নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মোবাইল ফোনে বিজয় কিবোর্ড বাধ্যতামূলক করার সিদ্ধান্তের সমালোচনা করে ক্ষমতাসীন আওয়ামী লীগের বিরুদ্ধে লুটপাটের অভিযোগ এনেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই লুটপাটে নব্য আওয়ামী লীগাররা এগিয়ে আছেন ইঙ্গিত করে তিনি বলেন, ‘যাদের পায়ে চপ্পল ছিল না, তারা এখন রোলস রয়েস গাড়িতে ঘুরে বেড়ায়।’
আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
মির্জা ফখরুল বলেন, ‘বিজয় কিবোর্ড বাধ্যতামূলক করা হচ্ছে। কারণ, এর মালিক একজন মন্ত্রী। একজন মন্ত্রীর কোম্পানি সরকারের লাভজনক প্রক্রিয়ায় জড়িত হওয়া, এটা ভয়ংকর দুর্নীতি।’
ফখরুল বলেন, ‘বিদেশে বিশেষ করে লন্ডনে এখন সবচেয়ে বেশি বাড়ি কিনছে নাকি বাংলাদেশিরা। এরা কারা? এরা হচ্ছে নতুন, নব্য আওয়ামী লীগের দেহুরিরা, যারা এ দেশের সম্পদ লুট করেছে। যারা আঙুল ফুলে কলাগাছ হয়ে গেছেন। যাদের পায়ে চপ্পল ছিল না, তারা এখন রোলস রয়েস গাড়িতে ঘুরে বেড়ায়।’
সভাপতির ভাষণে চলমান আন্দোলনের গতি বাড়িয়ে লক্ষ্য পূরণের জন্য নেতা-কর্মীদের আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘আর কালক্ষেপণ নয়। আমরা যে আবেগ নিয়ে, সাহস নিয়ে সামনের দিকে এগিয়ে চলেছি, আমরা অবশ্যই জয়যুক্ত হব। এই দেশে একটা উদার মুক্ত গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করব।’
ফখরুল বলেন, ‘অনেক ক্ষতি হয়েছে আমাদের। আমাদের অনেকে প্রাণ দিয়েছেন, অনেক মায়ের অশ্রু ঝরছে, আমাদের অনেক বীরেরা রক্ত দিয়েছেন।
তাঁদের রক্ত কখনো বৃথা যেতে পারে না, মায়ের অশ্রু কখনো বৃথা যাবে না। আমাদের জেগে উঠতে হবে।’
বিএনপি মহাসচিব আরও বলেন, ‘আন্দোলনে আমাদের যে ভাইয়েরা রক্ত দিয়েছেন, তাঁদের রক্ত ছুঁয়ে শপথ নিয়েছি আমরা—বাংলাদেশকে একটি গণতান্ত্রিক উদার রাষ্ট্র না করে ঘরে ফিরব না। বিজয় অর্জন না করে আমরা ঘরে ফিরব না। জেল-জুলুম যা-ই আসুক, আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমাদের ঘোষিত ১০ দফা আদায় করব, অবশ্যই এই সরকারকে পদত্যাগে বাধ্য করব।’
প্রধান অতিথির বক্তব্যে খন্দকার মোশাররফ হোসেন বলেন বলেন, ‘আওয়ামী লীগ শুধু চাপাবাজি করতে চায়। আওয়ামী লীগ হচ্ছে গণতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক আর বিএনপি গণতন্ত্রের জন্য। আমরা ১০ দফা দিয়েছি। সেখানে প্রথম দফাতে এই সরকারের পদত্যাগ এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের কথা বলা আছে।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, সবাইকে গ্রেপ্তার করলেও বিএনপির জোয়ার থামানো যাবে না। কারণ, বিএনপির সঙ্গে সাধারণ মানুষের যোগাযোগ হয়ে গেছে, তারা সম্পৃক্ত হয়েছে। গ্রেপ্তার, গুম, খুন করে আন্দোলন ঠেকিয়ে রাখা যাবে না।
মোবাইল ফোনে বিজয় কিবোর্ড বাধ্যতামূলক করার সিদ্ধান্তের সমালোচনা করে ক্ষমতাসীন আওয়ামী লীগের বিরুদ্ধে লুটপাটের অভিযোগ এনেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই লুটপাটে নব্য আওয়ামী লীগাররা এগিয়ে আছেন ইঙ্গিত করে তিনি বলেন, ‘যাদের পায়ে চপ্পল ছিল না, তারা এখন রোলস রয়েস গাড়িতে ঘুরে বেড়ায়।’
আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
মির্জা ফখরুল বলেন, ‘বিজয় কিবোর্ড বাধ্যতামূলক করা হচ্ছে। কারণ, এর মালিক একজন মন্ত্রী। একজন মন্ত্রীর কোম্পানি সরকারের লাভজনক প্রক্রিয়ায় জড়িত হওয়া, এটা ভয়ংকর দুর্নীতি।’
ফখরুল বলেন, ‘বিদেশে বিশেষ করে লন্ডনে এখন সবচেয়ে বেশি বাড়ি কিনছে নাকি বাংলাদেশিরা। এরা কারা? এরা হচ্ছে নতুন, নব্য আওয়ামী লীগের দেহুরিরা, যারা এ দেশের সম্পদ লুট করেছে। যারা আঙুল ফুলে কলাগাছ হয়ে গেছেন। যাদের পায়ে চপ্পল ছিল না, তারা এখন রোলস রয়েস গাড়িতে ঘুরে বেড়ায়।’
সভাপতির ভাষণে চলমান আন্দোলনের গতি বাড়িয়ে লক্ষ্য পূরণের জন্য নেতা-কর্মীদের আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘আর কালক্ষেপণ নয়। আমরা যে আবেগ নিয়ে, সাহস নিয়ে সামনের দিকে এগিয়ে চলেছি, আমরা অবশ্যই জয়যুক্ত হব। এই দেশে একটা উদার মুক্ত গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করব।’
ফখরুল বলেন, ‘অনেক ক্ষতি হয়েছে আমাদের। আমাদের অনেকে প্রাণ দিয়েছেন, অনেক মায়ের অশ্রু ঝরছে, আমাদের অনেক বীরেরা রক্ত দিয়েছেন।
তাঁদের রক্ত কখনো বৃথা যেতে পারে না, মায়ের অশ্রু কখনো বৃথা যাবে না। আমাদের জেগে উঠতে হবে।’
বিএনপি মহাসচিব আরও বলেন, ‘আন্দোলনে আমাদের যে ভাইয়েরা রক্ত দিয়েছেন, তাঁদের রক্ত ছুঁয়ে শপথ নিয়েছি আমরা—বাংলাদেশকে একটি গণতান্ত্রিক উদার রাষ্ট্র না করে ঘরে ফিরব না। বিজয় অর্জন না করে আমরা ঘরে ফিরব না। জেল-জুলুম যা-ই আসুক, আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমাদের ঘোষিত ১০ দফা আদায় করব, অবশ্যই এই সরকারকে পদত্যাগে বাধ্য করব।’
প্রধান অতিথির বক্তব্যে খন্দকার মোশাররফ হোসেন বলেন বলেন, ‘আওয়ামী লীগ শুধু চাপাবাজি করতে চায়। আওয়ামী লীগ হচ্ছে গণতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক আর বিএনপি গণতন্ত্রের জন্য। আমরা ১০ দফা দিয়েছি। সেখানে প্রথম দফাতে এই সরকারের পদত্যাগ এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের কথা বলা আছে।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, সবাইকে গ্রেপ্তার করলেও বিএনপির জোয়ার থামানো যাবে না। কারণ, বিএনপির সঙ্গে সাধারণ মানুষের যোগাযোগ হয়ে গেছে, তারা সম্পৃক্ত হয়েছে। গ্রেপ্তার, গুম, খুন করে আন্দোলন ঠেকিয়ে রাখা যাবে না।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ঘোষিত ৩১ দফা রূপরেখা বাস্তবায়নে তরুণদের নীতি-প্রণয়ন প্রক্রিয়ায় সম্পৃক্ত করতে শুরু করেছে এক মাসব্যাপী কর্মসূচি।
৬ ঘণ্টা আগেভারত-পাকিস্তান যুদ্ধ নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বুধবার সন্ধ্যায় দেওয়া পোস্টে সামরিক হামলার নিন্দা জানিয়ে সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
১০ ঘণ্টা আগেসরকারের উদ্দেশে শামসুজ্জামান দুদু বলেন, দেশের মানুষের অধিকার ফিরিয়ে দিন। জনগণ যেন তাঁদের পছন্দমতো প্রার্থীকে ভোট দিতে পারেন, সেই ব্যবস্থা করুন। তাহলে দেখবেন রাতারাতি সব সমস্যার সমাধান হয়ে যাবে।
১২ ঘণ্টা আগেদীর্ঘ চার মাস যুক্তরাজ্যে চিকিৎসা শেষে গতকাল মঙ্গলবার (৬ মে) দেশে ফিরেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এদিন সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেরিয়ে এসে গুলশান-২-এ তাঁর বাসভবন পর্যন্ত সড়ক-মহাসড়কের দুই পাশে জড়ো হওয়া লাখো মানুষ তাঁকে স্বাগত জানান।
১৩ ঘণ্টা আগে