নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দায়িত্ব পালনে নানা দিক থেকে বাধা আসায় বিরক্ত প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগের কথা ভাবছেন—এমন কথা চাউর হওয়ার পর থেকেই দেশের রাজনৈতিক অঙ্গনে বেশ নড়াচড়া শুরু হয়েছে। গত শনিবার থেকে একের পর এক রাজনৈতিক দলের নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করছেন। তাঁদের প্রায় সবাই প্রধান উপদেষ্টাকে পদত্যাগের মতো সিদ্ধান্ত না নিতে অনুরোধ করেছেন। সেই সঙ্গে জুলাই হত্যাযজ্ঞের বিচার ও সংস্কার কার্যক্রম চালানোর পাশাপাশি জাতীয় নির্বাচন নিয়ে সুস্পষ্ট একটি রোডম্যাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন। এখন সরকার কী পদক্ষেপ নেয়, সে দিকে দৃষ্টি সবার।
বিরাজমান অস্থিরতার মধ্যে গত শনিবার বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) সঙ্গে পৃথক বৈঠক করেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। গতকাল রোববারও বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে পৃথক বৈঠক করেছেন তিনি। এসব বৈঠক থেকে সরকারপ্রধানের কাছে নিজেদের বক্তব্য উত্থাপন করেছে দলগুলো। বৈঠকে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দাবি করেছে বিএনপি। শনিবার প্রধান উপদেষ্টার সঙ্গে দলের নেতাদের বৈঠকের পর গতকাল রোববার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেছেন, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে।
জামায়াতে ইসলামী প্রয়োজনীয় সংস্কার শেষে সরকারের প্রতিশ্রুত সময়ের মধ্যেই নির্বাচন চেয়েছে। এক্ষেত্রে নির্বাচনের সম্ভাব্য সময় উল্লেখসহ রোডম্যাপ চেয়েছে দলটি। প্রধান উপদেষ্টার সঙ্গে শনিবারের বৈঠক শেষে জামায়াতের আমির শফিকুর রহমান সাংবাদিকদের বলেন, ‘সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ দিলেই সব অনিশ্চয়তা কেটে যাবে। আমরা দুটি বিষয় স্পষ্ট করার কথা বলেছি।
এক. নির্বাচনটা কখন হবে? আর আপনি যে নির্বাচনের সময় দিয়েছেন, তার মধ্যে জনগণের কোনো ভোগান্তি না হয়ে একটা কমফোর্টেবল টাইমে নির্বাচনটা হওয়া উচিত বলে আমরা মনে করি। দুই. আমরা বলেছি, নির্বাচনের আগে সংস্কার এবং বিচারের দৃশ্যমানপ্রক্রিয়া যাতে জনগণ দেখতে পারে।’
অন্য দিকে এনসিপির পক্ষ থেকে বরাবরের মতো নির্বাচনের চেয়ে সংস্কার ও জুলাই গণহত্যার বিচারের দিকে গুরুত্বারোপ করা হয়েছে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গণ-অভ্যুত্থানের প্রতিশ্রুতি রক্ষায় প্রধান উপদেষ্টা যে দায়িত্ব গ্রহণ করেছেন, সেই দায়িত্ব সম্পন্ন করেই যেন তিনি যেকোনো বিষয়ে সিদ্ধান্ত নেন। এ বিষয়ে তাঁকে অনুরোধ করা হয়েছে।
এদিকে গতকাল রোববার বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি), লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি), নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জাতীয় গণফ্রন্ট, রাষ্ট্র সংস্কার আন্দোলন, এবি পার্টি, বাসদ, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টিসহ বেশ কয়েকটি দলের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এসব দলের পক্ষ থেকেও বৈঠকে সরকারকে তার কর্মপরিকল্পনা বিশেষ করে সংস্কার ও নির্বাচন বিষয়ে সরকারের কাছে সুনির্দিষ্ট রোডম্যাপ চাওয়া হয় বলে জানা গেছে।
এদিকে অস্থির পরিস্থিতিকে শান্ত করতে নির্বাচন ও সংস্কার বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করার তাগিদ এলেও এ বিষয়ে সহসাই সিদ্ধান্ত নেওয়া সরকারের জন্য কঠিন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও নিবিড় আলোচনার দরকার বলে মনে করছেন তাঁরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাব্বির আহমেদ আজকের পত্রিকাকে বলেন, সরকার যদি ডিসেম্বরকে ধরে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে, সেটা একটা পক্ষের দিকে যাবে। আবার সংস্কার ও বিচারে গুরুত্ব দিয়ে যদি নির্বাচন নিয়ে বিলম্বের কথা বলে, সে ক্ষেত্রে সরকার অন্যপক্ষের বিরাগভাজন হবে। এ অবস্থায় পরিস্থিতি সহজ করতে সরকারের সঙ্গে দলগুলোর আরও নিবিড় আলোচনা হওয়া দরকার বলে মনে করছেন সাব্বির আহমেদ। ওই আলোচনার মধ্য দিয়ে সবাইকে একটা জায়গায় এনে এরপর সরকারকে সিদ্ধান্ত নেওয়ার কথা বলছেন তিনি।
দায়িত্ব পালনে নানা দিক থেকে বাধা আসায় বিরক্ত প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগের কথা ভাবছেন—এমন কথা চাউর হওয়ার পর থেকেই দেশের রাজনৈতিক অঙ্গনে বেশ নড়াচড়া শুরু হয়েছে। গত শনিবার থেকে একের পর এক রাজনৈতিক দলের নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করছেন। তাঁদের প্রায় সবাই প্রধান উপদেষ্টাকে পদত্যাগের মতো সিদ্ধান্ত না নিতে অনুরোধ করেছেন। সেই সঙ্গে জুলাই হত্যাযজ্ঞের বিচার ও সংস্কার কার্যক্রম চালানোর পাশাপাশি জাতীয় নির্বাচন নিয়ে সুস্পষ্ট একটি রোডম্যাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন। এখন সরকার কী পদক্ষেপ নেয়, সে দিকে দৃষ্টি সবার।
বিরাজমান অস্থিরতার মধ্যে গত শনিবার বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) সঙ্গে পৃথক বৈঠক করেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। গতকাল রোববারও বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে পৃথক বৈঠক করেছেন তিনি। এসব বৈঠক থেকে সরকারপ্রধানের কাছে নিজেদের বক্তব্য উত্থাপন করেছে দলগুলো। বৈঠকে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দাবি করেছে বিএনপি। শনিবার প্রধান উপদেষ্টার সঙ্গে দলের নেতাদের বৈঠকের পর গতকাল রোববার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেছেন, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে।
জামায়াতে ইসলামী প্রয়োজনীয় সংস্কার শেষে সরকারের প্রতিশ্রুত সময়ের মধ্যেই নির্বাচন চেয়েছে। এক্ষেত্রে নির্বাচনের সম্ভাব্য সময় উল্লেখসহ রোডম্যাপ চেয়েছে দলটি। প্রধান উপদেষ্টার সঙ্গে শনিবারের বৈঠক শেষে জামায়াতের আমির শফিকুর রহমান সাংবাদিকদের বলেন, ‘সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ দিলেই সব অনিশ্চয়তা কেটে যাবে। আমরা দুটি বিষয় স্পষ্ট করার কথা বলেছি।
এক. নির্বাচনটা কখন হবে? আর আপনি যে নির্বাচনের সময় দিয়েছেন, তার মধ্যে জনগণের কোনো ভোগান্তি না হয়ে একটা কমফোর্টেবল টাইমে নির্বাচনটা হওয়া উচিত বলে আমরা মনে করি। দুই. আমরা বলেছি, নির্বাচনের আগে সংস্কার এবং বিচারের দৃশ্যমানপ্রক্রিয়া যাতে জনগণ দেখতে পারে।’
অন্য দিকে এনসিপির পক্ষ থেকে বরাবরের মতো নির্বাচনের চেয়ে সংস্কার ও জুলাই গণহত্যার বিচারের দিকে গুরুত্বারোপ করা হয়েছে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গণ-অভ্যুত্থানের প্রতিশ্রুতি রক্ষায় প্রধান উপদেষ্টা যে দায়িত্ব গ্রহণ করেছেন, সেই দায়িত্ব সম্পন্ন করেই যেন তিনি যেকোনো বিষয়ে সিদ্ধান্ত নেন। এ বিষয়ে তাঁকে অনুরোধ করা হয়েছে।
এদিকে গতকাল রোববার বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি), লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি), নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জাতীয় গণফ্রন্ট, রাষ্ট্র সংস্কার আন্দোলন, এবি পার্টি, বাসদ, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টিসহ বেশ কয়েকটি দলের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এসব দলের পক্ষ থেকেও বৈঠকে সরকারকে তার কর্মপরিকল্পনা বিশেষ করে সংস্কার ও নির্বাচন বিষয়ে সরকারের কাছে সুনির্দিষ্ট রোডম্যাপ চাওয়া হয় বলে জানা গেছে।
এদিকে অস্থির পরিস্থিতিকে শান্ত করতে নির্বাচন ও সংস্কার বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করার তাগিদ এলেও এ বিষয়ে সহসাই সিদ্ধান্ত নেওয়া সরকারের জন্য কঠিন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও নিবিড় আলোচনার দরকার বলে মনে করছেন তাঁরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাব্বির আহমেদ আজকের পত্রিকাকে বলেন, সরকার যদি ডিসেম্বরকে ধরে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে, সেটা একটা পক্ষের দিকে যাবে। আবার সংস্কার ও বিচারে গুরুত্ব দিয়ে যদি নির্বাচন নিয়ে বিলম্বের কথা বলে, সে ক্ষেত্রে সরকার অন্যপক্ষের বিরাগভাজন হবে। এ অবস্থায় পরিস্থিতি সহজ করতে সরকারের সঙ্গে দলগুলোর আরও নিবিড় আলোচনা হওয়া দরকার বলে মনে করছেন সাব্বির আহমেদ। ওই আলোচনার মধ্য দিয়ে সবাইকে একটা জায়গায় এনে এরপর সরকারকে সিদ্ধান্ত নেওয়ার কথা বলছেন তিনি।
মিডিয়াকে ব্যবহার করে এনসিপির নেতা-কর্মীদের গ্রহণযোগ্যতা ‘নষ্ট’ করার জন্য অনেক ‘অপশক্তি’ কাজ করছে অভিযোগ করে এ বিষয়ে সতর্ক থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তরিকুল।
১৬ ঘণ্টা আগেসংসদে উচ্চকক্ষের মতো নিম্নকক্ষেও পিআর পদ্ধতিতে নির্বাচন বাস্তবায়নের দাবিতে জামায়াত ইসলামী আন্দোলন করবে বলে জানিয়েছেন দলটি নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আজ রোববার (১০ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ
১৬ ঘণ্টা আগেবিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, চাঁদাবাজি এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহসভাপতি এস এম আসলাম এবং সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক টিএইচ তোফাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্যস
১৭ ঘণ্টা আগেবিএনপির এই নেতা বলেন, ‘আমাদের সমাজের দৃষ্টিভঙ্গির সংস্কার প্রয়োজন, মানসিক সংস্কার প্রয়োজন। এটাই আমাদের সামাজিক আন্দোলন হওয়া উচিত। সমাজ, রাষ্ট্র—এমনকি দলকেও প্রতিদিনই সংস্কারের মধ্য দিয়ে যেতে হবে। এই সংস্কারের মধ্য দিয়ে আমরা একটি জনকল্যাণমুখী রাষ্ট্র ব্যবস্থা গঠন করতে পারব।’
১৭ ঘণ্টা আগে