Ajker Patrika

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগসহ তিন দাবিতে ছাত্র ফেডারেশনের ‘কাফন মিছিল’

আপডেট : ১৫ মার্চ ২০২৫, ১৭: ২৭
শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে ‘কাফন মিছিল’ বের করে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। ছবি: আজকের পত্রিকা
শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে ‘কাফন মিছিল’ বের করে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। ছবি: আজকের পত্রিকা

মাগুরায় ধর্ষণের শিকার শিশুসহ সকল ধর্ষণের বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও ছাত্র নেতাদের নামে দেওয়া মামলা প্রত্যাহারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাফন মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন।

আজ শুক্রবার বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন করেন তারা। সেখান থেকে ‘কাফন’ মিছিলটি শুরু করে বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর ঘুরে আবার রাজু ভাস্কর্যে এসে শেষ হয়।

এ মিছিলে ছাত্র ফেডারেশনের নেতা-কর্মীদের অনেকে কাফনের কাপড়ে সম্পূর্ণ আবৃত্ত হয়ে অংশগ্রহণ করেন। আবার অনেকের কাঁধে কাফনের কাপড় দেখা যায়।

মিছিলে সংগঠনটির নেতা-কর্মীদের হাতে-‘সকল প্রতিষ্ঠানে যৌন নিপীড়নবিরোধী সেল কার্যকর করতে হবে’; ‘উই ওয়ান্ট জাস্টিস’; স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ প্রশ্নে-রাজনৈতিক দল, ছাত্র সংগঠন ও উপদেষ্টাদের জনগণের সামনে অবস্থানকে স্পষ্ট করতে হবে’সহ বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়।

কাফন মিছিলে ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক আরমানুল হক বলেন, ধর্ষণের শিকার হয়ে মৃত্যুবরণ করা মাগুরার শিশুসহ সকল ধর্ষণের বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং ছাত্র নেতাদের নামে দেওয়া মামলা প্রত্যাহারের দাবিতে তাঁরা এ কাফন মিছিল কর্মসূচি পালন করেছেন।

রাজু ভাস্কর্যের মানববন্ধনে ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈকত আরিফ বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী সকল শক্তির দীর্ঘ লড়াইয়ের ধারাবাহিকতায় শেখ হাসিনার পতন হয়েছে। তারপর সবার সমর্থনে অন্তর্বর্তীকালীন ক্ষমতায় আসে। কিন্তু গত সাত মাসে এ সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নতি করতে পারেনি।’

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘অব্যাহত ধর্ষণ-নিপীড়নের ধারাবাহিকতায় মাগুরায় শিশুটির সাথে নৃশংস ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দেশবাসীকে লজ্জিত করে সে মারা গেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় কর্মচারী দ্বারা ছাত্রী হেনস্তার শিকার হলো। যখন হেনস্তাকারীকে থানায় নেওয়া হয়, একদল লোক রাতভর মব সৃষ্টি করে তাঁকে ছাড়িয়ে নেয়। খুন, ধর্ষণ, রাহাজানি যে পরিমাণে হচ্ছে, আমরা বাইরে নিরাপদে হাঁটতে পারছি না। নারীদের জন্য ভীতির পরিবেশ তৈরি হচ্ছে।’

দলটির কেন্দ্রীয় নেতা সৈকত বলেন, ‘দেশের সকল মানুষ একযোগে বিশ্বাস করেন এ অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টা দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে। ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। জনগণ যাকে ক্ষমতায় চায় না, জুলাইয়ের পরও সে কেন ক্ষমতায় থাকবে। অন্তর্বর্তীকালীন সরকার এ প্রশ্নের জবাব না দিলে বুঝব তারা জুলাইকে ধারণ করে না।’

তিনি আরও বলেন, ‘গত ১২ মার্চ কোনো রকম উসকানি ছাড়া ধর্ষণবিরোধী পদযাত্রায় পুলিশ শিক্ষার্থীদের লাঠিপেটা করেছে। তারপর আবার তাদের নামেই মামলা দিয়েছে। ছাত্র ফেডারেশনের ঢাবি শাখার আহ্বায়ক আরমানুল হকের নামে মামলা দেওয়া হয়েছে। অথচ সে ঘটনার দিন সাংগঠনিক কাজে দিনাজপুরে ছিল। এভাবে মিথ্যা মামলা দিয়ে অনেককে আসামি করা হয়েছে। অবিলম্বে এ মামলাগুলো প্রত্যাহার করতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত