নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সরকারের বিরুদ্ধে ‘গণ-অভ্যুত্থান’ সৃষ্টি করতে নেতা-কর্মীদের সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য খন্দকার মোশাররফ হোসেন। আজ বুধবার বিকেলে ঢাকা মহানগর উত্তর বিএনপির পদযাত্রা শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ আহ্বান জানান।
খন্দকার মোশাররফ বলেন, ‘যে সংকট সামনে এই সংকটের ফয়সালা করতে হলে রাজপথেই করতে হবে। রাজপথে ফয়সালা করার জন্য আপনারা প্রস্তুতি গ্রহণ করুন। আমরা গণতান্ত্রিকভাবে আন্দোলন করে জনগণের মধ্যে ইস্পাতকঠিন ঐক্য গড়ে এই সরকারকে বিদায় করব-এটাই আমাদের শপথ।’
মোশাররফ বলেন, নব্বইয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ছাত্র-গণ-অভ্যুত্থানের মাধ্যমে এরশাদকে বিদায় করা হয়েছিল। পাকিস্তান আমলে আইয়ুব খানের মতো স্বৈরাচারকে এ দেশের মানুষ গণ-আন্দোলন করে বিদায় করেছে। এই সরকারকে বিদায় করতেও গণ-অভ্যুত্থানের কোনো বিকল্প নাই।’
বাংলাদেশে ছয় দেশের কূটনীতিকের ‘বাড়তি নিরাপত্তা’ প্রত্যাহার প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘গত ৫১ বছরে বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটেনি। তার অর্থ হচ্ছে, এই সরকার কূটনৈতিক ক্ষেত্রেও চরমভাবে ব্যর্থ হয়ে তারা আজকে পাগলের মতো আচরণ করছে। দেশে-বিদেশে আর এই সরকারের কোনো সমর্থন নেই, ক্ষমতা নেই।’
রাজধানীর উত্তর বাড্ডার শাহজাদপুর সুবাস্ত টাওয়ারের সামনে সমাবেশ শেষে পদযাত্রা শুরু হয়। পদযাত্রাটি মালিবাগের আবুল হোটেলের মোড়ে গিয়ে শেষ হয়। দুপুর ২টায় পদযাত্রা শুরুর কথা থাকলেও শুরু হয় সাড়ে তিনটার দিকে। এর আগে ৩টা থেকে সমাবেশ শুরু হয়। যদিও নেতা-কর্মীরা নির্ধারিত সময়ের অনেক আগে থেকেই সুবাস্তু টাওয়ারের সামনে জড়ো হন। এই কর্মসূচির জমায়েতকে ঘিরে প্রধান সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। ঘণ্টার পর ঘণ্টা গাড়িতে আটকে থাকতে হয় কর্মব্যস্ত মানুষদের। এদিকে বিএনপির কর্মসূচিকে ঘিরে রাজধানীর বিভিন্ন পয়েন্ট সতর্ক অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমানের সভাপতিত্বে ও সদস্যসচিব আমিনুল হকের সঞ্চালনায় বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাবিবুর রহমান হাবিব, কেন্দ্রীয় নেতা কামরুজ্জামান রতন, রকিবুল ইসলাম বকুল, মহানগর বিএনপির তাবিথ আউয়াল, কৃষক দলের হাসান জাফির তুহিন, মহিলা দলের সুলতানা আহমেদ, যুবদলের শফিকুল ইসলাম মিল্টন, উলামা দলের নজরুল ইসলাম তালুকদার, ছাত্রদলের সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ পদযাত্রা ও পদযাত্রাপূর্ব সমাবেশে অংশ নেন।
সরকারের বিরুদ্ধে ‘গণ-অভ্যুত্থান’ সৃষ্টি করতে নেতা-কর্মীদের সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য খন্দকার মোশাররফ হোসেন। আজ বুধবার বিকেলে ঢাকা মহানগর উত্তর বিএনপির পদযাত্রা শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ আহ্বান জানান।
খন্দকার মোশাররফ বলেন, ‘যে সংকট সামনে এই সংকটের ফয়সালা করতে হলে রাজপথেই করতে হবে। রাজপথে ফয়সালা করার জন্য আপনারা প্রস্তুতি গ্রহণ করুন। আমরা গণতান্ত্রিকভাবে আন্দোলন করে জনগণের মধ্যে ইস্পাতকঠিন ঐক্য গড়ে এই সরকারকে বিদায় করব-এটাই আমাদের শপথ।’
মোশাররফ বলেন, নব্বইয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ছাত্র-গণ-অভ্যুত্থানের মাধ্যমে এরশাদকে বিদায় করা হয়েছিল। পাকিস্তান আমলে আইয়ুব খানের মতো স্বৈরাচারকে এ দেশের মানুষ গণ-আন্দোলন করে বিদায় করেছে। এই সরকারকে বিদায় করতেও গণ-অভ্যুত্থানের কোনো বিকল্প নাই।’
বাংলাদেশে ছয় দেশের কূটনীতিকের ‘বাড়তি নিরাপত্তা’ প্রত্যাহার প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘গত ৫১ বছরে বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটেনি। তার অর্থ হচ্ছে, এই সরকার কূটনৈতিক ক্ষেত্রেও চরমভাবে ব্যর্থ হয়ে তারা আজকে পাগলের মতো আচরণ করছে। দেশে-বিদেশে আর এই সরকারের কোনো সমর্থন নেই, ক্ষমতা নেই।’
রাজধানীর উত্তর বাড্ডার শাহজাদপুর সুবাস্ত টাওয়ারের সামনে সমাবেশ শেষে পদযাত্রা শুরু হয়। পদযাত্রাটি মালিবাগের আবুল হোটেলের মোড়ে গিয়ে শেষ হয়। দুপুর ২টায় পদযাত্রা শুরুর কথা থাকলেও শুরু হয় সাড়ে তিনটার দিকে। এর আগে ৩টা থেকে সমাবেশ শুরু হয়। যদিও নেতা-কর্মীরা নির্ধারিত সময়ের অনেক আগে থেকেই সুবাস্তু টাওয়ারের সামনে জড়ো হন। এই কর্মসূচির জমায়েতকে ঘিরে প্রধান সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। ঘণ্টার পর ঘণ্টা গাড়িতে আটকে থাকতে হয় কর্মব্যস্ত মানুষদের। এদিকে বিএনপির কর্মসূচিকে ঘিরে রাজধানীর বিভিন্ন পয়েন্ট সতর্ক অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমানের সভাপতিত্বে ও সদস্যসচিব আমিনুল হকের সঞ্চালনায় বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাবিবুর রহমান হাবিব, কেন্দ্রীয় নেতা কামরুজ্জামান রতন, রকিবুল ইসলাম বকুল, মহানগর বিএনপির তাবিথ আউয়াল, কৃষক দলের হাসান জাফির তুহিন, মহিলা দলের সুলতানা আহমেদ, যুবদলের শফিকুল ইসলাম মিল্টন, উলামা দলের নজরুল ইসলাম তালুকদার, ছাত্রদলের সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ পদযাত্রা ও পদযাত্রাপূর্ব সমাবেশে অংশ নেন।
দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় (এনসিপি) যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারকে বহিষ্কার করা হয়েছে। আজ সোমবার (১৮ আগস্ট) এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া যায়।
২ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজিলাতুন্নেছা মুজিব হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহের সময় মব সৃষ্টি করে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে ছাত্রদল। আজ সোমবার (১৮ আগস্ট) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির ঢাবি শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস...
৩ ঘণ্টা আগেপ্রথমবারের মতো জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) অস্ট্রেলিয়া মহাদেশ শাখার ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। ১৫ আগস্ট এক বিজ্ঞপ্তির মাধ্যমে মো. শরিফুল ইসলাম শিবলীকে আহ্বায়ক এবং মো. বাদশা বুলবুলকে সদস্যসচিব করে কমিটি অনুমোদন দেন জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রধান সমন্বয়ক
১০ ঘণ্টা আগেআজ রোববার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির সঙ্গে জাতীয় কবিতা পরিষদের মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
১ দিন আগে