নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জনদুর্ভোগ নিয়ে চিন্তা না করে ক্ষমতাসীন আওয়ামী লীগের লোকজন লুটপাটে ব্যস্ত রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর অভিযোগ জনগণের টাকা লুট করতেই সরকার বারবার বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি তেলের দাম বৃদ্ধি করছে। যেকারণে তাদের কিছু আসে যায় না।
আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। পতাকা উত্তোলন দিবস উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) এই সভার আয়োজন করে। বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্তের সমালোচনা করে সভায় মির্জা ফখরুল বলেন, ‘তারা (সরকার) দাম (বিদ্যুতের) বাড়িয়েই চলেছে। তাদের তো গায়ে লাগে না। কারণ তাদের তো বিদ্যুতের দাম দিতে হয় না। সরকারি খরচে জনগণের টাকায় তাদের এসি, ফ্রিজ চলে। জনগণকে তার পকেট থেকে তাদের বিদ্যুতের দাম দিতে হয়।’
বিদ্যুৎ চুক্তির সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ভারতের এক বিতর্কিত ব্যবসায়ীর সঙ্গে সরকার বিদ্যুৎ নিয়ে একটি চুক্তি করেছে। যার ফলে দুইশ টাকার কয়লা চার শ টাকা দিয়ে কিনতে হবে। আজকে বিদ্যুতের মূল্য বৃদ্ধির কারণে সবকিছুর দাম আরও বেড়ে যাবে। তারা আইন করেছে, গণশুনানি না করেই আবারও বিদ্যুতের মূল্য বৃদ্ধি করতে পারবে।
আওয়ামী লীগের বিরুদ্ধে লুটপাটের অভিযোগ এনে মির্জা ফখরুল বলেন, ‘আজকে আওয়ামী লীগের সব মানুষ, তারা যেন মরিয়া হয়ে গেছে-দ্রুত সব সম্পদ লুট করে এ দেশ ছেড়ে চলে যাবে। যেভাবে বর্গিরা আমাদের সম্পদ লুট করে নিয়ে চলে যেত, আজকে আওয়ামী লীগ ঠিক একইভাবে লুটের উৎসব সৃষ্টি করেছে।’
সরকারের বিরুদ্ধে দমন পীড়নের অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, এ সরকার আজ দেশের ঐতিহ্য ইতিহাস বিনষ্ট করে দিচ্ছে। মানুষ ভোট দিতে পারছে না। ভিন্নমত পোষণ করতে পারছে না। ভিন্ন মত প্রকাশ করলেই কারাগারে যেতে হচ্ছে। গণমাধ্যম স্বাধীনভাবে লিখতে পারছে না। সৎভাবে কেউ ব্যবসা করতে পারছে না। দলীয় লোক না হলে সেই ব্যবসায়ীর প্রতি চলে নিপীড়ন।
২ মার্চকে জাতীয় জীবনের ‘গুরুত্বপূর্ণ দিন’ উল্লেখ করে বিএনপির মহাসচিব আক্ষেপ করে বলেন, ৫২ বছরেও এই দিনটি রাষ্ট্রীয়ভাবে পালিত হয়নি। স্বাধীনতা যুদ্ধ মানে আজ আওয়ামী লীগ এবং এক ব্যক্তির নাম প্রচার করা হয়। স্বাধীনতা যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে। তাদের নাম স্মরণ করা হয় না।
মির্জা ফখরুল বলেন, আজ ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় চেপে বসেছে। দেশের সকল আশা আকাঙ্ক্ষা স্বপ্ন ধূলিসাৎ করে দিয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার চেষ্টা চলছে। অর্থনীতিকে ধ্বংস করে লুটের রাজত্ব কায়েম করা হয়েছে। বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করা হচ্ছে। এ অবস্থায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।তিনি বলেন, ‘এখন আর বসে থাকার সময় নেই। এখন সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে এই সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে হবে।’
জেএসডির সিনিয়র সহসভাপতি তানিয়া রবের সভাপতিত্বে সভায় জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুরসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
জনদুর্ভোগ নিয়ে চিন্তা না করে ক্ষমতাসীন আওয়ামী লীগের লোকজন লুটপাটে ব্যস্ত রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর অভিযোগ জনগণের টাকা লুট করতেই সরকার বারবার বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি তেলের দাম বৃদ্ধি করছে। যেকারণে তাদের কিছু আসে যায় না।
আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। পতাকা উত্তোলন দিবস উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) এই সভার আয়োজন করে। বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্তের সমালোচনা করে সভায় মির্জা ফখরুল বলেন, ‘তারা (সরকার) দাম (বিদ্যুতের) বাড়িয়েই চলেছে। তাদের তো গায়ে লাগে না। কারণ তাদের তো বিদ্যুতের দাম দিতে হয় না। সরকারি খরচে জনগণের টাকায় তাদের এসি, ফ্রিজ চলে। জনগণকে তার পকেট থেকে তাদের বিদ্যুতের দাম দিতে হয়।’
বিদ্যুৎ চুক্তির সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ভারতের এক বিতর্কিত ব্যবসায়ীর সঙ্গে সরকার বিদ্যুৎ নিয়ে একটি চুক্তি করেছে। যার ফলে দুইশ টাকার কয়লা চার শ টাকা দিয়ে কিনতে হবে। আজকে বিদ্যুতের মূল্য বৃদ্ধির কারণে সবকিছুর দাম আরও বেড়ে যাবে। তারা আইন করেছে, গণশুনানি না করেই আবারও বিদ্যুতের মূল্য বৃদ্ধি করতে পারবে।
আওয়ামী লীগের বিরুদ্ধে লুটপাটের অভিযোগ এনে মির্জা ফখরুল বলেন, ‘আজকে আওয়ামী লীগের সব মানুষ, তারা যেন মরিয়া হয়ে গেছে-দ্রুত সব সম্পদ লুট করে এ দেশ ছেড়ে চলে যাবে। যেভাবে বর্গিরা আমাদের সম্পদ লুট করে নিয়ে চলে যেত, আজকে আওয়ামী লীগ ঠিক একইভাবে লুটের উৎসব সৃষ্টি করেছে।’
সরকারের বিরুদ্ধে দমন পীড়নের অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, এ সরকার আজ দেশের ঐতিহ্য ইতিহাস বিনষ্ট করে দিচ্ছে। মানুষ ভোট দিতে পারছে না। ভিন্নমত পোষণ করতে পারছে না। ভিন্ন মত প্রকাশ করলেই কারাগারে যেতে হচ্ছে। গণমাধ্যম স্বাধীনভাবে লিখতে পারছে না। সৎভাবে কেউ ব্যবসা করতে পারছে না। দলীয় লোক না হলে সেই ব্যবসায়ীর প্রতি চলে নিপীড়ন।
২ মার্চকে জাতীয় জীবনের ‘গুরুত্বপূর্ণ দিন’ উল্লেখ করে বিএনপির মহাসচিব আক্ষেপ করে বলেন, ৫২ বছরেও এই দিনটি রাষ্ট্রীয়ভাবে পালিত হয়নি। স্বাধীনতা যুদ্ধ মানে আজ আওয়ামী লীগ এবং এক ব্যক্তির নাম প্রচার করা হয়। স্বাধীনতা যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে। তাদের নাম স্মরণ করা হয় না।
মির্জা ফখরুল বলেন, আজ ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় চেপে বসেছে। দেশের সকল আশা আকাঙ্ক্ষা স্বপ্ন ধূলিসাৎ করে দিয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার চেষ্টা চলছে। অর্থনীতিকে ধ্বংস করে লুটের রাজত্ব কায়েম করা হয়েছে। বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করা হচ্ছে। এ অবস্থায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।তিনি বলেন, ‘এখন আর বসে থাকার সময় নেই। এখন সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে এই সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে হবে।’
জেএসডির সিনিয়র সহসভাপতি তানিয়া রবের সভাপতিত্বে সভায় জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুরসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
বাংলাদেশের সংবিধানের চার মূলনীতি পরিবর্তন ও দ্বিকক্ষবিশিষ্ট সংসদের প্রয়োজন নেই বলে মনে করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। সংসদে সব দলের প্রতিনিধিত্ব নিশ্চিতে সংখ্যানুপাতিক পদ্ধতি প্রবর্তনের পক্ষে দলটি। অন্যদিকে সংবিধান সংস্কার-সংক্রান্ত সব প্রস্তাব বাস্তবায়ন নির্বাচিত সংসদের মাধ্যমে করার
৪ ঘণ্টা আগেচিকিৎসক জাফরুল্লাহ চৌধুরী একজন আজীবন মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি যত দিন বেঁচে ছিলেন, এ দেশের মানুষের কল্যাণে কাজ করেছেন। তিনি একটি সুন্দর গণতান্ত্রিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে সব সময় কাজ করেছেন। ফ্যাসিবাদী আমলেও তিনি সবাইকে একত্র করার চেষ্টা করেছেন। তবে ফ্যাসিস্টের পতন তিনি দেখে যেতে পারেননি।
৫ ঘণ্টা আগেজাতীয় নাগরিক পার্টির যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তি’ আগামী শুক্রবার আত্মপ্রকাশ করতে যাচ্ছে বলে জানিয়েছেন সংগঠনের সঙ্গে থাকা সংশ্লিষ্টরা। আজ মঙ্গলবার রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির সহযোগী সংগঠন এনসিপির যুব উইংয়ের আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান জাতীয় নাগরিক পার্টির (এনসিপ
৬ ঘণ্টা আগেসংবাদ সম্মেলনে আওয়ামী লীগকেও স্থায়ীভাবে নিষিদ্ধ করার এবং দলটির রাজনৈতিক নিবন্ধন বাতিলের দাবি জানায় জুলাই ঐক্য। এ ছাড়া আওয়ামী লীগের সব রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গ সংগঠনও নিষিদ্ধ করার দাবি জানানো হয়।
৯ ঘণ্টা আগে