Ajker Patrika

আগামী নির্বাচন ইতিহাসের বড় ঘটনা জন্ম দিতে পারে: জি এম কাদের 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আগামী নির্বাচন ইতিহাসের বড় ঘটনা জন্ম দিতে পারে: জি এম কাদের 

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের এমপি বলেছেন, ‘আগামী জাতীয় নির্বাচন ইতিহাসের বড় ঘটনা জন্ম দিতে পারে। সেটা খারাপের দিকেও যেতে পারে আবার ভালোর দিকেও যেতে পারে। সামনের দিকে রাজনীতিতে সংঘাত হতে পারে, আবার দমন পীড়ন করে রাজনীতিকে দাবিয়ে রাখা হতে পারে।’

আজ বুধবার রাজধানীর বনানীর কার্যালয়ে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন জাপা চেয়ারম্যান। তিনি বলেন, ‘দেশে সুশাসন দেব—এই কথা বলে আমরা দেশের মানুষের সামনে যাচ্ছি। আমরা আমাদের নিজস্ব রাজনীতি নিয়ে সাধারণ মানুষের কাছে যাচ্ছি।’

কাদের বলেন, ‘নির্বাচনের সময় আমরা জনগণের প্রত্যাশা বিবেচনা করে সিদ্ধান্ত নেব। কি করলে জনগণের ভালো হবে আমরা সেই দিক বিবেচনা করেই নির্বাচনে সিদ্ধান্ত নেব। আমরা যদি মনে করতে পারি, নিজেরাই এককভাবে নির্বাচন করতে পারব তাহলে আমরা তাই করব। যদি আমাদের সেই শক্তি না থাকে, তাহলে আমরা অন্য সিদ্ধান্ত নেব। তখন আমরা দেখব, কার সঙ্গে জনগণ বেশি উপকৃত হবে সেই দিকে আমরা লক্ষ্য রাখব। এ ব্যাপারে দলের নেতা-কর্মী ও শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।’

সিটি করপোরেশন নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে জি এম কাদের বলেন, ‘আমরা আশা করতে চাই আসন্ন সিটি নির্বাচনগুলো সুষ্ঠু হবে। ভোটাররা ভোট দিতে পারবে। সে জন্য সরকার ও নির্বাচন কমিশন প্রয়োজনীয় উদ্যোগ নেবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত