Ajker Patrika

খালেদা জিয়ার চিকিৎসা বাংলাদেশে নেই: খন্দকার মোশাররফ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১৯: ০৪
খালেদা জিয়ার চিকিৎসা বাংলাদেশে নেই: খন্দকার মোশাররফ

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জীবন-মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। ক্রমেই অবস্থার অবনতি হচ্ছে। তাঁর চিকিৎসা বাংলাদেশে নেই। জরুরি ভিত্তিতে বিদেশে নেওয়া দরকার বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

আজ শুক্রবার বাদ জুমা বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে তিনি এ কথা জানান। 

মোশারফ হোসেন বলেন, ‘খালেদা জিয়া জীবন-মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। আমরা যতটুকু চিকিৎসকদের কাছ থেকে শুনতে পেরেছি, তাঁর স্বাস্থ্যের অবস্থা অনেক খারাপ। দিনদিন আরও খারাপের দিকে যাচ্ছে। মেডিকেল বোর্ডের চিকিৎসকেরা বলছেন, তাঁর যে চিকিৎসা প্রয়োজন, সেই চিকিৎসা বাংলাদেশে নেই। তাঁকে অতি দ্রুত বিদেশে নেওয়া প্রয়োজন।’ 

মোশাররফ হোসেন বলেন, ‘আজকে বেগম খালেদা জিয়াকে শেষ করে দেওয়ার জন্য এই সরকার তাঁর সুচিকিৎসার ব্যবস্থা করছে না। এখন আইনের কথা বলে কোনো লাভ নেই। আইনজীবীরা এরই মধ্যে বলেছেন, খালেদা জিয়ার বিদেশে যেতে আইনি কোনো বাধা নেই। আমরা অবিলম্বে খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিয়ে তাঁকে বিদেশে পাঠানোর জন্য জোর দাবি জানাচ্ছি।’

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, ঢাকা দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত