হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে।
হামলার ঘটনা নিয়ে আজ মঙ্গলবার দুপুরে এনসিপির হাতিয়া শাখার উদ্যোগে উপজেলা সদরের ধানসিঁড়ি রিসোর্টে এক সংবাদ সম্মেলনে এই আলটিমেটাম দেওয়া হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজ। এ সময় উপস্থিত ছিলেন এনসিপির সদস্য মোহাম্মদ ইউসুফ, তৌহিদুর রহমান, মো. ইসমাইল ও হাসিদুর রহমান। আহত হান্নান মাসউদ সংবাদ সম্মেলনে উপস্থিত থাকতে পারেননি।
হাফিজুর রহমান বলেন, ‘আবদুল হান্নান মাসউদ হাসিনা সরকার পতনের এক দফার ঘোষক। তিনি ৫ আগস্টের আগে একাধিকবার রাজপথে হামলার শিকার হয়েছেন। এখন তাঁকে তাঁর নিজ জন্মস্থান হাতিয়ায় প্রতিপক্ষের হামলার শিকার হতে হয়েছে। আমরা এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। হামলার সঙ্গে জড়িতদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা না হলে সারা দেশে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।’
হাফিজুর রহমান আরও বলেন, ‘আবদুল হান্নান মাসউদের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তাঁর ওপর হামলা করা হয়। হামলার ঘটনায় সরাসরি বিএনপির নেতা-কর্মীরা জড়িত। তারা জিয়ার সৈনিক স্লোগান দিয়ে আমাদের ওপর হামলা করে। হামলায় আবদুল হান্নান মাসউদসহ আমাদের ৫৫ নেতা-কর্মী আহত হয়েছে। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের বাইরে পাঠানো হয়েছে। এদিকে হামলার ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও বিএনপির পক্ষ থেকে কোনো দুঃখ কিংবা নিন্দা প্রকাশ করা হয়নি। এতে আমরা মনে করছি এ ঘটনাটি বিএনপি পরিকল্পিতভাবে করেছে। আমরা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখেছি, বেশ কয়েকজন বিএনপি নেতা-কর্মী এ হামলার সঙ্গে জড়িত ছিলেন। আমরা তাদের নাম উল্লেখ করে ইতিমধ্যে থানায় লিখিত অভিযোগ দিচ্ছি।’
উল্লেখ, গতকাল সোমবার সন্ধ্যার পর উপজেলার জাহাজমারা বাজারে মাসউদের পথসভায় হামলা করা হয়। এই ঘটনার জন্য মাসউদের পক্ষ থেকে স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের দায়ী করা হয়।
নোয়াখালীর হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে।
হামলার ঘটনা নিয়ে আজ মঙ্গলবার দুপুরে এনসিপির হাতিয়া শাখার উদ্যোগে উপজেলা সদরের ধানসিঁড়ি রিসোর্টে এক সংবাদ সম্মেলনে এই আলটিমেটাম দেওয়া হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজ। এ সময় উপস্থিত ছিলেন এনসিপির সদস্য মোহাম্মদ ইউসুফ, তৌহিদুর রহমান, মো. ইসমাইল ও হাসিদুর রহমান। আহত হান্নান মাসউদ সংবাদ সম্মেলনে উপস্থিত থাকতে পারেননি।
হাফিজুর রহমান বলেন, ‘আবদুল হান্নান মাসউদ হাসিনা সরকার পতনের এক দফার ঘোষক। তিনি ৫ আগস্টের আগে একাধিকবার রাজপথে হামলার শিকার হয়েছেন। এখন তাঁকে তাঁর নিজ জন্মস্থান হাতিয়ায় প্রতিপক্ষের হামলার শিকার হতে হয়েছে। আমরা এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। হামলার সঙ্গে জড়িতদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা না হলে সারা দেশে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।’
হাফিজুর রহমান আরও বলেন, ‘আবদুল হান্নান মাসউদের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তাঁর ওপর হামলা করা হয়। হামলার ঘটনায় সরাসরি বিএনপির নেতা-কর্মীরা জড়িত। তারা জিয়ার সৈনিক স্লোগান দিয়ে আমাদের ওপর হামলা করে। হামলায় আবদুল হান্নান মাসউদসহ আমাদের ৫৫ নেতা-কর্মী আহত হয়েছে। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের বাইরে পাঠানো হয়েছে। এদিকে হামলার ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও বিএনপির পক্ষ থেকে কোনো দুঃখ কিংবা নিন্দা প্রকাশ করা হয়নি। এতে আমরা মনে করছি এ ঘটনাটি বিএনপি পরিকল্পিতভাবে করেছে। আমরা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখেছি, বেশ কয়েকজন বিএনপি নেতা-কর্মী এ হামলার সঙ্গে জড়িত ছিলেন। আমরা তাদের নাম উল্লেখ করে ইতিমধ্যে থানায় লিখিত অভিযোগ দিচ্ছি।’
উল্লেখ, গতকাল সোমবার সন্ধ্যার পর উপজেলার জাহাজমারা বাজারে মাসউদের পথসভায় হামলা করা হয়। এই ঘটনার জন্য মাসউদের পক্ষ থেকে স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের দায়ী করা হয়।
বিএনপি রাষ্ট্রক্ষমতায় না আসা পর্যন্ত ভাত খাওয়া থেকে বিরত থাকার প্রতিজ্ঞায় অটল নিজাম উদ্দিন অসুস্থ হয়ে পড়েছেন। গুরুতর অসুস্থ বিএনপির এই সমর্থকের খোঁজ নিতে বলেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
৫ ঘণ্টা আগেঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদ-সংক্রান্ত মামলা ‘ইশরাক হোসেন বনাম শেখ ফজলে নূর তাপস গং’-এর রায় এবং এ প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি বলছে, এ মামলার বিচারপ্রক্রিয়া ও কমিশনের আচরণ প্রশ্নবিদ্ধ এবং তা নির্বাচন ব্যবস্থার নিরপেক্ষতা
৫ ঘণ্টা আগেগণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ পরিত্যক্ত রাজনৈতিক দলে পরিণত হয়েছে। আওয়ামী লীগ এখন মরা লাশ, এই লাশ নিয়ে টানাটানি করে কোনো লাভ হবে না। এখন আমাদের দায়িত্ব হচ্ছে এই মরা লাশকে কবর দেওয়া, যাতে দুর্গন্ধ না ছড়ায়।’ আজ মঙ্গলবার বিকেলে শরীয়তপুরের ভেদরগঞ
৬ ঘণ্টা আগেবিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমার বিরুদ্ধে ১১১টি মামলা হয়েছে। নানা ধরনের অবাস্তব অভিযোগ আনা হয়েছে। ময়লার গাড়ি পোড়ানো, বোমা হামলার মতো অভিযোগও আছে। আমি ১১ বার জেলে গিয়েছি। প্রায় তিন বছর কারাবন্দী ছিলাম।’ আজ মঙ্গলবার ঠাকুরগাঁও সদরের মোলানি উচ্চবিদ্যালয় মাঠে বিএনপির গণসংযোগ
৮ ঘণ্টা আগে