Ajker Patrika

সামনেরবার পাল্টা ধাওয়া দিতে হবে: নেতা-কর্মীদের নুর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ আগস্ট ২০২৩, ১০: ১৭
সামনেরবার পাল্টা ধাওয়া দিতে হবে: নেতা-কর্মীদের নুর

আগামীতে এক দফার আন্দোলনে ক্ষমতাসীন দলের সন্ত্রাসীরা হামলা করলে তাদের পাল্টা ধাওয়া দিতে নেতা-কর্মীদের নির্দেশনা দিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

বিরোধীদের কর্মসূচিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের হামলার প্রতিবাদে আজ সোমবার বিকেলে আয়োজিত সমাবেশে তিনি এ নির্দেশনা দেন।

গত শনিবার বিরোধী দলগুলোর ‘শান্তিপূর্ণ কর্মসূচিতে নেতা-কর্মীদের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী সন্ত্রাসীদের বর্বরোচিত হামলা এবং অন্যায়ভাবে গ্রেপ্তারের প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করে দলটির ঢাকা মহানগর শাখা।

নুর বলেন, ‘শনিবারের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের সঙ্গে ছাত্রলীগ-যুবলীগের গুন্ডারা লাঠি, রামদা দেশীয় অস্ত্র নিয়ে হামলা করেছে। সামনের বার যদি এভাবে আসে, তাহলে পাল্টা ধাওয়া দিতে হবে। পাল্টা ধাওয়া দিয়ে যদি একবার ঘরে উঠাইতে পারেন, সেদিন জয়লাভ হবে।’

এ সময় নেতা-কর্মীদের যেকোনো সময় রাজধানীতে আসার জন্য প্রস্তুত থাকার নির্দেশনা দিয়ে তিনি আরও বলেন, ‘যেদিন যখনই ডাক দেওয়া হোক, আন্দোলন সফল করতে হবে। এই সরকারের আয়ু আর এক মাস। এক মাসের মধ্যেই এই সরকারের পতন ঘটবে।’

প্রশাসনের উদ্দেশে নুর বলেন, ‘আপনারা অতি উৎসাহী হয়ে বাড়াবাড়ি করবেন না। জনগণের বিরুদ্ধে দাঁড়ালে তার ফল ভালো হবে না।’ পুলিশের উদ্দেশে বলেন, ‘পুলিশ বাহিনীকে রক্ষীবাহিনীতে পরিণত করবেন না।’

দলের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেন, ‘আওয়ামী লীগ শান্তি সমাবেশের নামে বিশৃঙ্খলা তৈরি করে মাদ্রাসাশিক্ষার্থী হাফেজ রেজাউল করিমকে হত্যা করেছে। কিন্তু এখন পর্যন্ত আওয়ামী লীগের কোনো শীর্ষ নেতার নামে মামলা হয়নি।’

গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলামের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য শাকিল উজ্জামান, ফাতেমা তাসনিম, যুগ্ম সদস্য সচিব জিলু খান, যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ, ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত