Ajker Patrika

টিকটকে অ্যাকাউন্ট খুলল আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
টিকটকে অ্যাকাউন্ট খুলল আওয়ামী লীগ

দলের বিরুদ্ধে ‘গুজব ঠেকাতে’ শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটকে অ্যাকাউন্ট খুলেছে আওয়ামী লীগ। আজ শুক্রবার দুপুরে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি পোস্ট দেওয়া হয়। সেখানে বলা হয়, ‘বাংলাদেশ আওয়ামী লীগের টিকটক অ্যাকাউন্ট ফলো করুন। একই সঙ্গে বন্ধুদের ইনভাইটেশন (আমন্ত্রণ) দিন।’

জানানো হয়েছে, এই টিকটক অ্যাকাউন্ট পরিচালনা করবে আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)।

দলীয় সূত্রে জানা গেছে, শর্ট ভিডিও শেয়ারের প্ল্যাটফর্ম টিকটকে বিনোদনের জন্য নানা রকম ভিডিও রয়েছে। বছরখানেক ধরে রাজনৈতিক কনটেন্টও শেয়ার করা হচ্ছে। এতে সরকারের বিরুদ্ধে নানা গুজব ও অপপ্রচার করা হচ্ছে বলে মনে করছে আওয়ামী লীগ। সেগুলোর জবাব দেওয়ার জন্যই দলের পক্ষ থেকে টিকটক অ্যাকাউন্ট খোলা হয়েছে। এই অ্যাকাউন্টে রাজনৈতিক বক্তব্য, উন্নয়নমূলক গান, কবিতার মাধ্যমে প্রচার-প্রচারণা চালানো হবে।

এ ব্যাপারে জানতে চাইলে সিআরআইয়ের সমন্বয়ক তন্ময় আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘টিকটকের প্রধান ভিউয়ার হচ্ছে দেশের টিএনজারেরা। তাদের কাছে আওয়ামী লীগের বার্তা দেওয়ার জন্য এ অ্যাকাউন্টটা আমরা করেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেনাবাহিনীকে আরেকটি প্রক্সি ওয়ারে জড়াতে চায়: ফরহাদ মজহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত