নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আওয়ামী লীগ মিথ্যা বলে না-এমন মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, ‘অনেকেই বলেন আওয়ামী লীগ মিথ্যা কথা বলে। আমি বলবো, আওয়ামী লীগ মিথ্যা কথা বলে না। ওরা সত্য জানে না, তাই বলে না।’
জাতীয় প্রেসক্লাবে আজ সোমবার জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। জনগণের অধিকার প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগে এক দফা আন্দোলনের আহ্বান জানান তিনি।
গয়েশ্বর অভিযোগ করে বলেন, দেশের প্রশাসন, আদালতসহ সবকিছু প্রধানমন্ত্রী শেখ হাসিনার আঁচলে বন্দী হয়ে আছে। এই আঁচল কাটতে হবে।
তিনি বলেন, জনগণের দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ। সব সমস্যার সমাধানে তাঁকে পদত্যাগ করাতে বাধ্য করা হবে। এক দফা আন্দোলনে সব সমস্যার সুরাহা হবে।
বিশেষ অতিথির বক্তব্যে সরকারের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, মিথ্যাই এই সরকারের অবলম্বন। মিথ্যাই তাদের একমাত্র ভরসা।
তাঁর অভিযোগ, করোনা নিয়ে লুটপাট, দুর্নীতি করেছে এই সরকার। সেই লুটপাটকে অক্ষুণ্ন রাখতে তাঁরা মানুষের লাশের ওপর দিয়ে ভাইরাস নিয়েও মিথ্যাচার করছে।
বিএনপিকে দেশ থেকে নিশ্চিহ্ন করতে সরকার একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, এরই ধারাবাহিকতায় ২১ আগস্টের গ্রেনেড হামলা নিয়েও তারা মিথ্যাচার করছে।
আওয়ামী লীগ মিথ্যা বলে না-এমন মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, ‘অনেকেই বলেন আওয়ামী লীগ মিথ্যা কথা বলে। আমি বলবো, আওয়ামী লীগ মিথ্যা কথা বলে না। ওরা সত্য জানে না, তাই বলে না।’
জাতীয় প্রেসক্লাবে আজ সোমবার জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। জনগণের অধিকার প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগে এক দফা আন্দোলনের আহ্বান জানান তিনি।
গয়েশ্বর অভিযোগ করে বলেন, দেশের প্রশাসন, আদালতসহ সবকিছু প্রধানমন্ত্রী শেখ হাসিনার আঁচলে বন্দী হয়ে আছে। এই আঁচল কাটতে হবে।
তিনি বলেন, জনগণের দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ। সব সমস্যার সমাধানে তাঁকে পদত্যাগ করাতে বাধ্য করা হবে। এক দফা আন্দোলনে সব সমস্যার সুরাহা হবে।
বিশেষ অতিথির বক্তব্যে সরকারের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, মিথ্যাই এই সরকারের অবলম্বন। মিথ্যাই তাদের একমাত্র ভরসা।
তাঁর অভিযোগ, করোনা নিয়ে লুটপাট, দুর্নীতি করেছে এই সরকার। সেই লুটপাটকে অক্ষুণ্ন রাখতে তাঁরা মানুষের লাশের ওপর দিয়ে ভাইরাস নিয়েও মিথ্যাচার করছে।
বিএনপিকে দেশ থেকে নিশ্চিহ্ন করতে সরকার একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, এরই ধারাবাহিকতায় ২১ আগস্টের গ্রেনেড হামলা নিয়েও তারা মিথ্যাচার করছে।
জাতীয় সংসদ নির্বাচন হলে ক্ষমতার খরা কাটানোর আশাবাদী বিএনপি আগামী ডিসেম্বরে নির্বাচন দাবি করছে। দাবি আদায়ে মাঠের কর্মসূচি শুরু করেছে। করণীয় নিয়ে বিভিন্ন দলের সঙ্গে বৈঠক করছে। তবে ভোটের জন্য অপেক্ষা দীর্ঘ হলেও অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলার মতো কোনো কর্মসূচি দেবে না দলটি। কোনো সংঘাতেও জড়াবে না।
৭ ঘণ্টা আগেবর্তমানে দেশে শ্রমিকসমাজ বিভিন্নভাবে অত্যাচারিত-নিপীড়িত ও নিষ্পেষিত উল্লেখ করে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময় অল্প কিছুদিনের ব্যবধানে লক্ষাধিক শ্রমিক চাকরিচ্যুত হয়েছেন। বুধবার (৩০ এপ্রিল) বিকেলে জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার..
১০ ঘণ্টা আগেআওয়ামী লীগের বিচার ও রাষ্ট্রের মৌলিক সংস্কার প্রশ্নে ঐকমত্য জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ও গণসংহতি আন্দোলনের নেতারা। একই সঙ্গে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ এবং নির্বাচনের আগে সংস্কার কীভাবে বাস্তবায়ন করা যায়, তা নিয়েও আলোচনা করেছেন তাঁরা।
১৩ ঘণ্টা আগেদেশের হিন্দু সম্প্রদায়ের সদস্যদের উদ্দেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আপনারা কারও চেয়ে কম নন। আপনারা বাংলাদেশের নাগরিক। এ দেশ আপনাদের জন্মভূমি। রাজনৈতিক মত আলাদা হতে পারে, দল ভিন্ন হতে পারে, তবে অধিকার সবারই সমান। সেই অধিকার রক্ষা করতে আমরা জীবন দিতেও প্রস্তুত।’
১৭ ঘণ্টা আগে