Ajker Patrika

বিএনপির গণ-অনশন চলছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ নভেম্বর ২০২১, ১১: ৫৫
বিএনপির গণ-অনশন চলছে

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং দেশের বাইরে চিকিৎসার দাবিতে পূর্বঘোষণা অনুযায়ী গণ-অনশন শুরু করেছে বিএনপি। আজ শনিবার সারা দেশের ঘোষিত এই কর্মসূচির অংশ হিসেবে ঢাকায় কেন্দ্রীয়ভাবে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীরা এতে অংশ নিয়েছেন। 

সকাল ৯টায় শুরু হওয়ার কথা থাকলেও ৮টার দিকেই বিএনপির নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে এসে জড়ো হতে থাকেন। তাঁরা ফুটপাতে ও সড়কের পাশে অবস্থান নিয়েছেন। পুলিশের কড়া নিরাপত্তা থাকলেও নেতাকর্মীদের কর্মসূচিতে আসতে বাধা দেওয়ার কোনো খবর পাওয়া যায়নি। 

সকাল ৮টার পরপরই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মোনাজাত করা হয়। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাগত বক্তব্য দেন। 

এর আগে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে খালেদা জিয়াকে দেশের বাইরে চিকিৎসার ব্যবস্থা করার দাবিতে শনিবার রাজধানীসহ সারা দেশে বিএনপির পক্ষ থেকে গণ-অনশন কর্মসূচি ঘোষণা করেন ফখরুল। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গণ-অনশন কর্মসূচি পালিত হবে বলে জানান তিনি। 

এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। তিনি ‘জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে’ আছেন। হাসপাতালে নেওয়ার আগেই গত ১১ নভেম্বর উন্নত চিকিৎসার জন্য তাঁকে দেশের বাইরে নিতে সরকারের অনুমতির জন্য আবেদন করে তাঁর পরিবার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের লাশ মিলল মেঘনায়, শোকাহত আজকের পত্রিকা

‘সামনে চমকপ্রদ বেশ কিছু ঘটনা ঘটবে, অনেক বিষয় আমি জানি’

কিশোরগঞ্জে যুবদলের দুই পক্ষের সংঘর্ষ-গুলি, নিহত ১

‘মব’ সৃষ্টি করে ৩ কিশোরকে সেতুর সঙ্গে বেঁধে রাতভর পিটুনি, নিহত ১

সনদ জালিয়াতি: ব্যাংকের চাকরি যাওয়া জাহাঙ্গীরের স্কুল সভাপতির পদও গেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত