নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও গণফোরাম সভাপতি মোস্তফা মোহসীন মন্টুর মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিভিন্ন রাজনৈতিক দল। আজ রোববার (১৫ জুন) পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করে গণসংহতি আন্দোলন ও আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।
এর আগে আজ বিকেলে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তিনি দীর্ঘদিন ধরে ফুসফুস সংক্রমণে ভুগছিলেন। দুই মাস ধরে তিনি চিকিৎসার জন্য একাধিকবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাঁর মৃত্যুতে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এবং নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল শোক প্রকাশ করে বার্তায় বলেন, মোস্তফা মোহসিন মন্টু বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘকাল ধরে সক্রিয় থেকে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম করে গেছেন। বিগত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনেও তিনি ভূমিকা পালন করেছেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশ একজন অভিজ্ঞ রাজনীতিবিদ হারাল। তাঁরা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন।
এদিকে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এক শোকবার্তায় বলেন, ‘মোস্তফা মোহসিন মন্টু ছিলেন মুক্তিযুদ্ধের সংগঠক, মুক্তিসংগ্রামের অন্যতম নায়ক। বাংলাদেশের অভ্যুদয় থেকে শুরু করে জনগণের সব গণতান্ত্রিক আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়েছেন। বিশেষ করে নব্বইয়ের এরশাদবিরোধী আন্দোলন ও চব্বিশের গণ-অভ্যুত্থানে তিনি জনগণের সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দেন।’ নেতারা বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসিন মন্টুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এদিকে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় আজ রোববার বাদ এশা কাঁটাবনের বায়তুল মামুর জামে মসজিদে। আগামীকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে কেরানীগঞ্জের নেকরোজবাগ মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
কাল সোমবার বেলা ২টা-৩টা পর্যন্ত সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনারে রাখা হবে মোস্তফা মোহসীন মন্টুর মরদেহ। শ্রদ্ধা জানানো শেষে বনানী কবরস্থানে তাঁকে সমাহিত করা হবে।
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও গণফোরাম সভাপতি মোস্তফা মোহসীন মন্টুর মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিভিন্ন রাজনৈতিক দল। আজ রোববার (১৫ জুন) পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করে গণসংহতি আন্দোলন ও আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।
এর আগে আজ বিকেলে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তিনি দীর্ঘদিন ধরে ফুসফুস সংক্রমণে ভুগছিলেন। দুই মাস ধরে তিনি চিকিৎসার জন্য একাধিকবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাঁর মৃত্যুতে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এবং নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল শোক প্রকাশ করে বার্তায় বলেন, মোস্তফা মোহসিন মন্টু বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘকাল ধরে সক্রিয় থেকে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম করে গেছেন। বিগত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনেও তিনি ভূমিকা পালন করেছেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশ একজন অভিজ্ঞ রাজনীতিবিদ হারাল। তাঁরা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন।
এদিকে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এক শোকবার্তায় বলেন, ‘মোস্তফা মোহসিন মন্টু ছিলেন মুক্তিযুদ্ধের সংগঠক, মুক্তিসংগ্রামের অন্যতম নায়ক। বাংলাদেশের অভ্যুদয় থেকে শুরু করে জনগণের সব গণতান্ত্রিক আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়েছেন। বিশেষ করে নব্বইয়ের এরশাদবিরোধী আন্দোলন ও চব্বিশের গণ-অভ্যুত্থানে তিনি জনগণের সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দেন।’ নেতারা বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসিন মন্টুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এদিকে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় আজ রোববার বাদ এশা কাঁটাবনের বায়তুল মামুর জামে মসজিদে। আগামীকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে কেরানীগঞ্জের নেকরোজবাগ মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
কাল সোমবার বেলা ২টা-৩টা পর্যন্ত সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনারে রাখা হবে মোস্তফা মোহসীন মন্টুর মরদেহ। শ্রদ্ধা জানানো শেষে বনানী কবরস্থানে তাঁকে সমাহিত করা হবে।
দুপুরে চাকরি এবং সন্ধ্যায় দল থেকে সাময়িক অব্যাহতি পাওয়ার পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সংগঠক মুনতাসির মাহমুদ বলেছেন, ‘জুলাইয়ের গাদ্দারদের সব বেইমানির রেকর্ড জনসমক্ষে প্রকাশ করা হবে।’ গতকাল রোববার রাতে ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
৯ ঘণ্টা আগেদলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংগঠক মুনতাসির মাহমুদকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানোর (শোকজ) নোটিশও দেওয়া হয়েছে।
১১ ঘণ্টা আগেমূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ভাতার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা শিক্ষক-কর্মচারীদের ওপর হামলার প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। আজ রোববার (১২ অক্টোবর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থানরত শিক্ষক-কর্মচারীদের মাঝে এসে তিনি বলেন...
১২ ঘণ্টা আগেজামায়াতের আমির শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় জার্মানির নবনিযুক্ত রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ। আজ রোববার (১২ অক্টোবর) রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
১৩ ঘণ্টা আগে