অনলাইন ডেস্ক
২৮ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় কাউন্সিল অধিবেশন এবং ২৪ ও ২৫ ডিসেম্বর পার্টির চেয়ারম্যান নির্বাচনের তারিখসহ কাউন্সিল ও ন্যাশনাল এক্সিকিউটিভ পর্ষদের নির্বাচনী তফসিল ঘোষণা করেছে আমার বাংলাদেশ (এবি) পার্টি।
রাজধানীর বিজয়নগরের দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আজ রোববার এই ঘোষণা দেন এবি পার্টির যুগ্ম সদস্যসচিব ও অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ব্যারিস্টার যোবায়ের আহমদ ভূঁইয়া।
সংবাদ সম্মেলনে দলের সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু জানান, ২০২০ সালে দলটির যাত্রা শুরু হলেও ফ্যাসিবাদী সরকারের নির্যাতন, নিপীড়ন, স্বৈরাচার পতনের আন্দোলনে সক্রিয় অংশগ্রহণসহ নানা কারণে দলটির কাউন্সিল আয়োজন সম্ভব হয়নি।
তিনি বলেন, ‘এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী ২৮ ডিসেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আমাদের প্রথম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে ইনশা আল্লাহ।’
পার্টির অন্যতম উপদেষ্টা এ এফ এম সোলায়মান চৌধুরী বলেন, ‘পতিত স্বৈরাচার সরকারের সময়ে আমরা দেশের প্রয়োজনে কাউন্সিল করার সুযোগ পাইনি। স্বৈরাচার পতনের পর এখন একটু সুষ্ঠু, নিরপেক্ষ স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে উৎসব মুখর পরিবেশে আমরা একটি কাউন্সিলের মাধ্যমে পার্টির যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করবে ইনশা আল্লাহ।’
নির্বাচনী তফসিল ঘোষণা করে ব্যারিস্টার যোবায়ের জানান, ৭ থেকে ১২ ডিসেম্বর চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা, ১৩ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই বাছাই, ১৮ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহার, ১৯ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, ২৪-২৫ ডিসেম্বর ভোট গ্রহণ এবং ২৮ ডিসেম্বর ভোট গণনা ও ফলাফল প্রকাশ হবে।
ন্যাশনাল এক্সিকিউটিভ পর্ষদের (এনইসি) নির্বাচনের শিডিউল ঘোষণা করে তিনি বলেন, ৫-১০ ডিসেম্বর মনোনয়নপত্র জমা, ১১-১২ ডিসেম্বর যাচাই বাছাই, ১৩ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহার, ১৪ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, ১৯-২০ ডিসেম্বর ভোট গ্রহণ ও ২১ ডিসেম্বর ফলাফল ঘোষণা করা হবে। সাধারণ সম্পাদক নির্বাচনের সিডিউল ঘোষণা করে তিনি বলেন, ২২ ডিসেম্বর মনোনয়নপত্র জমা, ২৪ ডিসেম্বর প্রত্যাহার, ২৬ ডিসেম্বর ভোট গ্রহণ ও ২৮ ডিসেম্বর ফলাফল ঘোষণা হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পার্টির আহ্বায়ক প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, যুগ্ম আহ্বায়ক লে. কর্নেল (অব.) দিদারুল আলম, লে. কর্নেল (অব.) হেলাল উদ্দিন, অভ্যন্তরীণ নির্বাচন পরিচলনা কমিটির সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা ও অন্যতম নির্বাচন কমিশনার বিচারপতি আকতারুল আলমসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
২৮ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় কাউন্সিল অধিবেশন এবং ২৪ ও ২৫ ডিসেম্বর পার্টির চেয়ারম্যান নির্বাচনের তারিখসহ কাউন্সিল ও ন্যাশনাল এক্সিকিউটিভ পর্ষদের নির্বাচনী তফসিল ঘোষণা করেছে আমার বাংলাদেশ (এবি) পার্টি।
রাজধানীর বিজয়নগরের দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আজ রোববার এই ঘোষণা দেন এবি পার্টির যুগ্ম সদস্যসচিব ও অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ব্যারিস্টার যোবায়ের আহমদ ভূঁইয়া।
সংবাদ সম্মেলনে দলের সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু জানান, ২০২০ সালে দলটির যাত্রা শুরু হলেও ফ্যাসিবাদী সরকারের নির্যাতন, নিপীড়ন, স্বৈরাচার পতনের আন্দোলনে সক্রিয় অংশগ্রহণসহ নানা কারণে দলটির কাউন্সিল আয়োজন সম্ভব হয়নি।
তিনি বলেন, ‘এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী ২৮ ডিসেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আমাদের প্রথম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে ইনশা আল্লাহ।’
পার্টির অন্যতম উপদেষ্টা এ এফ এম সোলায়মান চৌধুরী বলেন, ‘পতিত স্বৈরাচার সরকারের সময়ে আমরা দেশের প্রয়োজনে কাউন্সিল করার সুযোগ পাইনি। স্বৈরাচার পতনের পর এখন একটু সুষ্ঠু, নিরপেক্ষ স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে উৎসব মুখর পরিবেশে আমরা একটি কাউন্সিলের মাধ্যমে পার্টির যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করবে ইনশা আল্লাহ।’
নির্বাচনী তফসিল ঘোষণা করে ব্যারিস্টার যোবায়ের জানান, ৭ থেকে ১২ ডিসেম্বর চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা, ১৩ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই বাছাই, ১৮ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহার, ১৯ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, ২৪-২৫ ডিসেম্বর ভোট গ্রহণ এবং ২৮ ডিসেম্বর ভোট গণনা ও ফলাফল প্রকাশ হবে।
ন্যাশনাল এক্সিকিউটিভ পর্ষদের (এনইসি) নির্বাচনের শিডিউল ঘোষণা করে তিনি বলেন, ৫-১০ ডিসেম্বর মনোনয়নপত্র জমা, ১১-১২ ডিসেম্বর যাচাই বাছাই, ১৩ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহার, ১৪ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, ১৯-২০ ডিসেম্বর ভোট গ্রহণ ও ২১ ডিসেম্বর ফলাফল ঘোষণা করা হবে। সাধারণ সম্পাদক নির্বাচনের সিডিউল ঘোষণা করে তিনি বলেন, ২২ ডিসেম্বর মনোনয়নপত্র জমা, ২৪ ডিসেম্বর প্রত্যাহার, ২৬ ডিসেম্বর ভোট গ্রহণ ও ২৮ ডিসেম্বর ফলাফল ঘোষণা হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পার্টির আহ্বায়ক প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, যুগ্ম আহ্বায়ক লে. কর্নেল (অব.) দিদারুল আলম, লে. কর্নেল (অব.) হেলাল উদ্দিন, অভ্যন্তরীণ নির্বাচন পরিচলনা কমিটির সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা ও অন্যতম নির্বাচন কমিশনার বিচারপতি আকতারুল আলমসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
বিএনপি রাষ্ট্রক্ষমতায় না আসা পর্যন্ত ভাত খাওয়া থেকে বিরত থাকার প্রতিজ্ঞায় অটল নিজাম উদ্দিন অসুস্থ হয়ে পড়েছেন। গুরুতর অসুস্থ বিএনপির এই সমর্থকের খোঁজ নিতে বলেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
১০ ঘণ্টা আগেঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদ-সংক্রান্ত মামলা ‘ইশরাক হোসেন বনাম শেখ ফজলে নূর তাপস গং’-এর রায় এবং এ প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি বলছে, এ মামলার বিচারপ্রক্রিয়া ও কমিশনের আচরণ প্রশ্নবিদ্ধ এবং তা নির্বাচন ব্যবস্থার নিরপেক্ষতা
১০ ঘণ্টা আগেগণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ পরিত্যক্ত রাজনৈতিক দলে পরিণত হয়েছে। আওয়ামী লীগ এখন মরা লাশ, এই লাশ নিয়ে টানাটানি করে কোনো লাভ হবে না। এখন আমাদের দায়িত্ব হচ্ছে এই মরা লাশকে কবর দেওয়া, যাতে দুর্গন্ধ না ছড়ায়।’ আজ মঙ্গলবার বিকেলে শরীয়তপুরের ভেদরগঞ
১১ ঘণ্টা আগেবিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমার বিরুদ্ধে ১১১টি মামলা হয়েছে। নানা ধরনের অবাস্তব অভিযোগ আনা হয়েছে। ময়লার গাড়ি পোড়ানো, বোমা হামলার মতো অভিযোগও আছে। আমি ১১ বার জেলে গিয়েছি। প্রায় তিন বছর কারাবন্দী ছিলাম।’ আজ মঙ্গলবার ঠাকুরগাঁও সদরের মোলানি উচ্চবিদ্যালয় মাঠে বিএনপির গণসংযোগ
১৩ ঘণ্টা আগে