Ajker Patrika

বিএনপি থেকে আজীবন বহিষ্কার বগুড়ার ১২ নেতা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৪ জুন ২০২৩, ১০: ০১
বিএনপি থেকে আজীবন বহিষ্কার বগুড়ার ১২ নেতা

দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে প্রার্থী হওয়ায় বগুড়ার ১২ নেতাকে প্রাথমিক সদস্যপদসহ বিএনপির সব পর্যায়ের পদ থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে।

আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো বিএনপির এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন—বগুড়ার তালোড়া পৌর বিএনপির সভাপতি মো. আব্দুল জলিল খন্দকার, ৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. আবু হোসেন সরকার আবুল, ৯ নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি মো. হারুন তরফদার, তালোড়া পৌর বিএনপির সহসাধারণ সম্পাদক মো. সৈয়দ রাজা, সহসভাপতি মো. আব্দুল মান্নান, তালোড়া পৌরসভার ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম আলী মুকুল।

এ ছাড়া তালোড়া পৌর বিএনপির সহকোষাধ্যক্ষ মো. তানভীর আহমেদ ফেরদৌস, তালোড়া পৌর শ্রমিক দলের সভাপতি মো. আব্দুল জলিল প্রামাণিক, তালোড়া পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইসরাফিল ইসলাম, সহস্বেচ্ছাসেবক সম্পাদক মো. হাসেম আলী প্রামাণিক, তালোড়া পৌর বিএনপির সদস্য মো. মারুফ হাসান এবং তালোড়া পৌর বিএনপির মহিলাবিষয়ক সহসম্পাদক সোনিয়া রাজভর।

বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, আগামী ২১ জুন অনুষ্ঠেয় বগুড়া জেলার তালোড়া পৌরসভার নির্বাচনে অংশগ্রহণ করায় গত ৯ জুন তাঁদের কারণ দর্শানোর চিঠি দেওয়া হয়। তাঁরা কেউই চিঠির জবাব দেননি। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করায় তাঁদের বহিষ্কার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

ধানমন্ডি ৩২ নম্বরে শিবির নেতা, ছাত্রলীগ সন্দেহে মারধর করল ছাত্রদল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত