Ajker Patrika

খালেদা জিয়ার বিরুদ্ধে ‘মিথ্যা’ অভিযোগ: দুদকের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ফাইল ছবি
ফাইল ছবি

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘মিথ্যা’ মামলা দিয়ে হয়রানির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক তিন চেয়ারম্যান এবং এক সচিবের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালতে আজ রোববার হারুন অর রশিদ নামের এক ব্যক্তি মামলাটি দায়ের করেন।

মামলার অভিযুক্তরা হলেন—দুদকের সাবেক চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী, মো. হাবিবুর রহমান, আবুল হাসান মনজুর এবং সাবেক সচিব মোখলেছ উর রহমান।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন এবং মামলার বিষয়ে আদেশের জন্য ২৫ মে তারিখ নির্ধারণ করেছেন। বাদীপক্ষের আইনজীবী হোসেন আলী খান হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, খালেদা জিয়া কখনো কোনো দুর্নীতি করেননি এবং এর কোনো প্রমাণও নেই। এরপরও তাঁকে হয়রানি করার জন্য তৎকালীন দুদক কর্মকর্তারা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ‘মিথ্যা’ মামলা দায়ের করেছিলেন। অভিযোগে আরও বলা হয়, আসামিরা ক্ষমতার অপব্যবহার করে তৎকালীন সরকারের প্ররোচনায় বিরোধী রাজনৈতিক নেতাদের দমন-পীড়নের উদ্দেশ্যে এসব মামলা করেছিলেন, যা শাস্তিযোগ্য অপরাধ।

বাদী মামলায় দাবি করেছেন, তিনি প্রমাণ হাজির করবেন যে খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো মিথ্যা ও হয়রানিমূলক ছিল। মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাঁদের আদালতে হাজির করে বিচার চাওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুলিশের তিন পদে অতিরিক্ত: তিনজনে একজন বাড়তি

ট্রেনের কেবিনের বালিশ, চাদর, কম্বলের ভাড়া দ্বিগুণ করার চিন্তা

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

ডোপ টেস্টে পজিটিভ, চবিতে শিক্ষকতা থেকে বাদ দুই প্রার্থী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত