অনলাইন ডেস্ক
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় শিক্ষার্থীদের উত্থাপিত ছয় দফা দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ মঙ্গলবার (২২ জুলাই) দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
এনসিপি সদস্য (দপ্তর) মোহাম্মদ উসামা স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, ‘উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের প্রতি আমরা গভীর শোক ও সহানুভূতি জানাচ্ছি। এই হৃদয়বিদারক ঘটনায় দেশের প্রতিটি মানুষ যেমন ব্যথিত, তেমনি আমরা বিশ্বাস করি রাষ্ট্র ও সরকার এ দায় এড়িয়ে যেতে পারে না।’
বিবৃতিতে বলা হয়, ‘আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, আহত ও নিহত ব্যক্তিদের পূর্ণাঙ্গ তালিকা অবিলম্বে প্রকাশ করা হোক এবং একটি রিয়েল-টাইম পাবলিক ড্যাশবোর্ডের মাধ্যমে আহত, নিহত, নিখোঁজ ও শনাক্ত না হওয়া ব্যক্তিদের তালিকা হালনাগাদ রাখা হোক, যাতে স্বজনেরা নিয়মিত আপডেট পেতে পারেন।’
বিবৃতিতে এনসিপি জানায়, ‘আমরা চাই, আহত ব্যক্তিদের চিকিৎসা যেন সর্বোচ্চ অগ্রাধিকার পায়। এ জন্য হাসপাতালগুলোয় পর্যাপ্ত চিকিৎসক, নার্স, ওষুধ ও প্রয়োজনীয় সরঞ্জামাদি সরবরাহ নিশ্চিত করতে হবে। কারও উন্নত চিকিৎসার প্রয়োজন হলে তাকে দ্রুততম সময়ে বিদেশে পাঠানোর জন্য বিশেষ ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে আহত ও নিহত ব্যক্তিদের পরিবারের জন্য কাউন্সেলিং সেবা চালু করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
এতে এনসিপি আরও বলে, ‘আমরা সরকারের কাছে আরও আহ্বান জানাচ্ছি, আহত ব্যক্তিদের জন্য একটি পূর্ণাঙ্গ পুনর্বাসন কর্মসূচি গ্রহণ করা হোক, যাতে তাদের ভবিষ্যৎ শিক্ষা, স্বাস্থ্য ও জীবনের ধারাবাহিকতা ব্যাহত না হয়। চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করতে উচ্চ ক্ষমতাসম্পন্ন আন্তমন্ত্রণালয় বিশেষায়িত টিম গঠন করার আহ্বান জানাচ্ছি, যাতে আমলাতান্ত্রিক জটিলতায় চিকিৎসা বা পুনর্বাসন আটকে না যায়।’ দুর্ঘটনার সুষ্ঠু তদন্তের লক্ষ্যে একটি নিরপেক্ষ ও স্বাধীন তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়ে দায়ীদের চিহ্নিত করে যথাযথ বিচার নিশ্চিত করার আহ্বান জানায় দলটি।
বিবৃতিতে বলা হয়, ‘মাইলস্টোনের ছাত্রদের পক্ষ থেকে উত্থাপিত ৬ দফা দাবির প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করছি। এই দাবিগুলো যুক্তিসংগত ও বাস্তবসম্মত। আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি চিকিৎসক, ফায়ার সার্ভিসের কর্মী, স্কুলের শিক্ষক-কর্মী, স্বেচ্ছাসেবক ও স্থানীয় বাসিন্দাদের প্রতি, যাঁরা কোনো নির্দেশ ছাড়াই স্বতঃস্ফূর্তভাবে সহায়তায় এগিয়ে এসেছেন। তাঁদের এই মানবিকতা জাতিকে আশাবাদী করে।’
এতে আরও বলা হয়, ‘সরকারকে সঠিক তথ্য প্রকাশ ও প্রচারের আহ্বান জানাই, যাতে জনমনে বিভ্রান্তি তৈরি না হয়। বিক্ষোভরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার জন্য আহ্বান জানাচ্ছি।’
সব শেষে জনগণের প্রতি এনসিপি আহ্বান জানায়, হাসপাতালগুলোয় অকারণে ভিড় না করতে এবং কোনো তথ্য যাচাই ছাড়া সামাজিক বা গণমাধ্যমে শেয়ার না করতে। বিভ্রান্তি ও গুজব এই সংকটকে আরও জটিল করে তুলবে জানিয়ে তারা বলেছে, সবাইকে দায়িত্বশীল আচরণ করতে।
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় শিক্ষার্থীদের উত্থাপিত ছয় দফা দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ মঙ্গলবার (২২ জুলাই) দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
এনসিপি সদস্য (দপ্তর) মোহাম্মদ উসামা স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, ‘উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের প্রতি আমরা গভীর শোক ও সহানুভূতি জানাচ্ছি। এই হৃদয়বিদারক ঘটনায় দেশের প্রতিটি মানুষ যেমন ব্যথিত, তেমনি আমরা বিশ্বাস করি রাষ্ট্র ও সরকার এ দায় এড়িয়ে যেতে পারে না।’
