Ajker Patrika

ইইউ রাষ্ট্রদূতদের সঙ্গে জাপার বৈঠক 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ইইউ রাষ্ট্রদূতদের সঙ্গে জাপার বৈঠক 

ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেছে জাতীয় পার্টি (জাপা)। আজ রোববার ইইউর রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির গুলশানের বাসভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে জাপা চেয়ারম্যান জি এম কাদেরের সঙ্গে দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু এবং চেয়ারম্যানের উপদেষ্টা মাসরুর মওলাও অংশ নেন।

বৈঠক প্রসঙ্গে জানতে চাইলে জাপা মহাসচিব আজকের পত্রিকাকে জানান, বৈঠকে সমকালীন রাজনৈতিক পরিস্থিতিসহ নানা বিষয়ে রাষ্ট্রদূতদের সঙ্গে আলোচনা হয়েছে। এসব আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। আগামী নির্বাচন নিয়ে জাতীয় পার্টির ভাবনার বিষয়ে জানতে চান রাষ্ট্রদূতেরা। ভোটগ্রহণের পদ্ধতি ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে কি সমস্যা জানতে চান তারা। এই জিজ্ঞাসার বিপরীতে ইভিএম এর বিষয়ে আপত্তি জানিয়ে জাপার পক্ষ থেকে বলা হয়, ইভিএম এ ভোটগ্রহণ জাপা বিশ্বাস করে না। জাপা বিশ্বাস করে এই পদ্ধতিতে ভোট হলে কারচুপির অবারিত সুযোগ রয়েছে।

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে দেশের অন্যতম বিরোধী দল বিএনপি আন্দোলন করছে। এই দাবির বিষয়ে জাতীয় পার্টির অবস্থানও জানতে চান রাষ্ট্রদূতেরা-এমনটা জানিয়ে চুন্নু বলেন, ‍‘আমরা বলেছি জাতীয় পার্টি বরাবরই তত্ত্বাবধায়ক সরকারের বিপক্ষে। কারণ বিএনপি এবং আওয়ামী লীগই তত্ত্বাবধায়ক সরকারকে প্রশ্নবিদ্ধ করে ফেলেছে। আমরা মনে করি নির্বাচন ব্যবস্থা স্বচ্ছ হলে নির্বাচন কমিশনকে পরিপূর্ণ স্বাধীনতা দিলে দলীয় সরকারের অধীনেই সুষ্ঠু নির্বাচন সম্ভব।’

এদিকে বৈঠক নিয়ে ইইউর ঢাকা মিশন এক টুইট বার্তায় জানিয়েছে, ইইউর মিশন প্রধানেরা বাংলাদেশের দৃষ্টিভঙ্গি সম্পর্কে জানতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত বৈঠক চালিয়ে যাচ্ছে। আজ আমরা জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের সঙ্গে আলোচনা করেছি।

বৈঠকে ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি ছাড়াও জার্মান রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার, সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেক্স বার্গ ফন লিন্ডে, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড, ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি এস্ট্রাপ পিটারসেন, নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার ভেন্ডসেন, ইতালির রাষ্ট্রদূত এনরিকো নুনজিয়াতাসহ আরও কয়েকজন রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

হেফাজতসহ ধর্ম ব্যবসায়ীরা নারীবিদ্বেষী প্রচারণা চালাচ্ছে: ৬৮ মানবাধিকার সংগঠন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত