Ajker Patrika

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা রাজনীতিকদের জন্য অবমাননাকর: নতুন দল বিএসপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ জুলাই ২০২৩, ২০: ৩০
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা রাজনীতিকদের জন্য অবমাননাকর: নতুন দল বিএসপি

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাংলাদেশের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক এবং রাজনীতিবিদদের জন্য অবমাননাকর একটি ব্যবস্থা—এমন মন্তব্য করেছেন নতুন রাজনৈতিক দল বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারী। দলটি নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য প্রাথমিকভাবে চূড়ান্ত হয়েছে।

আজ শনিবার বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। দেশবিরোধী ষড়যন্ত্র, সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ও দেশদ্রোহী মোসাদ এজেন্টদের শাস্তি এবং সংবিধান অনুযায়ী অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

সাইফুদ্দিন আহমদ বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাকে বিভিন্নভাবে বিতর্কিত করে তোলে বিএনপি-জামায়াত জোট সরকার। আর অনির্বাচিত কোনো সরকার স্থায়ী সমাধান হতে পারে না। কারণ, আমরা ফখরুদ্দীন-ইয়াজউদ্দীন মার্কা তত্ত্বাবধায়ক সরকার দেখেছি। যারা নির্বাচন অনুষ্ঠান করতে এসে নিজেরাই ক্ষমতা পাকাপোক্ত করতে চেয়েছিল। এ ধরনের তত্ত্বাবধায়ক দেশের মানুষ আর চায় না।’

যুক্তরাষ্ট্র যদি মানবতা দেখাতে চায়। তাহলে মিয়ানমারকে চাপ দিয়ে রোহিঙ্গাদের তাদের দেশে ফিরিয়ে নিয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপন করুক। বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা বাংলাদেশের জনগণই সমাধান করবে। যোগ করেন সাইফুদ্দিন মাইজভান্ডারী।

আগামীকাল রোববার সংবাদ সম্মেলনের মাধ্যমে বিএসপির বিরুদ্ধে সব অপপ্রচারের বিষয়ে দেশবাসীকে জানানো হবে বলেও জানান তিনি।

বিএসপি আয়োজিত সমাবেশে অতিরিক্ত মহাসচিব মুফতি বাকী বিল্লাহ আল আযহারীর সঞ্চালনায় বিএসপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক আকন্দ, মাওলানা রুহুল আমিন ভূঁইয়া চাঁদপুরী, যুগ্ম মহাসচিব মো. আসলাম হোসাইন, জালাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক মো. ইব্রাহিম মিয়াসহ কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত