Ajker Patrika

আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতিতে ১১ উপকমিটি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩০ অক্টোবর ২০২২, ১৩: ০৪
আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতিতে ১১ উপকমিটি

আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন সামনে রেখে ১১টি সম্মেলন প্রস্তুত উপকমিটি গঠন করা হয়েছে।

আজ রোববার আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলটির জাতীয় সম্মেলন নিয়ে সম্পাদকমণ্ডলীর এক বৈঠকে এই উপকমিটিগুলো গঠন করা হয়। পরে ওবায়দুল কাদের সাংবাদিকদের উপকমিটি গঠনের তথ্য জানান।

ওবায়দুল কাদের জানান, সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক শেখ হাসিনা; সদস্যসচিব ওবায়দুল কাদের।

এ ছাড়া সম্মেলন অভ্যর্থনা উপকমিটির আহ্বায়ক শেখ ফজলুল করিম সেলিম, সদস্যসচিব ডা. দীপু মনি; অর্থ উপকমিটির আহ্বায়ক কাজী জাফরউল্লাহ, সদস্যসচিব এইচ এন আশিকুর রহমান; ঘোষণাপত্র উপকমিটির আহ্বায়ক শেখ ফজলুল করিম সেলিম, সদস্যসচিব আব্দুর রহমান; দপ্তর উপকমিটির আহ্বায়ক ড. অনুপম সেন, সদস্যসচিব ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া; মঞ্চ ও সাজসজ্জা কমিটির আহ্বায়ক জাহাঙ্গীর কবির নানক, সদস্যসচিব মির্জা আজম; প্রচার ও প্রকাশনা কমিটির আহ্বায়ক মোহাম্মদ সাহাবুদ্দিন চুপপু, সদস্যসচিব ড. আবদুস সোবহান গোলাপ; স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপকমিটির আহ্বায়ক আবুল হাসনাত আব্দুল্লাহ, সদস্যসচিব আ ফ ম বাহাউদ্দিন নাছিম; গঠনতন্ত্র সংশোধন উপকমিটির আহ্বায়ক আব্দুর রাজ্জাক, সদস্যসচিব সেলিম মাহমুদ; স্বাস্থ্য উপকমিটির আহ্বায়ক ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, সদস্যসচিব ডা. রোকেয়া সুলতানা; সাংস্কৃতিক উপকমিটির আহ্বায়ক আতাউর রহমান, সদস্যসচিব অসীম কুমার উকিল; খাদ্য উপকমিটির আহ্বায়ক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সদস্যসচিব অ্যাড. কামরুল ইসলাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত