নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন ছাত্রদল ও জাসাসের সাবেক নেত্রী শেখ রুনা। ছাত্রজীবনে খুলনা মহিলা কলেজ ছাত্রদলের এজিএস ছিলেন তিনি, পরে ইডেন কলেজে পড়াকালীন কলেজ ছাত্রদলের আহ্বায়ক ছিলেন। সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার ফলে বিশ্ববিদ্যালয় জীবন শেষে জাসাসের কেন্দ্রীয় কমিটির নাট্যবিষয়ক সম্পাদকের দায়িত্বও পালন করেছেন।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর বনানীর জাপা চেয়ারম্যানের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে জাপায় যোগ দেন তিনি। তবে গত জাতীয় নির্বাচনের আগে থেকে জাপার বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত ছিলেন এই প্রযোজক, নাট্য পরিচালক এবং অভিনেত্রী। তাঁকে জাপায় বরণ করে নেন দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু।
জাপায় যোগদানের বিষয়ে শেখ রুনা বলেন, ‘এরশাদ সাহেব এবং জাতীয় পার্টির প্রতি আমার একটা ভালোবাসার জায়গা ছিল। আমি অনেক আগে থেকেই এই দলে যুক্ত হতে চেয়েছিলাম কিন্তু কোনো মাধ্যম পাইনি।’
বিএনপি প্রসঙ্গে শেখ রুনা বলেন, ‘বিএনপি যা মুখে বলে তা করতে পারছে না। কোনো আন্দোলনই তারা দাঁড় করাতে পারেনি। বিএনপির কথা এবং কাজের সঙ্গে কোনো মিল নেই। তাদের নেতৃত্বের মধ্যেই কোনো মিল নেই। তারা নিজেরাই নিজেদের মধ্যে দ্বিধান্বিত। বিএনপির কেউ কারও কমান্ড মানে না।’
এর আগে মুজিবুল হক চুন্নু বলেন, স্বাধীনতার পর থেকে অনুষ্ঠিত ১২টি জাতীয় নির্বাচন নিয়েই প্রশ্ন উঠেছে। যারা হেরে গেছে তারাই নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে। বর্তমান ব্যবস্থায় শতভাগ নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব নয় বলে জানান তিনি।
এ সময় তিনি সংখ্যানুপাতিক নির্বাচনের দাবি জানান। তিনি বলেন, আনুপাতিক হারে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়া সম্ভব। ভোট হবে দলীয় প্রতীকে। যে দল যত ভাগ ভোট পাবে, তারা শতকরা তত ভাগ এমপি পাবে। এই ব্যবস্থায় কারচুপি করা যায় না তাই আওয়ামী লীগ ও বিএনপি আনুপাতিক হারে নির্বাচন চায় না।’
নির্বাচন কমিশনের প্রয়োজনীয় ক্ষমতা নেই উল্লেখ করে চুন্নু বলেন, ‘আইনে লেখা আছে নির্বাচনকালীন সময়ে নির্বাচনসংশ্লিষ্ট সকলে নির্বাচন কমিশনের কথা মানতে বাধ্য। কিন্তু নির্বাচন কমিশনের কথা না শুনলে কী হবে তা লেখা নেই। তাই নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নিতে পারে না।’
শেখ রুনার সঙ্গে অর্ধশতাধিক বিভিন্ন পেশাজীবী নেতা জাপায় যোগ দিয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন মো. রুহুল আমিন, মো. নজরুল ইসলাম, মো. ইয়াসির আরাফাত, মো. তামিম বীন সিদ্দিক, মো. অসিন, মো. মিজানুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাপা চেয়ারম্যানের উপদেষ্টা মো. খলিলুর রহমান খলিল, ভাইস চেয়ারম্যান মো. জসীম উদ্দিন ভূঁইয়া, সম্পাদকমণ্ডলীর সদস্য হুমায়ুন খান প্রমুখ।
গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন ছাত্রদল ও জাসাসের সাবেক নেত্রী শেখ রুনা। ছাত্রজীবনে খুলনা মহিলা কলেজ ছাত্রদলের এজিএস ছিলেন তিনি, পরে ইডেন কলেজে পড়াকালীন কলেজ ছাত্রদলের আহ্বায়ক ছিলেন। সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার ফলে বিশ্ববিদ্যালয় জীবন শেষে জাসাসের কেন্দ্রীয় কমিটির নাট্যবিষয়ক সম্পাদকের দায়িত্বও পালন করেছেন।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর বনানীর জাপা চেয়ারম্যানের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে জাপায় যোগ দেন তিনি। তবে গত জাতীয় নির্বাচনের আগে থেকে জাপার বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত ছিলেন এই প্রযোজক, নাট্য পরিচালক এবং অভিনেত্রী। তাঁকে জাপায় বরণ করে নেন দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু।
জাপায় যোগদানের বিষয়ে শেখ রুনা বলেন, ‘এরশাদ সাহেব এবং জাতীয় পার্টির প্রতি আমার একটা ভালোবাসার জায়গা ছিল। আমি অনেক আগে থেকেই এই দলে যুক্ত হতে চেয়েছিলাম কিন্তু কোনো মাধ্যম পাইনি।’
বিএনপি প্রসঙ্গে শেখ রুনা বলেন, ‘বিএনপি যা মুখে বলে তা করতে পারছে না। কোনো আন্দোলনই তারা দাঁড় করাতে পারেনি। বিএনপির কথা এবং কাজের সঙ্গে কোনো মিল নেই। তাদের নেতৃত্বের মধ্যেই কোনো মিল নেই। তারা নিজেরাই নিজেদের মধ্যে দ্বিধান্বিত। বিএনপির কেউ কারও কমান্ড মানে না।’
এর আগে মুজিবুল হক চুন্নু বলেন, স্বাধীনতার পর থেকে অনুষ্ঠিত ১২টি জাতীয় নির্বাচন নিয়েই প্রশ্ন উঠেছে। যারা হেরে গেছে তারাই নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে। বর্তমান ব্যবস্থায় শতভাগ নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব নয় বলে জানান তিনি।
এ সময় তিনি সংখ্যানুপাতিক নির্বাচনের দাবি জানান। তিনি বলেন, আনুপাতিক হারে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়া সম্ভব। ভোট হবে দলীয় প্রতীকে। যে দল যত ভাগ ভোট পাবে, তারা শতকরা তত ভাগ এমপি পাবে। এই ব্যবস্থায় কারচুপি করা যায় না তাই আওয়ামী লীগ ও বিএনপি আনুপাতিক হারে নির্বাচন চায় না।’
নির্বাচন কমিশনের প্রয়োজনীয় ক্ষমতা নেই উল্লেখ করে চুন্নু বলেন, ‘আইনে লেখা আছে নির্বাচনকালীন সময়ে নির্বাচনসংশ্লিষ্ট সকলে নির্বাচন কমিশনের কথা মানতে বাধ্য। কিন্তু নির্বাচন কমিশনের কথা না শুনলে কী হবে তা লেখা নেই। তাই নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নিতে পারে না।’
শেখ রুনার সঙ্গে অর্ধশতাধিক বিভিন্ন পেশাজীবী নেতা জাপায় যোগ দিয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন মো. রুহুল আমিন, মো. নজরুল ইসলাম, মো. ইয়াসির আরাফাত, মো. তামিম বীন সিদ্দিক, মো. অসিন, মো. মিজানুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাপা চেয়ারম্যানের উপদেষ্টা মো. খলিলুর রহমান খলিল, ভাইস চেয়ারম্যান মো. জসীম উদ্দিন ভূঁইয়া, সম্পাদকমণ্ডলীর সদস্য হুমায়ুন খান প্রমুখ।
জাতীয় সংসদ নির্বাচন হলে ক্ষমতার খরা কাটানোর আশাবাদী বিএনপি আগামী ডিসেম্বরে নির্বাচন দাবি করছে। দাবি আদায়ে মাঠের কর্মসূচি শুরু করেছে। করণীয় নিয়ে বিভিন্ন দলের সঙ্গে বৈঠক করছে। তবে ভোটের জন্য অপেক্ষা দীর্ঘ হলেও অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলার মতো কোনো কর্মসূচি দেবে না দলটি। কোনো সংঘাতেও জড়াবে না।
৬ ঘণ্টা আগেবর্তমানে দেশে শ্রমিকসমাজ বিভিন্নভাবে অত্যাচারিত-নিপীড়িত ও নিষ্পেষিত উল্লেখ করে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময় অল্প কিছুদিনের ব্যবধানে লক্ষাধিক শ্রমিক চাকরিচ্যুত হয়েছেন। বুধবার (৩০ এপ্রিল) বিকেলে জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার..
৯ ঘণ্টা আগেআওয়ামী লীগের বিচার ও রাষ্ট্রের মৌলিক সংস্কার প্রশ্নে ঐকমত্য জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ও গণসংহতি আন্দোলনের নেতারা। একই সঙ্গে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ এবং নির্বাচনের আগে সংস্কার কীভাবে বাস্তবায়ন করা যায়, তা নিয়েও আলোচনা করেছেন তাঁরা।
১২ ঘণ্টা আগেদেশের হিন্দু সম্প্রদায়ের সদস্যদের উদ্দেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আপনারা কারও চেয়ে কম নন। আপনারা বাংলাদেশের নাগরিক। এ দেশ আপনাদের জন্মভূমি। রাজনৈতিক মত আলাদা হতে পারে, দল ভিন্ন হতে পারে, তবে অধিকার সবারই সমান। সেই অধিকার রক্ষা করতে আমরা জীবন দিতেও প্রস্তুত।’
১৬ ঘণ্টা আগে