Ajker Patrika

ঈদের পর দুই দিনের সফরে গোপালগঞ্জে যাচ্ছেন শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৭ জুন ২০২৩, ১৫: ৫১
ঈদের পর দুই দিনের সফরে গোপালগঞ্জে যাচ্ছেন শেখ হাসিনা

দুই দিনের সফরে গোপালগঞ্জে যাচ্ছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরকালে তিনি নির্বাচনী এলাকা টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মী ও সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময় করবেন বলে জানা গেছে। আগামী ১ জুলাই সড়কপথে প্রধানমন্ত্রীর গোপালগঞ্জে যাওয়ার কথা রয়েছে। সফর শেষে ২ জুলাই তিনি ঢাকায় ফিরবেন। 

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম আজকের পত্রিকাকে বলেন, প্রধানমন্ত্রী সব সময় নিজ নির্বাচনী এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ রাখেন। তিনি যেমন দেশের মানুষের অভাব-অভিযোগের কথা শোনেন, সেই সঙ্গে তাঁর এলাকার মানুষের অভাব-অভিযোগও শোনেন। সেই কাজের অংশ হিসেবে ঈদের পর প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় যাবেন। 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী আসন। রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকলেও তাঁর একজন প্রতিনিধি এলাকার বিভিন্ন কাজের দেখভাল করে থাকেন। তবে প্রধানমন্ত্রীও নিয়মিত এলাকার বিষয়ে খোঁজ-খবর রাখেন। চলতি বছর একাধিকবার তিনি টুঙ্গিপাড়ায় সফরে গিয়েছেন। সেখানে নিজ বাসভবনে রাতযাপন করেন। পাশাপাশি স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। 

প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রী মাঝেমধ্যে নিজ এলাকায় যান। সেখানে মানুষের সঙ্গে দেখা করেন, কথাবার্তা বলেন। তাঁদের অভাব-অভিযোগ শোনেন। এবারও তিনি সেটাই করবেন। 

চলতি বছরের জানুয়ারিতে ব্যক্তিগত সফরে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় গিয়েছিলেন। পরে ওই সময় তিনি খুলনায়ও গিয়েছিলেন। এরপর ফেব্রুয়ারি মাসেও দুই দিনের সফরে টুঙ্গিপাড়ায় গিয়েছিলেন। সেখানে তিনি কোটালিপাড়ায় এক জনসভায় বক্তব্য রাখেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দনবাস চান পুতিন—ন্যাটো তো নয়ই, পশ্চিমা সেনাও থাকবে না ইউক্রেনে

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সেবা বন্ধের ঘোষণা

তথ্য যাচাইয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন—ইউটিউব চ্যানেলে সিইসির বার্তা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত