নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে আজ (সোমবার) বিকেলে রাজধানীর আমিনবাজারে বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু গতকাল (রোববার) রাতে সাভার থানার ওসির নেতৃত্বে মঞ্চ ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ করেছেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায়। এ কারণে আজকের সমাবেশ স্থগিত করে আগামীকাল মঙ্গলবার একই স্থানে অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছেন তিনি।
তবে এ অভিযোগকে ভিত্তিহীন দাবি করেছেন সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
ঢাকা জেলা বিএনপির নেত্রী নিপুণ রায় গণমাধ্যমকে জানান, সোমবার দিবাগত রাত দেড়টার দিকে আমিনবাজারে চিশতি ফিলিং স্টেশনসংলগ্ন সমাবেশের জন্য তৈরি করা মঞ্চ ভাঙচুর করা হয়েছে।
তিনি অভিযোগ করে বলেন, ‘সাভার থানার ওসি রাত দেড়টার দিকে আমাকে ফোন করে বলেন, আপনারা আগামীকাল সমাবেশ করতে পারবেন না, আমরা সমাবেশের মঞ্চ ভেঙে দিচ্ছি। আমি ওসিকে জিজ্ঞেস করলাম রাত ১০টার দিকে পুলিশ গিয়ে মঞ্চ তৈরির স্থান পরিদর্শন করেছে। তখন তো পুলিশ কিছু জানায়নি। রাত দেড়টার দিকে কেন মঞ্চ ভেঙে দেওয়ার কথা বলছেন। তখন ওসি বলেন, আওয়ামী লীগ সমাবেশ করতে পারেনি, আপনারাও এখানে সমাবেশ করতে পারবেন না।’
আগামীকাল একই স্থানে সমাবেশ অনুষ্ঠিত হবে জানিয়ে নিপুণ রায় বলেন, ‘আমিনবাজারের আজকের সমাবেশ স্থগিত করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার একই স্থানে আমরা সমাবেশটি করব।’
এদিকে নিপুণ রায়ের অভিযোগকে সম্পূর্ণ অস্বীকার করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা। পুলিশ বিএনপির সমাবেশের মঞ্চ ভাঙেনি জানিয়ে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এ রকম কোনো ঘটনা ঘটেনি। পুলিশ মঞ্চ ভেঙেছে এটা সম্পূর্ণ মিথ্যা কথা, ভিত্তিহীন।’
রাতে বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায়ের সঙ্গে কথা হয়েছে কি না, জানতে চাইলে এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘তাঁর সঙ্গে জীবনেও আমার কোনো দিন কথা হয়নি।’
তাহলে সমাবেশের মঞ্চ কারা ভেঙেছে, এ বিষয়ে পুলিশ কিছু জানেন কি না জানতে চাইলে দীপক চন্দ্র সাহা আজকের পত্রিকাকে বলেন, ‘বিএনপির সমাবেশের মঞ্চসংক্রান্ত কোনো কিছুই আমরা জানি না। এ বিষয়ে কেউ আমাদের কাছে কোনো অভিযোগও জানায়নি।’
আগামীকাল একই স্থানে সমাবেশ করবে বিএনপি, এ ক্ষেত্রে পুলিশের অবস্থান কী হবে? এমন প্রশ্নে সাভার থানার ওসি বলেন, ‘এটা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা যাঁরা আছেন তাঁরা দেখবেন।’
সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে আজ (সোমবার) বিকেলে রাজধানীর আমিনবাজারে বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু গতকাল (রোববার) রাতে সাভার থানার ওসির নেতৃত্বে মঞ্চ ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ করেছেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায়। এ কারণে আজকের সমাবেশ স্থগিত করে আগামীকাল মঙ্গলবার একই স্থানে অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছেন তিনি।
তবে এ অভিযোগকে ভিত্তিহীন দাবি করেছেন সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
ঢাকা জেলা বিএনপির নেত্রী নিপুণ রায় গণমাধ্যমকে জানান, সোমবার দিবাগত রাত দেড়টার দিকে আমিনবাজারে চিশতি ফিলিং স্টেশনসংলগ্ন সমাবেশের জন্য তৈরি করা মঞ্চ ভাঙচুর করা হয়েছে।
তিনি অভিযোগ করে বলেন, ‘সাভার থানার ওসি রাত দেড়টার দিকে আমাকে ফোন করে বলেন, আপনারা আগামীকাল সমাবেশ করতে পারবেন না, আমরা সমাবেশের মঞ্চ ভেঙে দিচ্ছি। আমি ওসিকে জিজ্ঞেস করলাম রাত ১০টার দিকে পুলিশ গিয়ে মঞ্চ তৈরির স্থান পরিদর্শন করেছে। তখন তো পুলিশ কিছু জানায়নি। রাত দেড়টার দিকে কেন মঞ্চ ভেঙে দেওয়ার কথা বলছেন। তখন ওসি বলেন, আওয়ামী লীগ সমাবেশ করতে পারেনি, আপনারাও এখানে সমাবেশ করতে পারবেন না।’
আগামীকাল একই স্থানে সমাবেশ অনুষ্ঠিত হবে জানিয়ে নিপুণ রায় বলেন, ‘আমিনবাজারের আজকের সমাবেশ স্থগিত করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার একই স্থানে আমরা সমাবেশটি করব।’
এদিকে নিপুণ রায়ের অভিযোগকে সম্পূর্ণ অস্বীকার করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা। পুলিশ বিএনপির সমাবেশের মঞ্চ ভাঙেনি জানিয়ে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এ রকম কোনো ঘটনা ঘটেনি। পুলিশ মঞ্চ ভেঙেছে এটা সম্পূর্ণ মিথ্যা কথা, ভিত্তিহীন।’
রাতে বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায়ের সঙ্গে কথা হয়েছে কি না, জানতে চাইলে এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘তাঁর সঙ্গে জীবনেও আমার কোনো দিন কথা হয়নি।’
তাহলে সমাবেশের মঞ্চ কারা ভেঙেছে, এ বিষয়ে পুলিশ কিছু জানেন কি না জানতে চাইলে দীপক চন্দ্র সাহা আজকের পত্রিকাকে বলেন, ‘বিএনপির সমাবেশের মঞ্চসংক্রান্ত কোনো কিছুই আমরা জানি না। এ বিষয়ে কেউ আমাদের কাছে কোনো অভিযোগও জানায়নি।’
আগামীকাল একই স্থানে সমাবেশ করবে বিএনপি, এ ক্ষেত্রে পুলিশের অবস্থান কী হবে? এমন প্রশ্নে সাভার থানার ওসি বলেন, ‘এটা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা যাঁরা আছেন তাঁরা দেখবেন।’
শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগ নেতাদের বড় একটি অংশ ভারতে আশ্রয় নিয়েছেন। কলকাতার নিউটাউনে বসে তাঁরা এখন আয়েশ ও নানা কর্মকান্ড করছেন। এ লক্ষ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল থেকে শুরু করে বিভিন্ন সাবেক সংসদ সদস্য প্রতিদিন অনলাইন বৈঠক ও রাজনৈতিক পরিকল্পনায় ব্যস্ত।
৫ ঘণ্টা আগেআজ বুধবার বিকেলে ফেনী শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ইসলামী আন্দোলনের গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করীম এসব কথা বলেন। প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, সব গণহত্যার বিচার ও সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচনের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে ইসলামী আন্দোলন ও সহযোগী সংগঠনের জেলা
৫ ঘণ্টা আগেআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খোলা মাঠে ভোট গ্রহণ চায় আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। একই সঙ্গে নির্বাচনী দায়িত্বে ভোটার নয় এমন স্কুল ছাত্রদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছে দলটি।
৬ ঘণ্টা আগেজাতীয় নাগরিক পার্টিসহ ইসলামপন্থী বিভিন্ন রাজনৈতিক দলের আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচনের দাবিকে ‘অযৌক্তিক’ বলে মনে করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি প্রশ্ন তুলেছেন, পিআর পদ্ধতি সম্পর্কে জনগণ আদৌ কিছু জানেন কি না। এ বিষয়ে তাঁরা কতটা
৬ ঘণ্টা আগে