নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সংলাপের নামে সময়ক্ষেপণ না করে সংবিধান অনুযায়ী সব দলের ঐকমত্যের ভিত্তিতে আইন প্রণয়ন করে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।
এ ছাড়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকানোসহ জনজীবনের সংকট নিরসন, ‘ভোট ডাকাতির’ সংসদ বাতিল ও অবৈধ সরকারের পদত্যাগ এবং নির্বাচনকালীন তদারকি সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে সংগঠনটি।
আজ শুক্রবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে দলটির পক্ষ থেকে এসব দাবি তুলে ধরা হয়।
সমাবেশে বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য রাজেকুজ্জামান রতন বলেন, ‘সরকার কথায় কথায় সংবিধানের দোহাই দেন। সংবিধানের বাইরে এক চুলও পা ফেলবেন না। সংবিধানে বলা আছে নির্বাচন কমিশন আইন হবে। সেই আইন অনুযায়ী রাষ্ট্র একজন প্রধান নির্বাচন কমিশনার ও চারজন নির্বাচন কমিশনার নিয়োগ করবেন। স্বাধীনতার ৫০ বছরেও নির্বাচন কমিশন আইন হয় নাই।’
আগের সংলাপের অভিজ্ঞতা তুলে ধরে বাসদ নেতা আরও বলেন, ‘বঙ্গভবনে জনগণের ট্যাক্সের টাকায় চা, নাশতা, ভালো স্ন্যাক্স খাইয়েছেন। অনেক খাতিরের কথা বলেছেন, মানুষের দুঃখ দুর্দশার কথা বলেছেন। কিন্তু নির্বাচন কমিশন গঠন করতে যে আইন করা দরকার সেটা করেন নাই। তাই আমরা বলেছি, এই সংলাপে আমরা যাব না। কারণ সংলাপটা হয়েছে এখন গ্রামের প্রবাদের মতো যে- আমার কথা আমিই কই, তোরে শুধু জিগায়া লই।’
বর্তমান সরকারের ওপর কোনো আস্থা নেই জানিয়ে বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক বজলুর রশীদ ফিরোজ বলেন, ‘শেখ হাসিনা বলেন একটা করেন আরেকটা। ডাইনে যাবে বললে বাঁয়ে কাটেন, বাঁয়ে সিগনাল দিয়ে ডাইনে যান। তাঁর কথা জনগণ আর বিশ্বাস করে না। তাই আসছে বছর সারা দেশের শ্রমিক কৃষক, মধ্যবিত্ত, মেহনতি মানুষ ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার সরকারকে বিদায় দিয়ে দেশে গণতন্ত্র এবং ভোটাধিকার প্রতিষ্ঠা করবে।’
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করে সংগঠনটি। সমাবেশে আরও বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি আহসান হাবিব বুলবুল, রিকশা, ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের আহ্বায়ক খালেকুজ্জামান লিপন, নিখিল দাসসহ প্রমুখ।
সংলাপের নামে সময়ক্ষেপণ না করে সংবিধান অনুযায়ী সব দলের ঐকমত্যের ভিত্তিতে আইন প্রণয়ন করে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।
এ ছাড়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকানোসহ জনজীবনের সংকট নিরসন, ‘ভোট ডাকাতির’ সংসদ বাতিল ও অবৈধ সরকারের পদত্যাগ এবং নির্বাচনকালীন তদারকি সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে সংগঠনটি।
আজ শুক্রবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে দলটির পক্ষ থেকে এসব দাবি তুলে ধরা হয়।
সমাবেশে বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য রাজেকুজ্জামান রতন বলেন, ‘সরকার কথায় কথায় সংবিধানের দোহাই দেন। সংবিধানের বাইরে এক চুলও পা ফেলবেন না। সংবিধানে বলা আছে নির্বাচন কমিশন আইন হবে। সেই আইন অনুযায়ী রাষ্ট্র একজন প্রধান নির্বাচন কমিশনার ও চারজন নির্বাচন কমিশনার নিয়োগ করবেন। স্বাধীনতার ৫০ বছরেও নির্বাচন কমিশন আইন হয় নাই।’
আগের সংলাপের অভিজ্ঞতা তুলে ধরে বাসদ নেতা আরও বলেন, ‘বঙ্গভবনে জনগণের ট্যাক্সের টাকায় চা, নাশতা, ভালো স্ন্যাক্স খাইয়েছেন। অনেক খাতিরের কথা বলেছেন, মানুষের দুঃখ দুর্দশার কথা বলেছেন। কিন্তু নির্বাচন কমিশন গঠন করতে যে আইন করা দরকার সেটা করেন নাই। তাই আমরা বলেছি, এই সংলাপে আমরা যাব না। কারণ সংলাপটা হয়েছে এখন গ্রামের প্রবাদের মতো যে- আমার কথা আমিই কই, তোরে শুধু জিগায়া লই।’
বর্তমান সরকারের ওপর কোনো আস্থা নেই জানিয়ে বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক বজলুর রশীদ ফিরোজ বলেন, ‘শেখ হাসিনা বলেন একটা করেন আরেকটা। ডাইনে যাবে বললে বাঁয়ে কাটেন, বাঁয়ে সিগনাল দিয়ে ডাইনে যান। তাঁর কথা জনগণ আর বিশ্বাস করে না। তাই আসছে বছর সারা দেশের শ্রমিক কৃষক, মধ্যবিত্ত, মেহনতি মানুষ ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার সরকারকে বিদায় দিয়ে দেশে গণতন্ত্র এবং ভোটাধিকার প্রতিষ্ঠা করবে।’
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করে সংগঠনটি। সমাবেশে আরও বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি আহসান হাবিব বুলবুল, রিকশা, ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের আহ্বায়ক খালেকুজ্জামান লিপন, নিখিল দাসসহ প্রমুখ।
দেশের হিন্দু সম্প্রদায়ের সদস্যদের উদ্দেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আপনারা কারও চেয়ে কম নন। আপনারা বাংলাদেশের নাগরিক। এ দেশ আপনাদের জন্মভূমি। রাজনৈতিক মত আলাদা হতে পারে, দল ভিন্ন হতে পারে, তবে অধিকার সবারই সমান। সেই অধিকার রক্ষা করতে আমরা জীবন দিতেও প্রস্তুত।’
৪ ঘণ্টা আগেবিএনপি রাষ্ট্রক্ষমতায় না আসা পর্যন্ত ভাত খাওয়া থেকে বিরত থাকার প্রতিজ্ঞায় অটল নিজাম উদ্দিন অসুস্থ হয়ে পড়েছেন। গুরুতর অসুস্থ বিএনপির এই সমর্থকের খোঁজ নিতে বলেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
১ দিন আগেঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদ-সংক্রান্ত মামলা ‘ইশরাক হোসেন বনাম শেখ ফজলে নূর তাপস গং’-এর রায় এবং এ প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি বলছে, এ মামলার বিচারপ্রক্রিয়া ও কমিশনের আচরণ প্রশ্নবিদ্ধ এবং তা নির্বাচন ব্যবস্থার নিরপেক্ষতা
১ দিন আগেগণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ পরিত্যক্ত রাজনৈতিক দলে পরিণত হয়েছে। আওয়ামী লীগ এখন মরা লাশ, এই লাশ নিয়ে টানাটানি করে কোনো লাভ হবে না। এখন আমাদের দায়িত্ব হচ্ছে এই মরা লাশকে কবর দেওয়া, যাতে দুর্গন্ধ না ছড়ায়।’ আজ মঙ্গলবার বিকেলে শরীয়তপুরের ভেদরগঞ
১ দিন আগে