Ajker Patrika

খালেদাকে দেখতে হাসপাতালে ভাসানীর মেয়ে ও টুকু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১২: ৪০
খালেদাকে দেখতে হাসপাতালে ভাসানীর মেয়ে ও টুকু

চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন মওলানা হামিদ খান ভাসানীর মেয়ে মাহমুদা খানম ভাসানী ও যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকু। তাঁদের সঙ্গে আরও ছিলেন মওলানা ভাসানীর দৌহিত্র মাহমুদুল হক শানু। 

আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় তাঁরা হাসপাতালে পৌঁছান। 

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার আজকের পত্রিকাকে বলেন, তাঁরা ম্যাডামের শারীরিক অবস্থা জানার ও দেখার জন্য এসেছেন। সাক্ষাৎ শেষে হাসপাতাল থেকে বেড়িয়ে যাওয়ার সময় তাঁরা গণমাধ্যমে কথা বলবেন। 

এ সময় আরও দুজনকে বেগম জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে যেতে দেখা যায়, তাঁদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। 

গত ১৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। দলের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছেন। দেশের বাইরে তার চিকিৎসা করাটা খুব জরুরি বলছেন চিকিৎসকেরা। কিন্তু সরকারের অনুমতি না পাওয়ায় সেটা সম্ভব হচ্ছে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত