রাসেল মাহমুদ, রূপগঞ্জ থেকে
প্রশাসন যদি নিরপেক্ষ না থাকে, তাহলে নৌকার দাপটে সবগুলো কেন্দ্রই ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেছেন তৃণমূল বিএনপির মহাসচিব ও নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সোনালি আঁশের প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার। আজ রোববার সকাল ৯টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে রূপসী নিউ মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শনে এসে নিজের নির্বাচনী আসনে ভোটের পরিবেশ সম্পর্কে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।
তৈমূর বলেন, ‘চনপাড়ায় আমাদের কোনো এজেন্টকে ঢুকতে দেওয়া হচ্ছে না। সেখানে প্রায় ১৮ হাজার ভোট। বারবার অভিযোগ করেছি, কিন্তু সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এখন আমি সংবাদ পাইলাম, সেখানে আমাদের কোনো লোকজনকে ঢুকতে দিচ্ছে না।’
তৃণমূল বিএনপির এই নেতা বলেন, ‘গত সাত দিন ধরে আপনারা দেখছেন নৌকা মার্কার প্রার্থী টাকা বিতরণ করছেন। টাকার প্রভাবে একটা নির্বাচন তো সুষ্ঠু হতে পারে না। নির্বাচন কমিশনের কাছে বারবার বলা হয়েছে, তার পরও কোনো পদক্ষেপ নেয় নাই।’
এক প্রশ্নের জবাবে তৈমূর বলেন, ‘সুষ্ঠু নির্বাচন ভেবেই আমরা নির্বাচনে এসেছি। আমরা প্রধানমন্ত্রীর কথায় বিশ্বাস করেছি। এখন যদি নির্বাচন সুষ্ঠু না হয়, এর দায়-দায়িত্ব কার ওপর বর্তায় তা দেখা যাচ্ছে। আমরা আমাদের অফিশিয়াল বক্তব্য বলব।’
তৃণমূল বিএনপির মহাসচিব বলেন, ‘চনপাড়া ছাড়া অন্যান্য জায়গায় আমার এজেন্ট রয়েছে। প্রশাসন যদি নিরপেক্ষ না থাকে, নৌকার দাপটে সব কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। আর প্রশাসন যদি নিরপেক্ষ থাকে, তবে কোনো কেন্দ্রই ঝুঁকিপূর্ণ নয়। এখন পর্যন্ত ভোটের পরিবেশ ভালো দেখছি।’
তবে সারা দেশের ভোটের পরিবেশের বিষয়ে এখনই কোনো মন্তব্য করতে চাননি তৈমূর আলম খন্দকার।
প্রশাসন যদি নিরপেক্ষ না থাকে, তাহলে নৌকার দাপটে সবগুলো কেন্দ্রই ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেছেন তৃণমূল বিএনপির মহাসচিব ও নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সোনালি আঁশের প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার। আজ রোববার সকাল ৯টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে রূপসী নিউ মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শনে এসে নিজের নির্বাচনী আসনে ভোটের পরিবেশ সম্পর্কে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।
তৈমূর বলেন, ‘চনপাড়ায় আমাদের কোনো এজেন্টকে ঢুকতে দেওয়া হচ্ছে না। সেখানে প্রায় ১৮ হাজার ভোট। বারবার অভিযোগ করেছি, কিন্তু সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এখন আমি সংবাদ পাইলাম, সেখানে আমাদের কোনো লোকজনকে ঢুকতে দিচ্ছে না।’
তৃণমূল বিএনপির এই নেতা বলেন, ‘গত সাত দিন ধরে আপনারা দেখছেন নৌকা মার্কার প্রার্থী টাকা বিতরণ করছেন। টাকার প্রভাবে একটা নির্বাচন তো সুষ্ঠু হতে পারে না। নির্বাচন কমিশনের কাছে বারবার বলা হয়েছে, তার পরও কোনো পদক্ষেপ নেয় নাই।’
এক প্রশ্নের জবাবে তৈমূর বলেন, ‘সুষ্ঠু নির্বাচন ভেবেই আমরা নির্বাচনে এসেছি। আমরা প্রধানমন্ত্রীর কথায় বিশ্বাস করেছি। এখন যদি নির্বাচন সুষ্ঠু না হয়, এর দায়-দায়িত্ব কার ওপর বর্তায় তা দেখা যাচ্ছে। আমরা আমাদের অফিশিয়াল বক্তব্য বলব।’
তৃণমূল বিএনপির মহাসচিব বলেন, ‘চনপাড়া ছাড়া অন্যান্য জায়গায় আমার এজেন্ট রয়েছে। প্রশাসন যদি নিরপেক্ষ না থাকে, নৌকার দাপটে সব কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। আর প্রশাসন যদি নিরপেক্ষ থাকে, তবে কোনো কেন্দ্রই ঝুঁকিপূর্ণ নয়। এখন পর্যন্ত ভোটের পরিবেশ ভালো দেখছি।’
তবে সারা দেশের ভোটের পরিবেশের বিষয়ে এখনই কোনো মন্তব্য করতে চাননি তৈমূর আলম খন্দকার।
জাতীয় সংসদ নির্বাচন হলে ক্ষমতার খরা কাটানোর আশাবাদী বিএনপি আগামী ডিসেম্বরে নির্বাচন দাবি করছে। দাবি আদায়ে মাঠের কর্মসূচি শুরু করেছে। করণীয় নিয়ে বিভিন্ন দলের সঙ্গে বৈঠক করছে। তবে ভোটের জন্য অপেক্ষা দীর্ঘ হলেও অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলার মতো কোনো কর্মসূচি দেবে না দলটি। কোনো সংঘাতেও জড়াবে না।
২ ঘণ্টা আগেবর্তমানে দেশে শ্রমিকসমাজ বিভিন্নভাবে অত্যাচারিত-নিপীড়িত ও নিষ্পেষিত উল্লেখ করে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময় অল্প কিছুদিনের ব্যবধানে লক্ষাধিক শ্রমিক চাকরিচ্যুত হয়েছেন। বুধবার (৩০ এপ্রিল) বিকেলে জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার..
৫ ঘণ্টা আগেআওয়ামী লীগের বিচার ও রাষ্ট্রের মৌলিক সংস্কার প্রশ্নে ঐকমত্য জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ও গণসংহতি আন্দোলনের নেতারা। একই সঙ্গে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ এবং নির্বাচনের আগে সংস্কার কীভাবে বাস্তবায়ন করা যায়, তা নিয়েও আলোচনা করেছেন তাঁরা।
৮ ঘণ্টা আগেদেশের হিন্দু সম্প্রদায়ের সদস্যদের উদ্দেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আপনারা কারও চেয়ে কম নন। আপনারা বাংলাদেশের নাগরিক। এ দেশ আপনাদের জন্মভূমি। রাজনৈতিক মত আলাদা হতে পারে, দল ভিন্ন হতে পারে, তবে অধিকার সবারই সমান। সেই অধিকার রক্ষা করতে আমরা জীবন দিতেও প্রস্তুত।’
১২ ঘণ্টা আগে