Ajker Patrika

আন্দোলনের সঙ্গে জাপার অবস্থান ‘সাংঘর্ষিক’, ছাত্র সমাজের সভাপতি–সম্পাদকের পদত্যাগ

ঢাবি প্রতিনিধি
আপডেট : ১৭ অক্টোবর ২০২৪, ০০: ৪৭
আন্দোলনের সঙ্গে জাপার অবস্থান ‘সাংঘর্ষিক’, ছাত্র সমাজের সভাপতি–সম্পাদকের পদত্যাগ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে দলের অবস্থান ‘সাংঘর্ষিক’ হওয়ায় পদত্যাগ করেছেন জাতীয় ছাত্র সমাজের সভাপতি মো. আল মামুন ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম খান।

জাতীয় পার্টির এ ছাত্রসংগঠন থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দুই নেতার এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

তাঁরা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং পার্টির অবস্থান সাংঘর্ষিক হওয়ায় তাঁরা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। কারণ, গত ১৩ আগস্ট কোটাবিরোধী আন্দোলনে সমর্থন দিয়ে বিবৃতি এবং ১৭ জুলাই কোটা আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছিলেন এবং সারা দেশে বৈষম্যবিরোধী আন্দোলনে তাঁদের সর্বাত্মক অংশগ্রহণ ছিল।

সারা দেশে জাতীয় ছাত্র সমাজের অনেক নেতা–কর্মী গ্রেপ্তার হয়েছিলেন। বর্তমানে পার্টির অবস্থান এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় পদত্যাগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয় বিবৃতিতে।

এদিকে মো. মারুফ ইসলাম তালুকদার প্রিন্সকে আহ্বায়ক, নাজমুল হাসান রেজাকে যুগ্ম আহ্বায়ক ও মো. আরিফ আলীকে সদস্যসচিব করে জাতীয় ছাত্র সমাজের নতুন আহ্বায়ক কমিটি দিয়েছে জাতীয় পার্টি।

পার্টির দপ্তর সূত্রে জানা যায়, জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুর সুপারিশে চেয়ারম্যান জি এম কাদের এ কমিটি অনুমোদন দেন। একই সঙ্গে নতুন আহ্বায়ক কমিটিকে আগামী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে বলা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত