নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের অংশগ্রহণ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্দেহের কড়া জবাব দিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পাল্টা জবাবে জিয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যকে 'অসার বাচালতা' হিসেবে আখ্যা দিলেন তিনি।
শুক্রবার সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৫ তম মৃত্যুবার্ষিকীতে তাঁর সমাধিতে বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন রিজভী। এ সময় তিনি সাংবাদিকদের কাছে এ কথা বলেন।
বৃহস্পতিবার ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিন) আওয়ামী লীগ আয়োজিত এক স্মরণ সভায় প্রধানমন্ত্রী বলেন, 'জিয়াউর রহমান কোথায়, কোন গ্রাউন্ডে যুদ্ধ করেছেন তার কিন্তু কোনো ইতিহাস নেই। অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করেন নাই। দায়িত্ব দেওয়া হয়েছিল বলে নেতৃত্বে ছিল। কিন্তু যুদ্ধ লাগলেই দূরে থাকতেন।'
এর জবাবে প্রধানমন্ত্রীকে ইঙ্গিত করে রিজভী বলেন, 'জিয়াউর রহমানকে প্রতিনিয়ত অপমান করা হচ্ছে। বলা হচ্ছে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন কীনা তার কোনো প্রমাণ নেই। এটা অসার বাচালতা। মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহন করেননি, বাংলাদেশে অবস্থান করেছেন, যারা ঢাকায় অবস্থান করেছেন, পাকিস্তান সামরিক বাহিনীর তত্ত্বাবধানে সন্তান প্রসব হয়েছে, তারাই আজকে বরেণ্য মুক্তিযোদ্ধা (জিয়া) সম্পর্কে এ ধরনের কথা বলছে।'
রিজভী বলেন, কবি নজরুলের লেখনী অন্ধকারে জেগে ওঠার প্রেরণা। এই প্রেরণা নিয়ে আমরা অবরুদ্ধ গণতন্ত্রকে মুক্ত করব। সৃষ্টি সুখের উল্লাসে অরাজকতা দুর করে সূর্যের আলো নিয়ে বাংলাদেশকে ভরিয়ে তুলবে জাতীয়তাবাদী শক্তি।
মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের অংশগ্রহণ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্দেহের কড়া জবাব দিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পাল্টা জবাবে জিয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যকে 'অসার বাচালতা' হিসেবে আখ্যা দিলেন তিনি।
শুক্রবার সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৫ তম মৃত্যুবার্ষিকীতে তাঁর সমাধিতে বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন রিজভী। এ সময় তিনি সাংবাদিকদের কাছে এ কথা বলেন।
বৃহস্পতিবার ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিন) আওয়ামী লীগ আয়োজিত এক স্মরণ সভায় প্রধানমন্ত্রী বলেন, 'জিয়াউর রহমান কোথায়, কোন গ্রাউন্ডে যুদ্ধ করেছেন তার কিন্তু কোনো ইতিহাস নেই। অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করেন নাই। দায়িত্ব দেওয়া হয়েছিল বলে নেতৃত্বে ছিল। কিন্তু যুদ্ধ লাগলেই দূরে থাকতেন।'
এর জবাবে প্রধানমন্ত্রীকে ইঙ্গিত করে রিজভী বলেন, 'জিয়াউর রহমানকে প্রতিনিয়ত অপমান করা হচ্ছে। বলা হচ্ছে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন কীনা তার কোনো প্রমাণ নেই। এটা অসার বাচালতা। মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহন করেননি, বাংলাদেশে অবস্থান করেছেন, যারা ঢাকায় অবস্থান করেছেন, পাকিস্তান সামরিক বাহিনীর তত্ত্বাবধানে সন্তান প্রসব হয়েছে, তারাই আজকে বরেণ্য মুক্তিযোদ্ধা (জিয়া) সম্পর্কে এ ধরনের কথা বলছে।'
রিজভী বলেন, কবি নজরুলের লেখনী অন্ধকারে জেগে ওঠার প্রেরণা। এই প্রেরণা নিয়ে আমরা অবরুদ্ধ গণতন্ত্রকে মুক্ত করব। সৃষ্টি সুখের উল্লাসে অরাজকতা দুর করে সূর্যের আলো নিয়ে বাংলাদেশকে ভরিয়ে তুলবে জাতীয়তাবাদী শক্তি।
জাতীয় সংসদ নির্বাচন হলে ক্ষমতার খরা কাটানোর আশাবাদী বিএনপি আগামী ডিসেম্বরে নির্বাচন দাবি করছে। দাবি আদায়ে মাঠের কর্মসূচি শুরু করেছে। করণীয় নিয়ে বিভিন্ন দলের সঙ্গে বৈঠক করছে। তবে ভোটের জন্য অপেক্ষা দীর্ঘ হলেও অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলার মতো কোনো কর্মসূচি দেবে না দলটি। কোনো সংঘাতেও জড়াবে না।
৮ ঘণ্টা আগেবর্তমানে দেশে শ্রমিকসমাজ বিভিন্নভাবে অত্যাচারিত-নিপীড়িত ও নিষ্পেষিত উল্লেখ করে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময় অল্প কিছুদিনের ব্যবধানে লক্ষাধিক শ্রমিক চাকরিচ্যুত হয়েছেন। বুধবার (৩০ এপ্রিল) বিকেলে জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার..
১১ ঘণ্টা আগেআওয়ামী লীগের বিচার ও রাষ্ট্রের মৌলিক সংস্কার প্রশ্নে ঐকমত্য জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ও গণসংহতি আন্দোলনের নেতারা। একই সঙ্গে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ এবং নির্বাচনের আগে সংস্কার কীভাবে বাস্তবায়ন করা যায়, তা নিয়েও আলোচনা করেছেন তাঁরা।
১৪ ঘণ্টা আগেদেশের হিন্দু সম্প্রদায়ের সদস্যদের উদ্দেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আপনারা কারও চেয়ে কম নন। আপনারা বাংলাদেশের নাগরিক। এ দেশ আপনাদের জন্মভূমি। রাজনৈতিক মত আলাদা হতে পারে, দল ভিন্ন হতে পারে, তবে অধিকার সবারই সমান। সেই অধিকার রক্ষা করতে আমরা জীবন দিতেও প্রস্তুত।’
১৭ ঘণ্টা আগে