিসেম্বর ‘ইন্টারপোলে শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে’ বলে চরম মিথ্যাচার করেছেন তাজুল ইসলাম।
প্রত্যর্পণের মাধ্যমে শেখ হাসিনাকে ‘প্রহসনের বিচারের মুখোমুখি করার ষড়যন্ত্রের অংশ’ হিসেবে তাজুল এই মিথ্যাচার করেন বলে তাঁর দাবি।
শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের ‘রেড নোটিশ’ জারির কোনো খবর এখনও পাওয়া যায়নি। তবে বাংলাদেশ থেকে ভারতকে যে ‘কূটনৈতিক পত্র’ দেওয়া হয়েছে, তার প্রাপ্তি স্বীকার করেছে ভারত। কিন্তু তাকে ফেরত দেওয়া হবে কিনা সে বিষয়ে কোনো মন্তব্য করেনি দেশটি।
বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার মহেশ সাচদেব এএনআইকে বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ সরকারের প্রত্যর্পণ অনুরোধের বিরুদ্ধে আদালতে যেতে পারেন।
সজীব ওয়াজেদ বলেন, ‘জুলাই থেকে আগস্ট পর্যন্ত প্রতিটি মানবাধিকার লঙ্ঘনের ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। কিন্তু ড. ইউনুসের নেতৃত্বাধীন সরকার বিচার ব্যবস্থাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। আমরা এই বিচার ব্যবস্থার প্রতি কোনো আস্থা রাখতে পারি না।’
গত ৫ আগস্ট পদত্যাগ করে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এর মাধ্যমে বাংলাদেশে তাঁর নেতৃত্বে আওয়ামী লীগের ১৬ বছরের শাসনের পতন ঘটে। এরপর ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেন ড. মুহাম্মদ ইউনুস। এরপর শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধসহ বিভিন্ন অভিযোগ এনে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। পাশাপাশি তাঁর সরকারের ৪৫ জন সাবেক মন্ত্রী ও কর্মকর্তার বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।
মিডিয়াকে ব্যবহার করে এনসিপির নেতা-কর্মীদের গ্রহণযোগ্যতা ‘নষ্ট’ করার জন্য অনেক ‘অপশক্তি’ কাজ করছে অভিযোগ করে এ বিষয়ে সতর্ক থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তরিকুল।
১৬ ঘণ্টা আগেসংসদে উচ্চকক্ষের মতো নিম্নকক্ষেও পিআর পদ্ধতিতে নির্বাচন বাস্তবায়নের দাবিতে জামায়াত ইসলামী আন্দোলন করবে বলে জানিয়েছেন দলটি নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আজ রোববার (১০ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ
১৬ ঘণ্টা আগেবিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, চাঁদাবাজি এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহসভাপতি এস এম আসলাম এবং সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক টিএইচ তোফাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্যস
১৬ ঘণ্টা আগেবিএনপির এই নেতা বলেন, ‘আমাদের সমাজের দৃষ্টিভঙ্গির সংস্কার প্রয়োজন, মানসিক সংস্কার প্রয়োজন। এটাই আমাদের সামাজিক আন্দোলন হওয়া উচিত। সমাজ, রাষ্ট্র—এমনকি দলকেও প্রতিদিনই সংস্কারের মধ্য দিয়ে যেতে হবে। এই সংস্কারের মধ্য দিয়ে আমরা একটি জনকল্যাণমুখী রাষ্ট্র ব্যবস্থা গঠন করতে পারব।’
১৭ ঘণ্টা আগে