Ajker Patrika

খালেদা জিয়াকে ওমরাহ পালনের আমন্ত্রণ সৌদি রাষ্ট্রদূতের

অনলাইন ডেস্ক
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে তাঁর গুলশানের বাসভবনে যান সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান। ছবি: সংগৃহীত
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে তাঁর গুলশানের বাসভবনে যান সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান। ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করে তাঁকে পবিত্র ওমরাহ পালনের আমন্ত্রণ জানিয়েছেন সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

আজ সোমবার রাত ৮টায় বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করতে তাঁর গুলশানের বাসভবনে যান সৌদি রাষ্ট্রদূত। সেখানে খালেদা জিয়ার সঙ্গে আলাপ করেন তিনি। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য এনামুল হক চৌধুরীও উপস্থিত ছিলেন।

সৌদি রাষ্ট্রদূত খালেদা জিয়ার বাসা ত্যাগ করার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাহিদ হোসেন। তিনি বলেন, সৌদি রাষ্ট্রদূত খালেদা জিয়ার সঙ্গে দেখা করে কুশলাদি বিনিময় করেন ও স্বাস্থ্যের খোঁজ খবর নেন। বিএনপি চেয়ারপারসন কবে চিকিৎসার জন্য দেশের বাইরে যাবেন, সে বিষয়ে জানতে চান। এ সময় দেশের বাইরে চিকিৎসা নেওয়ার পর সৌদি আরবে পবিত্র ওমরাহ পালনের জন্য খালেদা জিয়াকে আমন্ত্রণ জানান তিনি।

এর আগে সবশেষ ২০১৫ সালের ১৩ সেপ্টেম্বর ঢাকাস্থ সৌদি আরব রাষ্ট্রদূত আবদুল্লাহ এইচ এম আল মুতাইরি গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত