Ajker Patrika

ঢাবি ছাত্রলীগের ‘হল সম্মেলন প্রস্তুতি কমিটি’ গঠন

ঢাবি প্রতিনিধি
ঢাবি ছাত্রলীগের ‘হল সম্মেলন প্রস্তুতি কমিটি’ গঠন

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সমন্বিত হল সম্মেলন উপলক্ষে ‘সম্মেলন প্রস্তুতি কমিটি’ গঠন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। আজ সোমবার ঢাবি ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সম্মেলন কমিটি ঘোষণা করা হয়। 

বরিকুল ইসলাম বাঁধনকে আহ্বায়ক করে এই প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আরও রয়েছেন–অভ্যর্থনা বিষয়ক উপকমিটির আহ্বায়ক আকাশ সরকার, মঞ্চ ও সাজসজ্জা বিষয়ক উপকমিটির আহ্বায়ক হোসাইন আহমেদ সোহান, শৃঙ্খলা বিষয়ক উপকমিটির আহ্বায়ক শাহ জালাল, তথ্যপ্রযুক্তি বিষয়ক উপকমিটির আহ্বায়ক সৌরভ শিকদার, স্বাস্থ্য ও করোনা ব্যবস্থাপনা বিষয়ক উপকমিটির আহ্বায়ক মো. আল আমিন, দপ্তর বিষয়ক উপকমিটির আহ্বায়ক মো. ইমরান খান, সংস্কৃতি বিষয়ক উপকমিটির আহ্বায়ক জাহিদ হাসান, স্মারক সবুজায়ন বিষয়ক উপকমিটির আহ্বায়ক মুত্তাকিম গণি ভূঁইয়া ও আপ্যায়ন বিষয়ক উপকমিটির আহ্বায়ক ফারজানা নিপা। 

এ ছাড়া হল সম্মেলন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রতিটি উপকমিটির অধীনে সদস্য হিসেবেও রয়েছেন প্রায় শতাধিক ছাত্রলীগকর্মী। 

এদিকে হল সম্মেলন উপলক্ষে গত ২১ জানুয়ারি থেকে কর্মী সমাবেশ করছে ছাত্রলীগ। আগামীকাল মঙ্গলবার শেষ হবে হলে হলে এই কর্মী সমাবেশ। শেষ দিন বিকেল ৪টায় সমাবেশ অনুষ্ঠিত হবে কবি সুফিয়া কামাল হল ছাত্রলীগের। সন্ধ্যা ৬টায় ফজলুল হক মুসলিম হল ছাত্রলীগের, রাত ৮টায় ড. মুহম্মদ শহীদুল্লাহ হল ছাত্রলীগের এবং রাত ১০টায় অমর একুশে হল ছাত্রলীগের কর্মী সমাবেশ। 

উল্লেখ্য, দীর্ঘ ৫ বছর পর আগামী ৩০ জানুয়ারি হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সম্মেলন। এই সম্মেলনের পরপরই বিশ্ববিদ্যালয়ের ১৮টি আবাসিক হলের কমিটি ঘোষণা করা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিক্ষোভ থেকে সহিংসতায় উত্তাল ভাঙ্গা, মসজিদে আশ্রয় নিয়েছেন পুলিশ সদস্যরা

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

উত্তাল ভাঙ্গা: থানাসহ চারটি সরকারি দপ্তরে হামলা-ভাঙচুর, পুলিশসহ আহত অনেকে

সন্তানের গলা কেটে লাশ বাবার হাতে তুলে দিলেন মা

কক্সবাজার, মাদারীপুর ও চাঁপাইনবাবগঞ্জের ডিসি প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত