Ajker Patrika

ক্ষমতার লোভে বিনা ভোটে রাষ্ট্রপতি নির্বাচন করা হয়েছে: মান্না

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৮: ৪২
ক্ষমতার লোভে বিনা ভোটে রাষ্ট্রপতি নির্বাচন করা হয়েছে: মান্না

ক্ষমতার লোভে বিনা ভোটে রাষ্ট্রপতি নির্বাচন করা হয়েছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

আজ বৃহস্পতিবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে ‘নির্ভয়ে কথা বলবার এবং ভোট দেবার অধিকার চাই মানবাধিকার, গণতন্ত্র এবং বাংলাদেশ’ শীর্ষক এক সংলাপের আয়োজন করে নাগরিক ঐক্য। সেখানে সমাপনী বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘রাষ্ট্রপতি কি নির্বাচিত? যিনি হচ্ছেন! উনি সিলেক্টেট, ওপেন! সরকারি দল বলেছে, আগামীতে কে রাষ্ট্রপতি হবে, সেটা শেখ হাসিনা ঠিক করবে। এর মধ্যে কোনো নির্বাচনের কথা আছে? ন্যূনতম যে ভদ্রতাবোধ, ন্যূনতম যে নাটকও করেন তিনি (শেখ হাসিনা) সেই নাটক করারও দরকার বোধ করেননি। এটার অফিশিয়াল প্রফিট কী?’ 

নাগরিক ঐক্যের সভাপতি বলেন, ‘ওনারা যাকে চাইবেন, তিনি হবেন। যে দলের সংখ্যাগরিষ্ঠ একটা সংসদ আছে, তাঁদের বাইরে তো হওয়ার সুযোগ নাই। তার জন্য একটা ন্যূনতম সৌন্দর্য রাখতে পারতেন। তা-ও রাখলেন না। নাচতে নামলে ঘোমটার দরকার কী? অতএব ক্ষমতায় থাকার জন্য আগামী নির্বাচনকে এই রকম ঘোমটা ছাড়া সারা দেশের লোকজনকে নেচে দেখাবেন। কীভাবে ওনারা ক্ষমতায় যেতে পারেন।’

সংলাপে অংশ নেওয়া বক্তাদের মধ্যে ছিলেন বরেণ্য সাংবাদিক ও কলামিস্ট সোহরাব হাসান। দেশ স্বাধীন হয়েছে ৫১ বছর, কিন্তু রাজনৈতিকভাবে কোনো একটি দল ভোটের অধিকার দিতে পারেনি বলে মন্তব্য করেন তিনি। বরেণ্য এই সাংবাদিক বলেন, ‘সরকারি দল বিদেশিদের ওপর নির্ভরশীল, কিন্তু যারা বিরোধী দল তারাও যেন বিদেশিদের ওপর নির্ভরশীল না হয়। বিদেশিরা কীভাবে কথা বলছেন, কতটা সরকারের প্রতি বিরূপ-রুষ্ট হচ্ছেন—এটা দেখে আপনারা খুব বেশি আগাতে পারবেন না। জনগণের জন্য, জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করতে হবে এবং সে আন্দোলনের ফসল জনগণকে তুলে দিতে হবে।’ 

এই সংলাপে অনলাইনে যুক্ত হন মানবাধিকার কর্মী নূর খান লিটন। দেশে পুলিশি হেফাজতে থেকে আসামি হত্যা, মিথ্যা মামলা ও খুন, হত্যাসহ বিরোধী মত দমন করা হচ্ছে বলে মনে করে তিনি।

এ ছাড়া সংলাপে অংশ নেন নাগরিক ঐক্যের বিভিন্ন স্তরের নেতারা। তাঁরা বলেন, দেশ একটি মহাসংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এই সংকট থেকে বাঁচতে বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করতে হবে। এ জন্য চলমান যুগপৎ আন্দোলন খুব বেশি কার্যকর ভূমিকা রাখতে পারবে না। এখন দরকার ঐক্যবদ্ধ আন্দোলন। এক দফা দাবির এই আন্দোলনের সবাই লড়বে সরকারের পতন করার জন্য।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত