Ajker Patrika

বিএনপির সমাবেশ: ক্যাপ দেখে যায় চেনা

রাশেদ নিজাম, ঢাকা
আপডেট : ১০ ডিসেম্বর ২০২২, ১৮: ৩৪
বিএনপির সমাবেশ: ক্যাপ দেখে যায় চেনা

সকাল থেকেই লোকে লোকারণ্য সায়েদাবাদ লাগোয়া গোলাপবাগ মাঠ। বিএনপির এই সমাবেশস্থল ছাড়িয়ে টিটিপাড়া, ফ্লাইওভার, জনপদ মোড়, মানিকনগর থেকে কমলাপুর স্টেডিয়াম হয়ে মুগদা পর্যন্ত রংবেরঙের পোস্টার-ফেস্টুনে একাকার।

তবে সমাবেশস্থল ও আশপাশে সবচেয়ে চোখে লাগার বিষয় ক্যাপ। বাহারি ক্যাপে ঢাকা একেকটি মাথা। কারও লাল, কারও নীল, সবুজ, টিয়া কমলা, সাদা, হলুদ কী নেই?

নিজেদের পরিচয় নিশ্চিত করতে আর জানান দিতে যে এই আয়োজন তা আর বলার বাকি থাকে না। ছাত্রদলের জন্য সাদা, যুবদলের লাল, কৃষক দলের ফ্লোরেসেন্ট, স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা নীল ও আকাশি রঙের ক্যাপ পরে এসেছেন। সবাই বসে-দাঁড়িয়ে আছেন একসঙ্গেই।

নিজেদের লোক চেনা এবং শীর্ষ নেতাদের জানান দিতেই নির্দিষ্ট রঙের পোশাক ও টুপি পরেছেন তাঁরা।  ঢাকার চারপাশের জেলা গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ তো আছেই, পটুয়াখালী, মাদারীপুর, কক্সবাজার, নেত্রকোনা, লক্ষ্মীপুর, ভোলা, যশোর, ঝালকাঠি, কুমিল্লাসহ অনেক জেলা-উপজেলার নেতা-কর্মীরা বিভিন্ন রঙের ক্যাপ এবং টিশার্ট পরে এসেছেন গোলাপবাগে।

ব্যতিক্রম দেখা গেল মতিঝিল থানা বিএনপির লোকজনের ক্ষেত্রে। তারাই একমাত্র গোলাপি রঙের টুপি মাথায় দিয়েছেন।

নিজেদের লোক চেনা এবং শীর্ষ নেতাদের জানান দিতেই নির্দিষ্ট রঙের পোশাক ও টুপি পরেছেন তাঁরা। যুবদলের মামুন নামে এক নেতা জানালেন, ‘নিজেদের লোক চেনা এবং শীর্ষ নেতাদের জানান দিতে এক রঙের পোশাক ও টুপি বেছে নেই আমরা। কোন ইউনিটের কেমন সমাগম হয়েছে, তা সহজে বোঝা যায়।’

ছাত্রদলের সাধারণ সম্পাদক জুয়েল বললেন, ‘নানা সময়ে তুচ্ছ কারণে ঝামেলা তৈরি হয়। আবার তৃতীয় পক্ষ উসকানির চেষ্টা করে। তাই একই রকম ক্যাপ থাকলে চিনতে সুবিধা হয়। নির্দেশনাও সহজে দেওয়া যায়।’

প্রতিবেদন লেখা পর্যন্ত সমাবেশে শীর্ষ নেতাদের বক্তব্য শুরু হয়েছে। তখনো নতুন নতুন রঙের ক্যাপ আর টিশার্ট পরে সমাবেশের দিকে যাচ্ছিলেন নেতা-কর্মীরা।

বিএনপির সমাবেশ সম্পর্কিত আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত