নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের অংশগ্রহণ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্দেহের কড়া জবাব দিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পাল্টা জবাবে জিয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যকে 'অসার বাচালতা' হিসেবে আখ্যা দিলেন তিনি।
শুক্রবার সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৫ তম মৃত্যুবার্ষিকীতে তাঁর সমাধিতে বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন রিজভী। এ সময় তিনি সাংবাদিকদের কাছে এ কথা বলেন।
বৃহস্পতিবার ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিন) আওয়ামী লীগ আয়োজিত এক স্মরণ সভায় প্রধানমন্ত্রী বলেন, 'জিয়াউর রহমান কোথায়, কোন গ্রাউন্ডে যুদ্ধ করেছেন তার কিন্তু কোনো ইতিহাস নেই। অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করেন নাই। দায়িত্ব দেওয়া হয়েছিল বলে নেতৃত্বে ছিল। কিন্তু যুদ্ধ লাগলেই দূরে থাকতেন।'
এর জবাবে প্রধানমন্ত্রীকে ইঙ্গিত করে রিজভী বলেন, 'জিয়াউর রহমানকে প্রতিনিয়ত অপমান করা হচ্ছে। বলা হচ্ছে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন কীনা তার কোনো প্রমাণ নেই। এটা অসার বাচালতা। মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহন করেননি, বাংলাদেশে অবস্থান করেছেন, যারা ঢাকায় অবস্থান করেছেন, পাকিস্তান সামরিক বাহিনীর তত্ত্বাবধানে সন্তান প্রসব হয়েছে, তারাই আজকে বরেণ্য মুক্তিযোদ্ধা (জিয়া) সম্পর্কে এ ধরনের কথা বলছে।'
রিজভী বলেন, কবি নজরুলের লেখনী অন্ধকারে জেগে ওঠার প্রেরণা। এই প্রেরণা নিয়ে আমরা অবরুদ্ধ গণতন্ত্রকে মুক্ত করব। সৃষ্টি সুখের উল্লাসে অরাজকতা দুর করে সূর্যের আলো নিয়ে বাংলাদেশকে ভরিয়ে তুলবে জাতীয়তাবাদী শক্তি।
মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের অংশগ্রহণ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্দেহের কড়া জবাব দিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পাল্টা জবাবে জিয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যকে 'অসার বাচালতা' হিসেবে আখ্যা দিলেন তিনি।
শুক্রবার সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৫ তম মৃত্যুবার্ষিকীতে তাঁর সমাধিতে বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন রিজভী। এ সময় তিনি সাংবাদিকদের কাছে এ কথা বলেন।
বৃহস্পতিবার ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিন) আওয়ামী লীগ আয়োজিত এক স্মরণ সভায় প্রধানমন্ত্রী বলেন, 'জিয়াউর রহমান কোথায়, কোন গ্রাউন্ডে যুদ্ধ করেছেন তার কিন্তু কোনো ইতিহাস নেই। অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করেন নাই। দায়িত্ব দেওয়া হয়েছিল বলে নেতৃত্বে ছিল। কিন্তু যুদ্ধ লাগলেই দূরে থাকতেন।'
এর জবাবে প্রধানমন্ত্রীকে ইঙ্গিত করে রিজভী বলেন, 'জিয়াউর রহমানকে প্রতিনিয়ত অপমান করা হচ্ছে। বলা হচ্ছে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন কীনা তার কোনো প্রমাণ নেই। এটা অসার বাচালতা। মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহন করেননি, বাংলাদেশে অবস্থান করেছেন, যারা ঢাকায় অবস্থান করেছেন, পাকিস্তান সামরিক বাহিনীর তত্ত্বাবধানে সন্তান প্রসব হয়েছে, তারাই আজকে বরেণ্য মুক্তিযোদ্ধা (জিয়া) সম্পর্কে এ ধরনের কথা বলছে।'
রিজভী বলেন, কবি নজরুলের লেখনী অন্ধকারে জেগে ওঠার প্রেরণা। এই প্রেরণা নিয়ে আমরা অবরুদ্ধ গণতন্ত্রকে মুক্ত করব। সৃষ্টি সুখের উল্লাসে অরাজকতা দুর করে সূর্যের আলো নিয়ে বাংলাদেশকে ভরিয়ে তুলবে জাতীয়তাবাদী শক্তি।
সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা। আজ মঙ্গলবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। এতে বিএনপিপন্থী শতাধিক আইনজীবী অংশ নেন।
১৩ ঘণ্টা আগেসংস্কার, বিচারসহ সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার যেভাবে দেশ পরিচালনা করছে, এর কড়া সমালোচনা করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান। তিনি বলেছেন, এই সরকার শেখ হাসিনার পরামর্শে দেশ চালাচ্ছে বলে মনে হচ্ছে।
১৩ ঘণ্টা আগেবিএনপি নেতা হাবিবুর রহমান ও ফজলুর রহমানের বক্তব্য শিক্ষার্থীদের আশাহত করে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেছেন, ‘আমরা বিশ্বাস করতে চাই, তাঁরা বিএনপির প্রতিনিধিত্ব করেন না। সত্যিকার অর্থে যদি আমাদের দেশের প্রতি ভালোবাসা থাকে, তাহলে বিএনপির
১৪ ঘণ্টা আগেজামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। তিনি এখন অনেকটা সুস্থ আছেন বলে জানিয়েছেন দলের নেতারা। তবে চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁকে আরও কয়েক দিন বিশ্রাম নিতে হবে।
১৪ ঘণ্টা আগে