Ajker Patrika

আয়নায় তাকালে নিজের বিকৃত অবয়ব দেখবে বিএনপি নেতারা: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ১৩ মে ২০২১, ১৯: ১২
আয়নায় তাকালে নিজের বিকৃত অবয়ব দেখবে বিএনপি নেতারা: ওবায়দুল কাদের

ঢাকা: বিএনপি নেতাদের আয়নায় নিজেদের চেহারা দেখার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কলঙ্কিত ইতিহাস, আর বিকৃত অবয়ব ছাড়া আর কিছুই দেখতে পারবেন না আয়নায়। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবন এলাকায় নিজ বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, ঈদ সামনে রেখে করোনানাকালীন এই সংকটে রাজনৈতিক ব্লেম গেইম থেকে বিরত থাকা সবার দায়িত্ব ও কর্তব্য। অথচ বিএনপি মহাসচিব সরকারের সমালোচনার নামে এমন সব বিষয়ের অবতারণা করেন, যার জবাব আওয়ামী লীগকে দিতে হয়। যদিও (আমরা) যা জানতে চাই, তার জবাব তাদের কাছে পাই না।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, খালেদা জিয়ার ভুয়া জন্মদিবস নিয়ে জাতির ‌মধ্যে যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, তার সঠিক জবাব বিএনপির পক্ষ থেকে আজও পাওয়া যায়নি। সরকার বাংলাদেশে ত্রাসের রাজত্ব সৃষ্টি করছে-বিএনপি মহাসচিবের এই বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, সরকার নয়,‌ ত্রাসের রাজত্ব সৃষ্টি করছে বিএনপি। যেমনটি তারা ২০০১ সালে করেছিল।'

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ২০০১‌ সালে ক্ষমতায় আসার পর দেশের মানুষের ওপর নির্যাতনের স্টিমরোলার চালিয়েছিল বিএনপি সরকার। ২১ হাজার আওয়ামী লীগের নেতা-কর্মীদের হত্যা করেছে। বিএনপি-জামায়াত জোট সরকারের শাসনামলে আওয়ামী লীগের হাজারো নেতাকর্মীর রক্তে দেশ মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছিল। মাহিমা, রহিমা,পূর্ণিমাসহ শত শত নারী ধর্ষণের শিকার হয়েছিল, এটা কি ভুলে গেছে বিএনপি? সে সময় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন ১৯৭১ সালের পাকিস্তানি হানাদারের নির্যাতনকেও হার মানিয়েছিল।

ওবায়দুল কাদের বলেন, দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে গত ২৬ মার্চ দেশের বিভিন্ন স্থানে হেফাজত যে ত্রাস ও তাণ্ডব চালিয়েছিল তার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছিল বিএনপি। এর আগেও ভাস্কর্য ইস্যুতে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে ত্রাস সৃষ্টিতে হেফাজতকে প্রত্যক্ষ ও পরোক্ষ মদদ দিয়েছিল বিএনপি। দেশের স্থিতিশীলতা নষ্টের যত প্রয়াস, তার সবগুলোর সঙ্গেই বিএনপি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। তাই বিএনপি নেতাদের মুখে এসব কথা শুনলে হাসি পায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত