Ajker Patrika

নতুন দলে যোগদানের সিদ্ধান্ত এ সপ্তাহেই জানাবেন নাহিদ

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৩: ৩২
আজ সোমবার ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনের কার্য-অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। ছবি: আজকের পত্রিকা
আজ সোমবার ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনের কার্য-অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। ছবি: আজকের পত্রিকা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি নতুন যে রাজনৈতিক দল ঘোষণা করতে যাচ্ছে, সেই দলে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে জানিয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, চলতি সপ্তাহে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন তিনি।

নতুন দলে যোগ দিলে সরকার থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেই যোগ দেবেন বলে জানান নাহিদ।

ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিন আজ সোমবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের কার্য-অধিবেশন শেষে তিনি এই তথ্য জানান।

শিক্ষার্থীদের নতুন দল আপনার নেতৃত্বকে বেছে নিতে যাচ্ছে বলে শোনা যাচ্ছে, এতে আপনার অবস্থান কী? দলে যোগ দিতে আপনি পদ ছেড়ে দেওয়ার বিষয়ে কী ভাবছেন, একজন সাংবাদিক নাহিদকে এই প্রশ্ন করেন।

জবাবে নাহিদ বলেন, ‘আমি এ বিষয়ে তো আমার অবস্থান অলরেডি (ইতিমধ্যে) ব্যক্ত করেছি বিভিন্ন জায়গায়। তবে বিভিন্ন মিডিয়ায় যেভাবে তথ্য আসছে, আমি মনে করি, এভাবে আসা উচিত না। কারণ, আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সেটি প্রকাশের আগে কোনো ধরনের অনুমানের ওপর ভিত্তি করে এ ধরনের তথ্য ছড়ানো উচিত হচ্ছে না।’

নাহিদ বলেন, ‘বাইরে যারা আছে বৈষম্যবিরোধী নাগরিক কমিটি, তারা একটি রাজনৈতিক দলের উদ্যোগের কথা অনেক আগেই বলেছে। আমি আমার জায়গা থেকে বলেছি, সেই দলে যুক্ত হওয়ার সম্ভাবনা আমার থাকতে পারে। সেটি হলে আমি সরকার থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেই সেটি করব। সে বিষয়ে আমি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি, কিন্তু সম্ভাবনা আছে। হয়তো এ সপ্তাহের শেষে এ বিষয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্ত আপনাদের সবাইকে জানাতে পারব।’

নাহিদ ইসলাম বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে খুব ঘন ঘন অগ্নিসংযোগের কারণে টাওয়ারে কমিউনিকেশন ও ইন্টারনেট সংযোগ ও নেটওয়ার্ক বিচ্ছিন্ন হচ্ছে, এটি পরিকল্পিতভাবে হয়তো ঘটানো হচ্ছে। এ বিষয়ে কোনো সমাধান করা যায় কি না। সারা দেশে প্রেসক্লাবগুলোতে যে গ্রুপিং এবং বিভক্তি তৈরি হয়েছে, সেটি নিয়ে ডিসিরা সমস্যা ফেস করছেন। সে জায়গা থেকে আমরা বলেছি, ঢাকার যে সাংবাদিক সংগঠন রয়েছে, গণমাধ্যম সংস্কার কমিশন রয়েছে, তাদের সঙ্গে আলোচনা করে আমরা সুরাহা করার চেষ্টা করব।’

গুজব, মিথ্যা তথ্য ও সোশ্যাল মিডিয়ায় অপতথ্যের প্রবাহ নিয়ে ডিসিরা উদ্বেগ জানিয়েছেন উল্লেখ করে নাহিদ বলেন, ‘এই জায়গায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং আইসিটি মন্ত্রণালয়ের অধীনে যে উদ্যোগগুলো নিয়েছি, সে বিষয়ে তাদের অবহিত করেছি। আমাদের যে চলমান প্রকল্প রয়েছে, সে বিষয়ে সহায়তা করার জন্য মাঠ প্রশাসনকে বলেছি। আমাদের যে আইসিটি স্ট্র্যাটেজি তৈরি করছি, সে সম্পর্কে তাদের ধারণা দেওয়ার চেষ্টা করেছি।’

নাহিদ বলেন, জুলাই অভ্যুত্থানের তথ্য সংগ্রহে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে একটি প্রকল্প নেওয়া হচ্ছে, সেটি এপ্রিল থেকে শুরু হবে। মাঠপর্যায়ে প্রশাসনের কাছে যে তথ্য আছে, সেগুলো সংরক্ষণের জন্য বলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত