নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আলেম-ওলামাদের হয়রানি করার অভিযোগ এনেছেন হেফাজতে ইসলামের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী। তাঁর অভিযোগ বিশেষ কোনো গোষ্ঠীর ষড়যন্ত্রের শিকার হয়ে আলেমেরা নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন। এ বিষয়ে নিন্দা জানিয়ে হয়রানি বন্ধের পাশাপাশি আলেমদের নিরাপত্তার দাবি জানিয়েছেন তিনি।
বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি জানান। বিবৃতিতে হেফাজত আমির বলেন, ‘সম্প্রতি আলেমদের বিভিন্নভাবে গভীর রাতে তাদের নিজ বাড়ি থেকে বা অন্য কোন স্থান থেকে নিয়ে যাওয়া হচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। একটি স্বাধীন গণতান্ত্রিক দেশে এরূপ ঘটনা অনুচিত বলে আমরা মনে করি। একটি স্বাধীন গণতান্ত্রিক দেশে এ সকল অগণতান্ত্রিক নিয়মকে শক্ত হাতে দমন করা না গেলে দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। জনমনে ক্ষোভ ও হতাশা সৃষ্টি হতে পারে। কোন আত্মগোপনকারী শত্রু গোষ্ঠী ইসলাম ও দেশের বিরুদ্ধে সুযোগ নিতে পারে।’
জনমনে ভয়ভীতি ও আতঙ্ক সৃষ্টিকারী কায়দায় কোন আলেমকে যেন ধর পাকড় করা না হয়, সে জন্য বিবৃতিতে সরকারকে অনুরোধ জানান মুহিব্বুলাহ। এই বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, আলেম ওলামারা এ দেশের বা সরকারের শত্রু নন। অভিযুক্ত ব্যক্তি, সে যেই হোক না কেন, আইন অনুযায়ী পুলিশ হেফাজতে নিয়ে তাঁর বিচার করা হোক। কারও বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে তা যাচাই-বাছাই এবং সুষ্ঠু তদন্ত করে তার যথাযোগ্য বিচার করার সুযোগ রয়েছে।
সম্প্রতি সামাজিক মাধ্যমে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে ধর্মীয় বক্তা মুফতি কাজী ইব্রাহীম গ্রেপ্তার ও তাঁর বিরুদ্ধে মামলা হওয়ার পরে হেফাজতের পক্ষ থেকে এমন বিবৃতি এল। যদিও বিবৃতির কোথাও মুফতি ইব্রাহীমের নাম উল্লেখ করা হয়নি।
গত সোমবার দিবাগত রাতে রাজধানীর লালমাটিয়ার বাসা থেকে মুফতি ইব্রাহীমকে আটক করা হয়। পরের দিন মঙ্গলবার রাতে মোহাম্মদপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়। ওই মামলায় আদালতে পাঠানোর পর তাঁর ১০ দিনের রিমান্ড চাওয়া হয়। বুধবার মুফতি ইব্রাহীমের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এই দিন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মোহাম্মদ নোমান শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন।
কয়েক বছর ধরে মুফতি ইব্রাহীম বিতর্কিত বক্তব্য দিয়ে মানুষের কাছে পরিচিতি লাভ করেন। ধর্মীয় বক্তা হয়েও নানা বৈজ্ঞানিক বক্তব্য দেন তিনি। তবে সেসব বক্তব্যে কোনো দালিলিক প্রমাণ দিতে পারেন না। তার এসব বক্তব্যে জনমনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
মুফতি ইব্রাহীমকে আটকের বিষয়ে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের যুগ্ম-কমিশনার হারুন-অর-রশিদ বলেন, করোনাভাইরাসের টিকা আবিষ্কারের সূত্র দেওয়া থেকে শুরু করে বিজ্ঞানসহ নানা বিষয়ে ওয়াজ করেছেন তিনি। করোনাভাইরাসের টিকা দেওয়ার কারণে নারীর দাঁড়ি গজাচ্ছে, পুরুষের কণ্ঠ পাল্টে নারীকণ্ঠ হচ্ছে। আবার আইনশৃঙ্খলা বাহিনীর নিয়েও নানা মন্তব্য করেছেন।
পুলিশ কর্মকর্তারা বলছেন, ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ এর এজেন্ট, হিন্দুস্তানের দালাল, করোনা টিকা নিয়ে অপপ্রচার, জন্মনিয়ন্ত্রণ হারামসহ বিভিন্ন উসকানিমূলক বক্তব্য দিয়ে আলোচনায় আসেন মুফতি কাজী ইব্রাহীম। তাঁর এমন উসকানিমূলক বক্তব্যের পেছনে অন্য কারও ইন্ধন আছে কিনা জানতে চান তারা।
আলেম-ওলামাদের হয়রানি করার অভিযোগ এনেছেন হেফাজতে ইসলামের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী। তাঁর অভিযোগ বিশেষ কোনো গোষ্ঠীর ষড়যন্ত্রের শিকার হয়ে আলেমেরা নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন। এ বিষয়ে নিন্দা জানিয়ে হয়রানি বন্ধের পাশাপাশি আলেমদের নিরাপত্তার দাবি জানিয়েছেন তিনি।
বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি জানান। বিবৃতিতে হেফাজত আমির বলেন, ‘সম্প্রতি আলেমদের বিভিন্নভাবে গভীর রাতে তাদের নিজ বাড়ি থেকে বা অন্য কোন স্থান থেকে নিয়ে যাওয়া হচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। একটি স্বাধীন গণতান্ত্রিক দেশে এরূপ ঘটনা অনুচিত বলে আমরা মনে করি। একটি স্বাধীন গণতান্ত্রিক দেশে এ সকল অগণতান্ত্রিক নিয়মকে শক্ত হাতে দমন করা না গেলে দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। জনমনে ক্ষোভ ও হতাশা সৃষ্টি হতে পারে। কোন আত্মগোপনকারী শত্রু গোষ্ঠী ইসলাম ও দেশের বিরুদ্ধে সুযোগ নিতে পারে।’
জনমনে ভয়ভীতি ও আতঙ্ক সৃষ্টিকারী কায়দায় কোন আলেমকে যেন ধর পাকড় করা না হয়, সে জন্য বিবৃতিতে সরকারকে অনুরোধ জানান মুহিব্বুলাহ। এই বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, আলেম ওলামারা এ দেশের বা সরকারের শত্রু নন। অভিযুক্ত ব্যক্তি, সে যেই হোক না কেন, আইন অনুযায়ী পুলিশ হেফাজতে নিয়ে তাঁর বিচার করা হোক। কারও বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে তা যাচাই-বাছাই এবং সুষ্ঠু তদন্ত করে তার যথাযোগ্য বিচার করার সুযোগ রয়েছে।
সম্প্রতি সামাজিক মাধ্যমে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে ধর্মীয় বক্তা মুফতি কাজী ইব্রাহীম গ্রেপ্তার ও তাঁর বিরুদ্ধে মামলা হওয়ার পরে হেফাজতের পক্ষ থেকে এমন বিবৃতি এল। যদিও বিবৃতির কোথাও মুফতি ইব্রাহীমের নাম উল্লেখ করা হয়নি।
গত সোমবার দিবাগত রাতে রাজধানীর লালমাটিয়ার বাসা থেকে মুফতি ইব্রাহীমকে আটক করা হয়। পরের দিন মঙ্গলবার রাতে মোহাম্মদপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়। ওই মামলায় আদালতে পাঠানোর পর তাঁর ১০ দিনের রিমান্ড চাওয়া হয়। বুধবার মুফতি ইব্রাহীমের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এই দিন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মোহাম্মদ নোমান শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন।
কয়েক বছর ধরে মুফতি ইব্রাহীম বিতর্কিত বক্তব্য দিয়ে মানুষের কাছে পরিচিতি লাভ করেন। ধর্মীয় বক্তা হয়েও নানা বৈজ্ঞানিক বক্তব্য দেন তিনি। তবে সেসব বক্তব্যে কোনো দালিলিক প্রমাণ দিতে পারেন না। তার এসব বক্তব্যে জনমনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
মুফতি ইব্রাহীমকে আটকের বিষয়ে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের যুগ্ম-কমিশনার হারুন-অর-রশিদ বলেন, করোনাভাইরাসের টিকা আবিষ্কারের সূত্র দেওয়া থেকে শুরু করে বিজ্ঞানসহ নানা বিষয়ে ওয়াজ করেছেন তিনি। করোনাভাইরাসের টিকা দেওয়ার কারণে নারীর দাঁড়ি গজাচ্ছে, পুরুষের কণ্ঠ পাল্টে নারীকণ্ঠ হচ্ছে। আবার আইনশৃঙ্খলা বাহিনীর নিয়েও নানা মন্তব্য করেছেন।
পুলিশ কর্মকর্তারা বলছেন, ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ এর এজেন্ট, হিন্দুস্তানের দালাল, করোনা টিকা নিয়ে অপপ্রচার, জন্মনিয়ন্ত্রণ হারামসহ বিভিন্ন উসকানিমূলক বক্তব্য দিয়ে আলোচনায় আসেন মুফতি কাজী ইব্রাহীম। তাঁর এমন উসকানিমূলক বক্তব্যের পেছনে অন্য কারও ইন্ধন আছে কিনা জানতে চান তারা।
আওয়ামী লীগের বিচার ও রাষ্ট্রের মৌলিক সংস্কার প্রশ্নে ঐকমত্য জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ও গণসংহতি আন্দোলনের নেতারা। একই সঙ্গে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ এবং নির্বাচনের আগে সংস্কার কীভাবে বাস্তবায়ন করা যায়, তা নিয়েও আলোচনা করেছেন তাঁরা।
১৬ মিনিট আগেদেশের হিন্দু সম্প্রদায়ের সদস্যদের উদ্দেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আপনারা কারও চেয়ে কম নন। আপনারা বাংলাদেশের নাগরিক। এ দেশ আপনাদের জন্মভূমি। রাজনৈতিক মত আলাদা হতে পারে, দল ভিন্ন হতে পারে, তবে অধিকার সবারই সমান। সেই অধিকার রক্ষা করতে আমরা জীবন দিতেও প্রস্তুত।’
৪ ঘণ্টা আগেবিএনপি রাষ্ট্রক্ষমতায় না আসা পর্যন্ত ভাত খাওয়া থেকে বিরত থাকার প্রতিজ্ঞায় অটল নিজাম উদ্দিন অসুস্থ হয়ে পড়েছেন। গুরুতর অসুস্থ বিএনপির এই সমর্থকের খোঁজ নিতে বলেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
১ দিন আগেঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদ-সংক্রান্ত মামলা ‘ইশরাক হোসেন বনাম শেখ ফজলে নূর তাপস গং’-এর রায় এবং এ প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি বলছে, এ মামলার বিচারপ্রক্রিয়া ও কমিশনের আচরণ প্রশ্নবিদ্ধ এবং তা নির্বাচন ব্যবস্থার নিরপেক্ষতা
১ দিন আগে