Ajker Patrika

গার্মেন্টস মালিকদের ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে, শ্রমিকদের বেতন হচ্ছে না: ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ অক্টোবর ২০২৩, ২২: ২৪
গার্মেন্টস মালিকদের ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে, শ্রমিকদের বেতন হচ্ছে না: ফখরুল

ব্যবসায়ীরা প্রমাদ গুনছে। বিশেষ করে গার্মেন্টসের মালিকেরা। তাঁদের ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে। তাঁরা শ্রমিকদের বেতন দিতে পারছেন না। আজ শুক্রবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে গণ অধিকার পরিষদ আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মির্জা ফখরুল বলেন, প্রতি মাসে এক থেকে দেড় বিলিয়ন রিজার্ভ কমে যাচ্ছে। তাঁকে (প্রধানমন্ত্রী) এই প্রশ্ন জিজ্ঞেস করলে তিনি আবার পাল্টা সাংবাদিকদের বলছেন, তাহলে তেল আনা বন্ধ করে দিই, খাবার আনা বন্ধ করে দিই। প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘তুমি সরকারে থাকবে কেন? দেশ চালাতে পারো না, তুমি মানুষকে খাবার দিতে পারো না। জোর করে ক্ষমতায় বসে থাকার অধিকার তোমার নাই।’ 

মির্জা ফখরুল বলেন, ‘যে সরকার মানুষের খাবার দিতে পারে না, দেশ চালাতে পারে না, সেই সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই। এটা কোনো রাজতন্ত্র নয়। আমরা এই দেশটাকে কারও কাছে ইজারা দিই নাই। আমরা এই দেশটাকে স্বাধীন করেছি যুদ্ধ করে। এই দেশের মালিক সাধারণ মানুষ। তারা একটা দিন পান, যেদিন তারা তাদের ভোটটা দিয়ে সরকার পরিবর্তন করতে পারে। সেই দিনটাও তারা কেড়ে নিয়েছে আমাদের কাছ থেকে।’ 

সরকার পতনের আন্দোলনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ফখরুল বলেন, ‘এই দেশটাকে যদি বাঁচাতে চান, সবাই ঐক্যবদ্ধ হয়ে বেরিয়ে আসুন। কণ্ঠে-কণ্ঠে সোচ্চার করে বলুন—অনেক হয়েছে, অনেক লুট করেছ, অনেক অত্যাচার-নির্যাতন করেছ। অনেকে মায়ের বুক খালি করেছ। অনেক রক্তে রঞ্জিত করেছ হাত, অনেক স্ত্রীকে স্বামীহারা করেছ, অনেক পুত্রকে পিতা হারা করেছ। আর নয়। দয়া করে এখনো সময় আছে, শান্তিতে-শান্তিতে মানে-মানে বিদায় হও।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত