রেজা করিম, ঢাকা
চব্বিশের পটপরিবর্তনের পর থেকেই তরুণদের নেতৃত্বে নতুন একটি দলের আত্মপ্রকাশ নিয়ে আলোচনা শুরু হয় জোরেশোরে। এই আলোচনায় সরব ছিল বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল। অনেক জল্পনাকল্পনার পর অবশেষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নামে আত্মপ্রকাশ করেছে দলটি। দলটি নিয়ে নানাজন নানা কথা বলছেন। তরুণদের এই দল নিয়ে মিশ্র ভাবনা আছে রাজনৈতিক দলগুলোর মধ্যেও।
জুলাই অভ্যুত্থানের সামনের সারির নেতাদের নিয়ে শুক্রবার আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক দল এনসিপি। জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক মো. নাহিদ ইসলাম এই দলের আহ্বায়ক হয়েছেন। সদস্যসচিব হয়েছেন আরেক সমন্বয়ক আখতার হোসেন। এ ছাড়াও আন্দোলনের সম্মুখ সারির নেতা হাসনাত আবদুল্লাহ, সারজিস আলমসহ অনেকে আছেন দলটির নেতৃত্বে।
এনসিপিকে স্বাগত জানালেও তাদের রাজনৈতিক দর্শন ও মতাদর্শ নিয়ে প্রশ্ন আছে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের। তাঁরা বলছেন, রাজনীতিতে বহু মত ও পথের চর্চায় নতুন একটি দলের যুক্ত হওয়া অবশ্যই আনন্দের বিষয়। কিন্তু নতুন দলটির উত্থাপিত ‘সেকেন্ড রিপাবলিক’ এবং গণপরিষদ নির্বাচনসহ প্রশ্ন উঠেছে আরও নানা বিষয়ে। তাঁদের কর্মকাণ্ডে অভিজ্ঞতা ও প্রজ্ঞার অভাবও স্পষ্ট। এখান থেকে নানাবিধ চ্যালেঞ্জ মোকাবিলা করে এগোতে গিয়ে এই দলের হোঁচট খাওয়ার সম্ভাবনাও দেখছেন অনেকে।
এনসিপির ‘সেকেন্ড রিপাবলিক এবং গণপরিষদ নির্বাচন’ নিয়ে প্রশ্ন তুলে গতকাল রাজধানীতে এক সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আমি নতুন বন্ধুদের বলতে চাই, আমাদের বর্তমান রিপাবলিক কি অসুস্থ হয়ে গেছে?’ গণপরিষদ নির্বাচন ও সেকেন্ড রিপাবলিকের বিষয় সামনে নিয়ে আসার পেছনে রাষ্ট্রব্যবস্থাকে আরও দীর্ঘায়িত ও অগণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র থাকতে পারে বলেও আশঙ্কার কথা বলেছেন বিএনপির এই নেতা।
নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিএনপির প্রতিনিধি হিসেবে অংশ নেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। গতকাল শনিবার এই দল প্রসঙ্গে এক অনুষ্ঠানে রিজভী বলেন, ‘এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠানে সবাই ভালো ভালো কথা বলেছেন। কিন্তু রাষ্ট্র সম্পর্কে কোনো পলিটিক্যাল ফিলোসফি (রাজনৈতিক দর্শন) পাইনি।’
গত জুলাই-আগস্টে অসাধ্য সাধনকারীদের নেতৃত্বে একটি নতুন দলের আত্মপ্রকাশকে ‘খুশির খবর’ বলেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তবে দলটির সামনে সম্ভাবনার পাশাপাশি বেশ কিছু চ্যালেঞ্জও দেখছেন তিনি। নতুন দল প্রসঙ্গে জানতে চাইলে আজকের পত্রিকাকে তিনি বলেন, নতুন করে কোনো কিছু গড়ে তোলা কষ্টসাধ্য। এটা করতে যে রকম অভিজ্ঞতা ও ধৈর্য দরকার; দলটি যাঁরা করেছেন, তাঁদের মধ্যে এটার কমতি লক্ষ করা গেছে। আশা করছি তাঁরা ভালো করবেন। তবে অনেক চ্যালেঞ্জ আছে।
এনসিপি দেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলে প্রত্যাশা গণতন্ত্র মঞ্চের নেতা ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের। তবে দলটির হোঁচট খাওয়ার আশঙ্কার কথাও বলেছেন তিনি। গতকাল শনিবার আজকের পত্রিকাকে বলেন, ‘যেটুকু দেখেছি, তাদের (এনসিপি) আদর্শের জায়গাটা কী হবে, তা এখনো স্পষ্ট করা হয়নি। যে বাতাবরণে দলটি তৈরি করা হচ্ছে, তাতে হোঁচট খাওয়ার আশঙ্কা আছে। কারণ তাঁদের লোকজন এখনো সরকারে আছে এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা তাঁদের পেছনে আছে। সেখান থেকে সরে এসে জনগণের আস্থা অর্জন করতে না পারলে কতটা কী করতে পারবে, সে প্রশ্ন থেকেই যায়।’
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আজকের পত্রিকাকে বলেন, চব্বিশের গণ-অভ্যুত্থানের চেতনাকে সামনে রেখে নতুন এই দল যদি ইতিবাচক রাজনীতি করে, অসাম্প্রদায়িকতা চর্চা করে, সেটা বাংলাদেশের রাজনীতিতে কতগুলো ইতিবাচক উপাদান হিসেবে যুক্ত হবে। নতুন দল নিয়ে মানুষের মাঝে প্রত্যাশা থাকতেই পারে। মূল বিষয়টা হচ্ছে, তারা কী করতে চায়। সেকেন্ড রিপাবলিক নিয়ে তারা কথা বলছে, যা বোধগম্য নয়। কিন্তু এখন পর্যন্ত দেশ ও দেশের মানুষের স্বার্থে কিছু করার দৃষ্টিভঙ্গি দেখছি না।
চব্বিশের পটপরিবর্তনের পর থেকেই তরুণদের নেতৃত্বে নতুন একটি দলের আত্মপ্রকাশ নিয়ে আলোচনা শুরু হয় জোরেশোরে। এই আলোচনায় সরব ছিল বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল। অনেক জল্পনাকল্পনার পর অবশেষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নামে আত্মপ্রকাশ করেছে দলটি। দলটি নিয়ে নানাজন নানা কথা বলছেন। তরুণদের এই দল নিয়ে মিশ্র ভাবনা আছে রাজনৈতিক দলগুলোর মধ্যেও।
জুলাই অভ্যুত্থানের সামনের সারির নেতাদের নিয়ে শুক্রবার আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক দল এনসিপি। জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক মো. নাহিদ ইসলাম এই দলের আহ্বায়ক হয়েছেন। সদস্যসচিব হয়েছেন আরেক সমন্বয়ক আখতার হোসেন। এ ছাড়াও আন্দোলনের সম্মুখ সারির নেতা হাসনাত আবদুল্লাহ, সারজিস আলমসহ অনেকে আছেন দলটির নেতৃত্বে।
এনসিপিকে স্বাগত জানালেও তাদের রাজনৈতিক দর্শন ও মতাদর্শ নিয়ে প্রশ্ন আছে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের। তাঁরা বলছেন, রাজনীতিতে বহু মত ও পথের চর্চায় নতুন একটি দলের যুক্ত হওয়া অবশ্যই আনন্দের বিষয়। কিন্তু নতুন দলটির উত্থাপিত ‘সেকেন্ড রিপাবলিক’ এবং গণপরিষদ নির্বাচনসহ প্রশ্ন উঠেছে আরও নানা বিষয়ে। তাঁদের কর্মকাণ্ডে অভিজ্ঞতা ও প্রজ্ঞার অভাবও স্পষ্ট। এখান থেকে নানাবিধ চ্যালেঞ্জ মোকাবিলা করে এগোতে গিয়ে এই দলের হোঁচট খাওয়ার সম্ভাবনাও দেখছেন অনেকে।
এনসিপির ‘সেকেন্ড রিপাবলিক এবং গণপরিষদ নির্বাচন’ নিয়ে প্রশ্ন তুলে গতকাল রাজধানীতে এক সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আমি নতুন বন্ধুদের বলতে চাই, আমাদের বর্তমান রিপাবলিক কি অসুস্থ হয়ে গেছে?’ গণপরিষদ নির্বাচন ও সেকেন্ড রিপাবলিকের বিষয় সামনে নিয়ে আসার পেছনে রাষ্ট্রব্যবস্থাকে আরও দীর্ঘায়িত ও অগণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র থাকতে পারে বলেও আশঙ্কার কথা বলেছেন বিএনপির এই নেতা।
নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিএনপির প্রতিনিধি হিসেবে অংশ নেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। গতকাল শনিবার এই দল প্রসঙ্গে এক অনুষ্ঠানে রিজভী বলেন, ‘এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠানে সবাই ভালো ভালো কথা বলেছেন। কিন্তু রাষ্ট্র সম্পর্কে কোনো পলিটিক্যাল ফিলোসফি (রাজনৈতিক দর্শন) পাইনি।’
গত জুলাই-আগস্টে অসাধ্য সাধনকারীদের নেতৃত্বে একটি নতুন দলের আত্মপ্রকাশকে ‘খুশির খবর’ বলেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তবে দলটির সামনে সম্ভাবনার পাশাপাশি বেশ কিছু চ্যালেঞ্জও দেখছেন তিনি। নতুন দল প্রসঙ্গে জানতে চাইলে আজকের পত্রিকাকে তিনি বলেন, নতুন করে কোনো কিছু গড়ে তোলা কষ্টসাধ্য। এটা করতে যে রকম অভিজ্ঞতা ও ধৈর্য দরকার; দলটি যাঁরা করেছেন, তাঁদের মধ্যে এটার কমতি লক্ষ করা গেছে। আশা করছি তাঁরা ভালো করবেন। তবে অনেক চ্যালেঞ্জ আছে।
এনসিপি দেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলে প্রত্যাশা গণতন্ত্র মঞ্চের নেতা ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের। তবে দলটির হোঁচট খাওয়ার আশঙ্কার কথাও বলেছেন তিনি। গতকাল শনিবার আজকের পত্রিকাকে বলেন, ‘যেটুকু দেখেছি, তাদের (এনসিপি) আদর্শের জায়গাটা কী হবে, তা এখনো স্পষ্ট করা হয়নি। যে বাতাবরণে দলটি তৈরি করা হচ্ছে, তাতে হোঁচট খাওয়ার আশঙ্কা আছে। কারণ তাঁদের লোকজন এখনো সরকারে আছে এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা তাঁদের পেছনে আছে। সেখান থেকে সরে এসে জনগণের আস্থা অর্জন করতে না পারলে কতটা কী করতে পারবে, সে প্রশ্ন থেকেই যায়।’
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আজকের পত্রিকাকে বলেন, চব্বিশের গণ-অভ্যুত্থানের চেতনাকে সামনে রেখে নতুন এই দল যদি ইতিবাচক রাজনীতি করে, অসাম্প্রদায়িকতা চর্চা করে, সেটা বাংলাদেশের রাজনীতিতে কতগুলো ইতিবাচক উপাদান হিসেবে যুক্ত হবে। নতুন দল নিয়ে মানুষের মাঝে প্রত্যাশা থাকতেই পারে। মূল বিষয়টা হচ্ছে, তারা কী করতে চায়। সেকেন্ড রিপাবলিক নিয়ে তারা কথা বলছে, যা বোধগম্য নয়। কিন্তু এখন পর্যন্ত দেশ ও দেশের মানুষের স্বার্থে কিছু করার দৃষ্টিভঙ্গি দেখছি না।
বিএনপি রাষ্ট্রক্ষমতায় না আসা পর্যন্ত ভাত খাওয়া থেকে বিরত থাকার প্রতিজ্ঞায় অটল নিজাম উদ্দিন অসুস্থ হয়ে পড়েছেন। গুরুতর অসুস্থ বিএনপির এই সমর্থকের খোঁজ নিতে বলেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
১৮ ঘণ্টা আগেঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদ-সংক্রান্ত মামলা ‘ইশরাক হোসেন বনাম শেখ ফজলে নূর তাপস গং’-এর রায় এবং এ প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি বলছে, এ মামলার বিচারপ্রক্রিয়া ও কমিশনের আচরণ প্রশ্নবিদ্ধ এবং তা নির্বাচন ব্যবস্থার নিরপেক্ষতা
১৮ ঘণ্টা আগেগণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ পরিত্যক্ত রাজনৈতিক দলে পরিণত হয়েছে। আওয়ামী লীগ এখন মরা লাশ, এই লাশ নিয়ে টানাটানি করে কোনো লাভ হবে না। এখন আমাদের দায়িত্ব হচ্ছে এই মরা লাশকে কবর দেওয়া, যাতে দুর্গন্ধ না ছড়ায়।’ আজ মঙ্গলবার বিকেলে শরীয়তপুরের ভেদরগঞ
২০ ঘণ্টা আগেবিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমার বিরুদ্ধে ১১১টি মামলা হয়েছে। নানা ধরনের অবাস্তব অভিযোগ আনা হয়েছে। ময়লার গাড়ি পোড়ানো, বোমা হামলার মতো অভিযোগও আছে। আমি ১১ বার জেলে গিয়েছি। প্রায় তিন বছর কারাবন্দী ছিলাম।’ আজ মঙ্গলবার ঠাকুরগাঁও সদরের মোলানি উচ্চবিদ্যালয় মাঠে বিএনপির গণসংযোগ
২১ ঘণ্টা আগে