নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনে করছেন বর্তমানে দেশের সংকটটা অনেক গভীরে। তাঁর মতে, এই সংকট অস্তিত্বের এবং এর মোকাবিলায় অবশ্যই সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে 'আজকের প্রেক্ষাপটে ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য' শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।
সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় বিএনপি মহাসচিব বলেন, 'আজকে সংকটটা অনেক গভীরে। যে সংকটটা অস্তিত্বের। আমাদের স্বাধীনতা বিপন্ন হয়ে পড়েছে। আমাদের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়েছে। আমাদের যা কিছু অর্জন ছিল, সবকিছুকে হারিয়ে ফেলেছি। একটা ভয়াবহ ফ্যাসিস্ট সরকার আমাদের সমস্ত অর্জন ধ্বংস করে দিয়েছে। এর হাত থেকে মুক্তি পেতে হলে অবশ্যই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে এই দানব সরকারকে পরাজিত করতে হবে।'
সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে দেওয়া কারাদণ্ডের রায় প্রসঙ্গে তিনি বলেন, 'দেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। প্রশাসনকে ধ্বংস করা হয়েছে। সবচেয়ে ভয়াবহ হচ্ছে বিচারব্যবস্থাকে দলীয়করণ করা হয়েছে। এখানে ন্যায়বিচার পাওয়ার বিষয়টা প্রায় অসম্ভব। যেখানে প্রধান বিচারপতিকে ১১ বছর সাজা দেওয়া হয়েছে, আইনজীবীরা বলছেন এটা কখনোই কাম্য হতে পারে না। এটা কখনোই বিচারব্যবস্থাকে সম্মানজনক অবস্থানে নেবে না। বিচারব্যবস্থার প্রতি মানুষের যে আস্থা, সেই আস্থাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেবে, আজকে সেটাই দেওয়া হয়েছে। কোনো বিচারক আর সাহস পাবেন না সরকারের অন্যায়ের বিরুদ্ধে, জনগণকে ন্যায়ের পক্ষে, সরকার চাইবে না সেই রায় তাঁরা দেবেন না, যা তাঁদের জন্য বিপজ্জনক হয়ে দাঁড়াবে।'
বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন কমিটি এই সেমিনারের আয়োজন করে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন সেমিনারে সভাপতিত্ব করেন। সেমিনারে অন্যদের মধ্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিমসহ আরও অনেকে বক্তব্য দেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনে করছেন বর্তমানে দেশের সংকটটা অনেক গভীরে। তাঁর মতে, এই সংকট অস্তিত্বের এবং এর মোকাবিলায় অবশ্যই সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে 'আজকের প্রেক্ষাপটে ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য' শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।
সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় বিএনপি মহাসচিব বলেন, 'আজকে সংকটটা অনেক গভীরে। যে সংকটটা অস্তিত্বের। আমাদের স্বাধীনতা বিপন্ন হয়ে পড়েছে। আমাদের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়েছে। আমাদের যা কিছু অর্জন ছিল, সবকিছুকে হারিয়ে ফেলেছি। একটা ভয়াবহ ফ্যাসিস্ট সরকার আমাদের সমস্ত অর্জন ধ্বংস করে দিয়েছে। এর হাত থেকে মুক্তি পেতে হলে অবশ্যই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে এই দানব সরকারকে পরাজিত করতে হবে।'
সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে দেওয়া কারাদণ্ডের রায় প্রসঙ্গে তিনি বলেন, 'দেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। প্রশাসনকে ধ্বংস করা হয়েছে। সবচেয়ে ভয়াবহ হচ্ছে বিচারব্যবস্থাকে দলীয়করণ করা হয়েছে। এখানে ন্যায়বিচার পাওয়ার বিষয়টা প্রায় অসম্ভব। যেখানে প্রধান বিচারপতিকে ১১ বছর সাজা দেওয়া হয়েছে, আইনজীবীরা বলছেন এটা কখনোই কাম্য হতে পারে না। এটা কখনোই বিচারব্যবস্থাকে সম্মানজনক অবস্থানে নেবে না। বিচারব্যবস্থার প্রতি মানুষের যে আস্থা, সেই আস্থাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেবে, আজকে সেটাই দেওয়া হয়েছে। কোনো বিচারক আর সাহস পাবেন না সরকারের অন্যায়ের বিরুদ্ধে, জনগণকে ন্যায়ের পক্ষে, সরকার চাইবে না সেই রায় তাঁরা দেবেন না, যা তাঁদের জন্য বিপজ্জনক হয়ে দাঁড়াবে।'
বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন কমিটি এই সেমিনারের আয়োজন করে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন সেমিনারে সভাপতিত্ব করেন। সেমিনারে অন্যদের মধ্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিমসহ আরও অনেকে বক্তব্য দেন।
নৈতিক স্খলনের অভিযোগে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারকে দুই মাস সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত রাখার পর পুনরায় দলে ফেরানো হয়েছে। তাঁকে দেওয়া শোকজ (কারণ দর্শানো) নোটিশটি প্রত্যাহার করা হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানায় এনসিপি।
১ ঘণ্টা আগেঢাকা সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। এ বৈঠকে তারা ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের কিছু অমীমাংসিত বিরোধ সমাধানের বিষয়ে কথা বলেছেন বলে জানান। গতকাল শনিবার (২৩ আগস্ট) বিকেলে পাকিস্তানের হাইকমিশনের আমন্ত্রণে এই বৈঠক অনুষ্ঠিত...
২ ঘণ্টা আগেআগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও নতুন সংবিধানের দাবি আবার জানাল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি বলেছে, তাদের এসব দাবি আদায় না হলে সে নির্বাচনে এনসিপি অংশ নেবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।
১২ ঘণ্টা আগেজুলাই জাতীয় সনদ শহীদদের রক্তস্নাত। ছাত্র-জনতা দেশের মৌলিক সংস্কারের জন্য জীবন দিয়েছে। এ কারণে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করা এবং একে আইনগত ভিত্তি দেওয়া দরকার। রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আজ শনিবার বিকেলে ‘জুলাই সনদ: আকাঙ্ক্ষা ও বাস্তবায়ন’ বিষয়ক এক গোলটেবিল বৈঠকে বক্তারা
১২ ঘণ্টা আগে