Ajker Patrika

‘সেকেন্ড রিপাবলিক’ জাতিকে বিভক্ত করার অছিলা: মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা            
আপডেট : ০২ মার্চ ২০২৫, ১৯: ৪৯
রমজানের প্রথম দিনে আলেম ওলামা ও এতিমদের সঙ্গে ইফতার বিএনপি নেতাদের ইফতার, ভার্চুয়ালি যুক্ত ছিলেন তারেক রহমান। ছবি: আজকের পত্রিকা
রমজানের প্রথম দিনে আলেম ওলামা ও এতিমদের সঙ্গে ইফতার বিএনপি নেতাদের ইফতার, ভার্চুয়ালি যুক্ত ছিলেন তারেক রহমান। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশে নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির ‘সেকেন্ড রিপাবলিক’-এর ধারণা এ জাতিকে বিভক্ত করার অছিলা বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আজ রোববার রমজানের প্রথম দিনে আলেম, ওলামা ও এতিমদের সঙ্গে ইফতার আয়োজনে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি। ইফতার মাহফিলে বিএনপির আরও নেতা-কর্মীদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মির্জা আব্বাস বলেন, ‘বিএনপির সঙ্গে আলেম-ওলামাদের দূরত্ব তৈরিতে দেশে-বিদেশে একশ্রেণির লোকজন ষড়যন্ত্র করছে। এ বিষয়ে সতর্ক থাকতে হবে।’

এ সময় নতুন দলের সেকেন্ড রিপাবলিকের ধারণা প্রসঙ্গে তিনি বলেন, ‘সেকেন্ড রিপাবলিক আমি বুঝি নাই। যেকোনো একটা অছিলা ধরে জাতিকে বিভক্ত করার চেষ্টা চলছে। সবাইকে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে।’

ছবি: আজকের পত্রিকা
ছবি: আজকের পত্রিকা

অনুষ্ঠানে ইফতারের আগমুহূর্তে বিদায়ের আগে দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানান তারেক রহমান। ইফতার অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও দেশবাসীর কাছে তাঁর মা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য দোয়া প্রার্থনা করেন তারেক রহমান। একই সঙ্গে দেশ ও দেশের মানুষের কল্যাণ এবং গণতন্ত্রের জন্যও দোয়া প্রার্থনা করেন।

ইফতার মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদসহ অনেকে অংশ নেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত