মাগুরায় ধর্ষণের শিকার শিশুসহ সকল ধর্ষণের বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও ছাত্র নেতাদের নামে দেওয়া মামলা প্রত্যাহারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাফন মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন।
আজ শুক্রবার বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন করেন তারা। সেখান থেকে ‘কাফন’ মিছিলটি শুরু করে বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর ঘুরে আবার রাজু ভাস্কর্যে এসে শেষ হয়।
এ মিছিলে ছাত্র ফেডারেশনের নেতা-কর্মীদের অনেকে কাফনের কাপড়ে সম্পূর্ণ আবৃত্ত হয়ে অংশগ্রহণ করেন। আবার অনেকের কাঁধে কাফনের কাপড় দেখা যায়।
মিছিলে সংগঠনটির নেতা-কর্মীদের হাতে-‘সকল প্রতিষ্ঠানে যৌন নিপীড়নবিরোধী সেল কার্যকর করতে হবে’; ‘উই ওয়ান্ট জাস্টিস’; স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ প্রশ্নে-রাজনৈতিক দল, ছাত্র সংগঠন ও উপদেষ্টাদের জনগণের সামনে অবস্থানকে স্পষ্ট করতে হবে’সহ বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়।
কাফন মিছিলে ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক আরমানুল হক বলেন, ধর্ষণের শিকার হয়ে মৃত্যুবরণ করা মাগুরার শিশুসহ সকল ধর্ষণের বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং ছাত্র নেতাদের নামে দেওয়া মামলা প্রত্যাহারের দাবিতে তাঁরা এ কাফন মিছিল কর্মসূচি পালন করেছেন।
রাজু ভাস্কর্যের মানববন্ধনে ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈকত আরিফ বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী সকল শক্তির দীর্ঘ লড়াইয়ের ধারাবাহিকতায় শেখ হাসিনার পতন হয়েছে। তারপর সবার সমর্থনে অন্তর্বর্তীকালীন ক্ষমতায় আসে। কিন্তু গত সাত মাসে এ সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নতি করতে পারেনি।’
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘অব্যাহত ধর্ষণ-নিপীড়নের ধারাবাহিকতায় মাগুরায় শিশুটির সাথে নৃশংস ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দেশবাসীকে লজ্জিত করে সে মারা গেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় কর্মচারী দ্বারা ছাত্রী হেনস্তার শিকার হলো। যখন হেনস্তাকারীকে থানায় নেওয়া হয়, একদল লোক রাতভর মব সৃষ্টি করে তাঁকে ছাড়িয়ে নেয়। খুন, ধর্ষণ, রাহাজানি যে পরিমাণে হচ্ছে, আমরা বাইরে নিরাপদে হাঁটতে পারছি না। নারীদের জন্য ভীতির পরিবেশ তৈরি হচ্ছে।’
দলটির কেন্দ্রীয় নেতা সৈকত বলেন, ‘দেশের সকল মানুষ একযোগে বিশ্বাস করেন এ অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টা দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে। ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। জনগণ যাকে ক্ষমতায় চায় না, জুলাইয়ের পরও সে কেন ক্ষমতায় থাকবে। অন্তর্বর্তীকালীন সরকার এ প্রশ্নের জবাব না দিলে বুঝব তারা জুলাইকে ধারণ করে না।’
তিনি আরও বলেন, ‘গত ১২ মার্চ কোনো রকম উসকানি ছাড়া ধর্ষণবিরোধী পদযাত্রায় পুলিশ শিক্ষার্থীদের লাঠিপেটা করেছে। তারপর আবার তাদের নামেই মামলা দিয়েছে। ছাত্র ফেডারেশনের ঢাবি শাখার আহ্বায়ক আরমানুল হকের নামে মামলা দেওয়া হয়েছে। অথচ সে ঘটনার দিন সাংগঠনিক কাজে দিনাজপুরে ছিল। এভাবে মিথ্যা মামলা দিয়ে অনেককে আসামি করা হয়েছে। অবিলম্বে এ মামলাগুলো প্রত্যাহার করতে হবে।’
মাগুরায় ধর্ষণের শিকার শিশুসহ সকল ধর্ষণের বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও ছাত্র নেতাদের নামে দেওয়া মামলা প্রত্যাহারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাফন মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন।
আজ শুক্রবার বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন করেন তারা। সেখান থেকে ‘কাফন’ মিছিলটি শুরু করে বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর ঘুরে আবার রাজু ভাস্কর্যে এসে শেষ হয়।
এ মিছিলে ছাত্র ফেডারেশনের নেতা-কর্মীদের অনেকে কাফনের কাপড়ে সম্পূর্ণ আবৃত্ত হয়ে অংশগ্রহণ করেন। আবার অনেকের কাঁধে কাফনের কাপড় দেখা যায়।
মিছিলে সংগঠনটির নেতা-কর্মীদের হাতে-‘সকল প্রতিষ্ঠানে যৌন নিপীড়নবিরোধী সেল কার্যকর করতে হবে’; ‘উই ওয়ান্ট জাস্টিস’; স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ প্রশ্নে-রাজনৈতিক দল, ছাত্র সংগঠন ও উপদেষ্টাদের জনগণের সামনে অবস্থানকে স্পষ্ট করতে হবে’সহ বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়।
কাফন মিছিলে ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক আরমানুল হক বলেন, ধর্ষণের শিকার হয়ে মৃত্যুবরণ করা মাগুরার শিশুসহ সকল ধর্ষণের বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং ছাত্র নেতাদের নামে দেওয়া মামলা প্রত্যাহারের দাবিতে তাঁরা এ কাফন মিছিল কর্মসূচি পালন করেছেন।
রাজু ভাস্কর্যের মানববন্ধনে ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈকত আরিফ বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী সকল শক্তির দীর্ঘ লড়াইয়ের ধারাবাহিকতায় শেখ হাসিনার পতন হয়েছে। তারপর সবার সমর্থনে অন্তর্বর্তীকালীন ক্ষমতায় আসে। কিন্তু গত সাত মাসে এ সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নতি করতে পারেনি।’
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘অব্যাহত ধর্ষণ-নিপীড়নের ধারাবাহিকতায় মাগুরায় শিশুটির সাথে নৃশংস ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দেশবাসীকে লজ্জিত করে সে মারা গেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় কর্মচারী দ্বারা ছাত্রী হেনস্তার শিকার হলো। যখন হেনস্তাকারীকে থানায় নেওয়া হয়, একদল লোক রাতভর মব সৃষ্টি করে তাঁকে ছাড়িয়ে নেয়। খুন, ধর্ষণ, রাহাজানি যে পরিমাণে হচ্ছে, আমরা বাইরে নিরাপদে হাঁটতে পারছি না। নারীদের জন্য ভীতির পরিবেশ তৈরি হচ্ছে।’
দলটির কেন্দ্রীয় নেতা সৈকত বলেন, ‘দেশের সকল মানুষ একযোগে বিশ্বাস করেন এ অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টা দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে। ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। জনগণ যাকে ক্ষমতায় চায় না, জুলাইয়ের পরও সে কেন ক্ষমতায় থাকবে। অন্তর্বর্তীকালীন সরকার এ প্রশ্নের জবাব না দিলে বুঝব তারা জুলাইকে ধারণ করে না।’
তিনি আরও বলেন, ‘গত ১২ মার্চ কোনো রকম উসকানি ছাড়া ধর্ষণবিরোধী পদযাত্রায় পুলিশ শিক্ষার্থীদের লাঠিপেটা করেছে। তারপর আবার তাদের নামেই মামলা দিয়েছে। ছাত্র ফেডারেশনের ঢাবি শাখার আহ্বায়ক আরমানুল হকের নামে মামলা দেওয়া হয়েছে। অথচ সে ঘটনার দিন সাংগঠনিক কাজে দিনাজপুরে ছিল। এভাবে মিথ্যা মামলা দিয়ে অনেককে আসামি করা হয়েছে। অবিলম্বে এ মামলাগুলো প্রত্যাহার করতে হবে।’
বাংলাদেশের ইতিহাসে আগামী নির্বাচন সবচেয়ে কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অনেকে ভাবছে, একটি প্রতিপক্ষ তো আর মাঠে নেই, তাই আগামী নির্বাচন কী আর কঠিন হবে। তবে আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে।
১ ঘণ্টা আগেগত বছরের অক্টোবরের তুলনায় বর্তমানে দেশের বড় দল বিএনপির জনপ্রিয়তা কমলেও বাড়ছে তরুণদের নেতৃত্বে গঠিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জনপ্রিয়তা। সম্প্রতি এক জরিপে দেখা যায়, ২০২৪ সালের অক্টোবরে বিএনপির জনপ্রিয়তা ছিল ১৬ দশমিক ৩ শতাংশ, গত জুলাইয়ে তা ১২ শতাংশে নেমেছে..
৩ ঘণ্টা আগেমিডিয়াকে ব্যবহার করে এনসিপির নেতা-কর্মীদের গ্রহণযোগ্যতা ‘নষ্ট’ করার জন্য অনেক ‘অপশক্তি’ কাজ করছে অভিযোগ করে এ বিষয়ে সতর্ক থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তরিকুল।
১ দিন আগেসংসদে উচ্চকক্ষের মতো নিম্নকক্ষেও পিআর পদ্ধতিতে নির্বাচন বাস্তবায়নের দাবিতে জামায়াত ইসলামী আন্দোলন করবে বলে জানিয়েছেন দলটি নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আজ রোববার (১০ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ
১ দিন আগে