বিবৃতিতে বলা হয়, ‘আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, আহত ও নিহত ব্যক্তিদের পূর্ণাঙ্গ তালিকা অবিলম্বে প্রকাশ করা হোক এবং একটি রিয়েল-টাইম পাবলিক ড্যাশবোর্ডের মাধ্যমে আহত, নিহত, নিখোঁজ ও শনাক্ত না হওয়া ব্যক্তিদের তালিকা হালনাগাদ রাখা হোক, যাতে স্বজনেরা নিয়মিত আপডেট পেতে পারেন।’
বিবৃতিতে এনসিপি জানায়, ‘আমরা চাই, আহত ব্যক্তিদের চিকিৎসা যেন সর্বোচ্চ অগ্রাধিকার পায়। এ জন্য হাসপাতালগুলোয় পর্যাপ্ত চিকিৎসক, নার্স, ওষুধ ও প্রয়োজনীয় সরঞ্জামাদি সরবরাহ নিশ্চিত করতে হবে। কারও উন্নত চিকিৎসার প্রয়োজন হলে তাকে দ্রুততম সময়ে বিদেশে পাঠানোর জন্য বিশেষ ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে আহত ও নিহত ব্যক্তিদের পরিবারের জন্য কাউন্সেলিং সেবা চালু করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
এতে এনসিপি আরও বলে, ‘আমরা সরকারের কাছে আরও আহ্বান জানাচ্ছি, আহত ব্যক্তিদের জন্য একটি পূর্ণাঙ্গ পুনর্বাসন কর্মসূচি গ্রহণ করা হোক, যাতে তাদের ভবিষ্যৎ শিক্ষা, স্বাস্থ্য ও জীবনের ধারাবাহিকতা ব্যাহত না হয়। চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করতে উচ্চ ক্ষমতাসম্পন্ন আন্তমন্ত্রণালয় বিশেষায়িত টিম গঠন করার আহ্বান জানাচ্ছি, যাতে আমলাতান্ত্রিক জটিলতায় চিকিৎসা বা পুনর্বাসন আটকে না যায়।’ দুর্ঘটনার সুষ্ঠু তদন্তের লক্ষ্যে একটি নিরপেক্ষ ও স্বাধীন তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়ে দায়ীদের চিহ্নিত করে যথাযথ বিচার নিশ্চিত করার আহ্বান জানায় দলটি।
বিবৃতিতে বলা হয়, ‘মাইলস্টোনের ছাত্রদের পক্ষ থেকে উত্থাপিত ৬ দফা দাবির প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করছি। এই দাবিগুলো যুক্তিসংগত ও বাস্তবসম্মত। আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি চিকিৎসক, ফায়ার সার্ভিসের কর্মী, স্কুলের শিক্ষক-কর্মী, স্বেচ্ছাসেবক ও স্থানীয় বাসিন্দাদের প্রতি, যাঁরা কোনো নির্দেশ ছাড়াই স্বতঃস্ফূর্তভাবে সহায়তায় এগিয়ে এসেছেন। তাঁদের এই মানবিকতা জাতিকে আশাবাদী করে।’
এতে আরও বলা হয়, ‘সরকারকে সঠিক তথ্য প্রকাশ ও প্রচারের আহ্বান জানাই, যাতে জনমনে বিভ্রান্তি তৈরি না হয়। বিক্ষোভরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার জন্য আহ্বান জানাচ্ছি।’
সব শেষে জনগণের প্রতি এনসিপি আহ্বান জানায়, হাসপাতালগুলোয় অকারণে ভিড় না করতে এবং কোনো তথ্য যাচাই ছাড়া সামাজিক বা গণমাধ্যমে শেয়ার না করতে। বিভ্রান্তি ও গুজব এই সংকটকে আরও জটিল করে তুলবে জানিয়ে তারা বলেছে, সবাইকে দায়িত্বশীল আচরণ করতে।
ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আবদুল কাদের।
১ ঘণ্টা আগেজাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আজ কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ থেকে তাদের ২৪ দফা ইশতেহার ঘোষণা করেছে। গতকাল রোববার সমাবেশ থেকে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এই ইশতেহার ঘোষণা করেন, যেখানে ‘দ্বিতীয় রিপাবলিক’ প্রতিষ্ঠার লক্ষ্যে নতুন সংবিধান প্রণয়ন
১ ঘণ্টা আগেরাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন। আজ রোববার রাষ্ট্রপতির এপিএস মুহাম্মদ সাগর হোসাইন রাজধানীর ইউনাইটেড হাসপাতালে যান এবং রাষ্ট্রপতির পক্ষ থেকে তাঁর শারীরিক অবস্থার বিষয়ে খোঁজখবর নেন। জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ তথ্য
১২ ঘণ্টা আগে‘ফ্যাসিবাদ পতন’-এর বর্ষপূর্তিতে আজ রোববার কেন্দ্রীয় শহীদ মিনারে এক জনসমাবেশে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ২৪ দফার এই ইশতেহারে দ্বিতীয় প্রজাতন্ত্র গঠনের আহ্বান জানিয়ে আগামী দিনের রাষ্ট্র ও রাজনীতির কাঠামো পুনর্গঠনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
১২ ঘণ্টা আগে