Ajker Patrika

খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ, দোয়া চাইলেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ০৫ মে ২০২১, ২১: ৫৯
খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ, দোয়া চাইলেন মির্জা ফখরুল

ঢাকা: এই মুহূর্তে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর রোগমুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

আজ বুধবার বিকেলে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ‘জেডআরএফ ট্রিটমেন্ট অ্যাপ’ উদ্বোধন উপলক্ষে ভার্চুয়াল আলোচনা সভায় এ তথ্য জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ অবস্থায় হাসপাতালে আছেন। আসুন আমরা সবাই মিলে তাঁর রোগমুক্তি কামনায় দোয়া করি। আন্তরিকতার সাথে দোয়া করি।’

এর আগে সোমবার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকরা তাঁর স্বাস্থ্যগত অবস্থা নিয়ে আর বেশি কিছু বলতে চাচ্ছেন না। স্বাস্থ্যের খবর জানাতে সংবাদ সম্মেলন করলেও তা খুব সংক্ষিপ্ত করা হচ্ছে। যেখানে বেশি কিছু না জানিয়েই শেষ করে দেয়া হচ্ছে সংবাদ সম্মেলন।

তবে নির্ভরশীল একটি সূত্র বলছে, করোনা আক্রান্ত খালেদা জিয়া বর্তমানে বেশকিছু জটিলতায় ভুগছেন। ধারণা করা হচ্ছে, করোনা পরবর্তী এসব জটিলতা বেশি করে কাবু করে ফেলেছে তাঁকে। তাঁর ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকছে না। অক্সিজেনের মাত্রা ওঠানামা করছে। কখনও কখনও ৯০ শতাংশের নিচেও নামছে। অবস্থা বিবেচনায় তাঁর চিকিৎসায় নতুন ওষুধ যুক্ত করা হয়েছে বলে জানা গেছে। চিকিৎসকদের সার্বক্ষণিক তদারকি চলছে।

উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়ার বিদেশযাত্রা সরকারের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে এ ধরনের কোনো সিদ্ধান্ত বা আলোচনা এখনও হয়নি বলে জানান তিনি।

এর আগে সর্বশেষ ২০১৭ সালের ১৬ জুলাই চিকিৎসার জন্য লন্ডন যান খালেদা জিয়া। সেখান থেকে এক মাসের মধ্যেই ফেরার কথা ছিল তাঁর। কিন্তু ওই বছর ১৮ অক্টোবর দেশে ফেরেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত