নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গত দুই দিন ধরে ছাত্রদল ও ছাত্রলীগের সংঘর্ষে ছাত্রদলের ৪৭ জন নেতা কর্মী আহত হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় পাঠানো বিবৃতি রুহুল কবির রিজভী বলেন, ছাত্রলীগের সশস্ত্র সহিংস আক্রমণে ছাত্রদলের অসংখ্য নেতা কর্মী গুরুতর জখম হয়। শহীদ মিনারের সামনে বেলা ১১ টা ৩০ মিনিট থেকে দফায় দফায় ছাত্রদলের শান্তিপূর্ণ মিছিলের ওপর ছাত্রলীগের সন্ত্রাসীরা সশস্ত্র হামলা চালায়।
গুরুতর আহত ছাত্রদল নেতাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এখনো তারা শঙ্কামুক্ত নন উল্লেখ করে রিজভী বলেন, ছাত্রলীগের হামলায় রেহাই পায়নি ছাত্রদল নেত্রীরাও। রড, হকিস্টিক, রামদা ও দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে মেয়েদের ওপর ঝাঁপিয়ে পড়ে হায়েনার মতো। দুজন ছাত্রদল নেতাকে ঢাবি’র শহিদুল্লাহ হলের নির্জন কক্ষে উঠিয়ে নিয়ে এসে আবরার স্টাইলে শারীরিক নির্যাতন চালায়। তাদের রক্ত শুকাতে না শুকাতেই আজ সকালে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের সন্ত্রাসীরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রদলের মিছিলে আক্রমণ চালায়। ছাত্রদল নেতারা হাইকোর্ট চত্বরে আশ্রয় নিতে গেলে সেখানেও ছাত্রদল ও আইনজীবীদের ওপর রক্তাক্ত হামলা চালায় ছাত্রলীগের সন্ত্রাসীরা।
দেশব্যাপী বিএনপির প্রতিবাদ সমাবেশে পুলিশি হামলার প্রতিবাদ করে রিজভী বলেন, খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রীর কটূক্তির প্রতিবাদে দেশব্যাপী বিএনপি’র প্রতিবাদ কর্মসূচিতে হামলা চালিয়েছে পুলিশ। হামলায় নেতা কর্মীরা আহত হয়েছেন এবং বেশ কিছু নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে।
খুলনা জেলা ও মহানগরে আজকের বিক্ষোভ সমাবেশে পুলিশের পেটুয়া বাহিনী হামলা করে সমাবেশকে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় খুলনা মহানগর বিএনপি’র সদস্য সচিব-শফিকুল আলম তুহিন ও মহিলা দলের যুগ্ম আহ্বায়ক-রেহানা আক্তার ঈসাসহ ১০ / ১২ জন নেতা কর্মীকে পুলিশ গ্রেপ্তার করে। এ সময় পুলিশের হামলায় শতাধিক নেতা কর্মী আহত হয়।
গত দুই দিন ধরে ছাত্রদল ও ছাত্রলীগের সংঘর্ষে ছাত্রদলের ৪৭ জন নেতা কর্মী আহত হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় পাঠানো বিবৃতি রুহুল কবির রিজভী বলেন, ছাত্রলীগের সশস্ত্র সহিংস আক্রমণে ছাত্রদলের অসংখ্য নেতা কর্মী গুরুতর জখম হয়। শহীদ মিনারের সামনে বেলা ১১ টা ৩০ মিনিট থেকে দফায় দফায় ছাত্রদলের শান্তিপূর্ণ মিছিলের ওপর ছাত্রলীগের সন্ত্রাসীরা সশস্ত্র হামলা চালায়।
গুরুতর আহত ছাত্রদল নেতাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এখনো তারা শঙ্কামুক্ত নন উল্লেখ করে রিজভী বলেন, ছাত্রলীগের হামলায় রেহাই পায়নি ছাত্রদল নেত্রীরাও। রড, হকিস্টিক, রামদা ও দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে মেয়েদের ওপর ঝাঁপিয়ে পড়ে হায়েনার মতো। দুজন ছাত্রদল নেতাকে ঢাবি’র শহিদুল্লাহ হলের নির্জন কক্ষে উঠিয়ে নিয়ে এসে আবরার স্টাইলে শারীরিক নির্যাতন চালায়। তাদের রক্ত শুকাতে না শুকাতেই আজ সকালে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের সন্ত্রাসীরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রদলের মিছিলে আক্রমণ চালায়। ছাত্রদল নেতারা হাইকোর্ট চত্বরে আশ্রয় নিতে গেলে সেখানেও ছাত্রদল ও আইনজীবীদের ওপর রক্তাক্ত হামলা চালায় ছাত্রলীগের সন্ত্রাসীরা।
দেশব্যাপী বিএনপির প্রতিবাদ সমাবেশে পুলিশি হামলার প্রতিবাদ করে রিজভী বলেন, খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রীর কটূক্তির প্রতিবাদে দেশব্যাপী বিএনপি’র প্রতিবাদ কর্মসূচিতে হামলা চালিয়েছে পুলিশ। হামলায় নেতা কর্মীরা আহত হয়েছেন এবং বেশ কিছু নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে।
খুলনা জেলা ও মহানগরে আজকের বিক্ষোভ সমাবেশে পুলিশের পেটুয়া বাহিনী হামলা করে সমাবেশকে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় খুলনা মহানগর বিএনপি’র সদস্য সচিব-শফিকুল আলম তুহিন ও মহিলা দলের যুগ্ম আহ্বায়ক-রেহানা আক্তার ঈসাসহ ১০ / ১২ জন নেতা কর্মীকে পুলিশ গ্রেপ্তার করে। এ সময় পুলিশের হামলায় শতাধিক নেতা কর্মী আহত হয়।
দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন। ইতিমধ্যে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী আগামী ১১ সেপ্টেম্বর জাকসুর ভোট হবে।
৮ ঘণ্টা আগেঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মো. মোস্তফা জামান বলেছেন, ইউনুস সরকার নির্বাচনের ঘোষণা দেওয়ার পর থেকেই সংস্কার নিয়ে অনেকেই সোচ্চার। অনেক দল যাদেরকে গণমানুষের দল হিসাবে দাবি করে।
১২ ঘণ্টা আগেপ্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘বাংলাদেশের মানুষ উনার চোখে পড়ে না। উনার লন্ডন যেতে হয়। লন্ডনে গিয়ে সেজদা দিয়েছেন। সেজদার মাধ্যমে উনি আদেশ পেয়েছেন এবং সেখানে একটা প্রেসের মধ্যে জানিয়েছেন বাংলাদেশে ফেব্রুয়ারিতে ইলেকশন...
১৪ ঘণ্টা আগেগণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে (৫ আগস্ট) কক্সবাজার ভ্রমণকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাঁচ নেতাকে শোকজ করেছিল দলটি। সেই শোকজের জবাব বিশ্লেষণে এ ঘটনায় দলীয় শৃঙ্খলার ব্যত্যয় ঘটেনি বলে জানিয়েছে দলটি। এর পরিপ্রেক্ষিতে এনসিপি ওই পাঁচ নেতার শোকজ প্রত্যাহার করেছে।
১৫ ঘণ্টা আগে