Ajker Patrika

আওয়ামী লীগ মিথ্যা বলে না: গয়েশ্বর চন্দ্র

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আওয়ামী লীগ মিথ্যা বলে না: গয়েশ্বর চন্দ্র

আওয়ামী লীগ মিথ্যা বলে না-এমন মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, ‘অনেকেই বলেন আওয়ামী লীগ মিথ্যা কথা বলে। আমি বলবো, আওয়ামী লীগ মিথ্যা কথা বলে না। ওরা সত্য জানে না, তাই বলে না।’ 

জাতীয় প্রেসক্লাবে আজ সোমবার জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। জনগণের অধিকার প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগে এক দফা আন্দোলনের আহ্বান জানান তিনি। 

গয়েশ্বর অভিযোগ করে বলেন, দেশের প্রশাসন, আদালতসহ সবকিছু প্রধানমন্ত্রী শেখ হাসিনার আঁচলে বন্দী হয়ে আছে। এই আঁচল কাটতে হবে। 

তিনি বলেন, জনগণের দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ। সব সমস্যার সমাধানে তাঁকে পদত্যাগ করাতে বাধ্য করা হবে। এক দফা আন্দোলনে সব সমস্যার সুরাহা হবে। 

বিশেষ অতিথির বক্তব্যে সরকারের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, মিথ্যাই এই সরকারের অবলম্বন। মিথ্যাই তাদের একমাত্র ভরসা। 

তাঁর অভিযোগ, করোনা নিয়ে লুটপাট, দুর্নীতি করেছে এই সরকার। সেই লুটপাটকে অক্ষুণ্ন রাখতে তাঁরা মানুষের লাশের ওপর দিয়ে ভাইরাস নিয়েও মিথ্যাচার করছে। 

বিএনপিকে দেশ থেকে নিশ্চিহ্ন করতে সরকার একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, এরই ধারাবাহিকতায় ২১ আগস্টের গ্রেনেড হামলা নিয়েও তারা মিথ্যাচার করছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত