নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আওয়ামী লীগকে নেতৃত্বহীন করতেই পঁচাত্তরের বুলেট প্রাণঘাতি হয়ে ২০০৪ সালের একুশে আগস্টে ফিরে এসেছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শনিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
কাদের বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট মুক্তাঙ্গনে সমাবেশ করার কথা থাকলেও সেখানে সমাবেশ করতে দেওয়া হয়নি। গ্রেনেড হামলার পর পুলিশ সহায়তা করেনি, উল্টো লাঠিচার্জ করে কাঁদানে গ্যাস ছোড়ে। শেখ হাসিনার গাড়ি লক্ষ্য করে গুলিও চালায়।
'তাঁরা আওয়ামী লীগকে নেতৃত্বহীন করতে মুক্তিযুদ্ধের চেতনাকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। পঁচাত্তরের বুলেট ২০০৪ সালে ফিরে আসে প্রাণঘাতি বুলেট হয়ে।'
একুশে আগস্টের গ্রেনেড হামলার বিচার ও তদন্ত বাধাগ্রস্ত করতে খালেদা জিয়ার নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকার সবই করেছিল বলে দাবি করেন সড়ক পরিবহনমন্ত্রী কাদের।
তিনি বলেন, এই ঘটনায় প্রহসনের তদন্ত কমিশন গঠন করা হয়েছিল। সেই কমিশন এই হামলার জন্য পার্শ্ববর্তী একটি দেশকে দায়ী করে। গ্রেনেড হামলার বিচারের রায় কার্যকর করা হবে। গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড যারা বিদেশে আছে তাঁদের ফিরিয়ে আনা হবে।
আওয়ামী লীগকে নেতৃত্বহীন করতেই পঁচাত্তরের বুলেট প্রাণঘাতি হয়ে ২০০৪ সালের একুশে আগস্টে ফিরে এসেছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শনিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
কাদের বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট মুক্তাঙ্গনে সমাবেশ করার কথা থাকলেও সেখানে সমাবেশ করতে দেওয়া হয়নি। গ্রেনেড হামলার পর পুলিশ সহায়তা করেনি, উল্টো লাঠিচার্জ করে কাঁদানে গ্যাস ছোড়ে। শেখ হাসিনার গাড়ি লক্ষ্য করে গুলিও চালায়।
'তাঁরা আওয়ামী লীগকে নেতৃত্বহীন করতে মুক্তিযুদ্ধের চেতনাকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। পঁচাত্তরের বুলেট ২০০৪ সালে ফিরে আসে প্রাণঘাতি বুলেট হয়ে।'
একুশে আগস্টের গ্রেনেড হামলার বিচার ও তদন্ত বাধাগ্রস্ত করতে খালেদা জিয়ার নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকার সবই করেছিল বলে দাবি করেন সড়ক পরিবহনমন্ত্রী কাদের।
তিনি বলেন, এই ঘটনায় প্রহসনের তদন্ত কমিশন গঠন করা হয়েছিল। সেই কমিশন এই হামলার জন্য পার্শ্ববর্তী একটি দেশকে দায়ী করে। গ্রেনেড হামলার বিচারের রায় কার্যকর করা হবে। গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড যারা বিদেশে আছে তাঁদের ফিরিয়ে আনা হবে।
নাহিদ ইসলাম বলেন, ‘শেখ মুজিবুর রহমান জাতির পিতা নন। স্বাধীনতা অর্জনে তাঁর ভূমিকা ও ত্যাগ আমরা স্বীকার করি। তবে তাঁর শাসনামলে ঘটে যাওয়া জাতীয় ট্র্যাজেডির কথাও আমরা স্মরণ করি। শেখ মুজিবের নেতৃত্বে বাংলাদেশ ভারতের একটি শাখা রাজ্যে পরিণত হয়। ১৯৭২ সালের জনবিরোধী সংবিধান চাপিয়ে দেওয়া হয়।
৩ ঘণ্টা আগেহারুনুর রশীদ বলেন, ‘আজকে দেশে বিনিয়োগ নাই। কর্মসংস্থান নাই। জনপ্রতিনিধি নাই। স্বাভাবিকভাবেই দেশের মানুষ নানা সংকটে আছে। যে শক্তিগুলো বিভিন্ন রকমের অছিলা করে নির্বাচনকে বানচাল ও শর্ত দিয়ে বিলম্ব করতে চায়, আমি মনে করি তারা দেশের শত্রু, গণতন্ত্রের শত্রু। দীর্ঘ ১৬ বছর ধরে আমরা লড়াই করেছি।
৫ ঘণ্টা আগেনির্বাচন ঘিরে ষড়যন্ত্র চলছে মন্তব্য করে দলের নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, ‘এখনো গণতন্ত্র নাগালের বাইরে। আমরা চাই বিশ্বাস করতে যে নির্বাচন হবে, তবে ভোট গণনার আগে পর্যন্ত তা নিয়ে শঙ্কা থেকে যায়।’
৮ ঘণ্টা আগেচিকিৎসার জন্য লন্ডন গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। আজ শুক্রবার সকাল ৭টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। তাঁর সঙ্গে আছেন স্ত্রী বিলকিস আখতার হোসেন ও ছোট ছেলে খন্দকার মারুফ হোসেন।
৯ ঘণ্টা আগে