Ajker Patrika

সড়কমন্ত্রী ব্যর্থ: রিজভী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ জুলাই ২০২২, ১৯: ০৪
সড়কমন্ত্রী ব্যর্থ: রিজভী

বিএনপিকে নিয়ে সমালোচনায় পারদর্শী হলেও সড়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মানুষের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ মঙ্গলবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেছেন।

ঈদে ঘরমুখো মানুষকে সর্বোচ্চ দুর্ভোগ পোহাতে হয়েছে দাবি করে রিজভী বলেন, ‘সড়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মাঝে মধ্যে মিডিয়ার সামনে এসে বিএনপিকে নিয়ে তীব্র ভাষায় সমালোচনা করেন। কিন্তু ঘরমুখো মানুষের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন তিনি। ১০০ টাকার ভাড়া ৫০০ টাকা গুনতে হয়েছে জনগণকে। ৫ ঘণ্টার পথ ৩০ / ৩২ ঘণ্টায়ও শেষ হয়নি।’ 

রিজভী আরও বলেন, ‘যাত্রীদের দিনরাত কাটাতে হয়েছে সড়ক-মহাসড়কে। আর মন্ত্রীরা বলছেন মহাসড়কে কোনো যানজট নেই। আওয়ামী সরকারের মন্ত্রী ও নেতাদের কথাবার্তা শুনে মনে হয় এরা জন্মগতভাবেই মিথ্যেবাদী একটি রাজনৈতিক দল। অসত্য কথা, অপবাদ, কুরুচিপূর্ণ কথার আন্তর্জাতিক প্রতিযোগিতা হলে সেখানে আওয়ামী লীগ চ্যাম্পিয়ন হবে।’ 

 ‘অস্ট্রেলিয়াতেও ১৫-১৮ ঘণ্টা লোডশেডিং হওয়ার ঘটনা ঘটেছে’—তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের এমন বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, ‘আওয়ামী লীগ সরকারের মন্ত্রীরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বাংলাদেশকে আবোল-তাবোলের দেশ বানাতে চাচ্ছেন। অস্ট্রেলিয়াতে নাকি ১০ ঘণ্টা বা কোথাও কোথাও ১৫ থেকে ১৮ ঘণ্টা লোডশেডিং হয়।’ এ সময় তিনি প্রশ্ন রাখেন, ‘অস্ট্রেলিয়া থেকে প্রায় সাড়ে সাত হাজার মাইল দূরে বাংলাদেশের এই মন্ত্রী এই উদ্ভট খবরটি পেলেন কী করে?’ 

সংবাদ সম্মেলনে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সফু প্রমুখ উপস্থিতি ছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত