Ajker Patrika

সিপিবির কংগ্রেস: ৪৩ সদস্যের কেন্দ্রীয় কমিটি নির্বাচিত, নেতৃত্ব ঠিক হবে কাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ত্রয়োদশ জাতীয় কংগ্রেস। ছবি: আজকের পত্রিকা
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ত্রয়োদশ জাতীয় কংগ্রেস। ছবি: আজকের পত্রিকা

চার দিনব্যাপী সাংগঠনিক মূল্যায়ন এবং জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে বাম রাজনীতির করণীয় নির্ধারণের মধ্য দিয়ে শেষ হয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ত্রয়োদশ জাতীয় কংগ্রেস। গতকাল সোমবার রাতে দলটির ৪৩ সদস্যের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।

দলের ভবিষ্যৎ রাজনীতির দিকনির্দেশনা, কাঠামোগত পুনর্গঠন এবং আন্দোলন সংগ্রামের রূপরেখা নিয়ে আলোচনা শেষে এই কমিটি নির্বাচিত হয়।

গত শুক্রবার সকালে জাতীয় সংগীত ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় কংগ্রেসের কার্যক্রম। এরপর টানা চার দিন ধরে চলা এ সম্মেলনে দেশের রাজনৈতিক সংকট, অর্থনৈতিক বৈষম্য, রাষ্ট্রের দমনমূলক নীতির বিরুদ্ধে সংগ্রাম এবং বামপন্থী শক্তিকে সংগঠিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। বিভিন্ন অধিবেশনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা কাউন্সিলর ও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

এ ছাড়া কংগ্রেসে উপস্থিত ছিলেন দেশের প্রগতিশীল রাজনৈতিক দলগুলোর নেতা ও বুদ্ধিজীবীরা।

কেন্দ্রীয় কমিটিতে নির্বাচিত হয়েছেন মুজাহিদুল ইসলাম সেলিম, কাজী সাজ্জাদ জহির চন্দন, এস এম শুভ, এমদাদুল হক মিল্লাত, মন্টু ঘোষ, রফিকুজ্জামান লায়েক, মনোজ দাশ, রেবেকা সরেন, মৃণাল চৌধুরী, অনিরুদ্ধ দাশ অঞ্জন, নিমাই গাঙ্গুলী, আবদুল্লাহ ক্বাফী রতন, রাগিব আহসান মুন্না, মনিরা বেগম অনু, জলি তালুকদার, আবিদ হোসেন, এম এম আকাশ, মিহির ঘোষ, দিবালোক সিংহ, সাদেকুর রহমান শামীম, রুহিন হোসেন প্রিন্স, লাকী আক্তার, লক্ষ্মী চক্রবর্তী, মো. কিবরিয়া (অভিনু কিবরিয়া ইসলাম), মোহাম্মদ শাহ আলম, সুব্রতা রায়, এস এ রশীদ, শাহীন রহমান, লুনা নূর, আনোয়ার হোসেন রেজা, মানবেন্দ্র দেব, মঞ্জুর মঈন, মহসিন রেজা, আহসান হাবিব লাবলু, পরেশ কর, আসলাম খান, আমিনুল ইসলাম ফরিদ, ফজলুর রহমান, এস এম শহীদুল্লাহ সবুজ, সুকান্ত শফি চৌধুরী, সাজেদুল হক রুবেল, কাজী রুহুল আমীন ও সাজেদুল ইসলাম।

ত্রয়োদশ কংগ্রেসের প্রস্তুতি পরিষদের মিডিয়া উপপরিষদের আহ্বায়ক লাকী আক্তার সাংবাদিকদের জানান, নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির প্রথম সভা আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে। সেখানে পদ বণ্টন ও দায়িত্ব ভাগাভাগি করা হবে। এরপর আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ কমিটি, দলের প্রেসিডিয়াম সদস্য এবং অন্য দায়িত্বপ্রাপ্ত নেতাদের নাম বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।

তিনি বলেন, এই কংগ্রেস ছিল এক ঐতিহাসিক উপলক্ষ—তরুণ, নারী ও শ্রমজীবী প্রতিনিধি; যাঁরা ভবিষ্যতের সংগ্রামে নেতৃত্ব দিতে প্রস্তুত। নতুন নেতৃত্বের অধীনে কমিউনিস্ট পার্টি গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং বৈষম্যহীন সমাজ গঠনের সংগ্রামকে নতুনভাবে শক্তিশালী করবে।

ত্রয়োদশ কংগ্রেসে জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে বাম রাজনীতির করণীয়, বাম গণতান্ত্রিক শক্তির ঐক্য গঠন, দুর্নীতি ও দমনমূলক শাসনের বিরুদ্ধে প্রতিবাদ, শ্রমিক-কৃষক ও সাধারণ মানুষের অধিকার রক্ষার লক্ষ্যে আন্দোলন জোরদারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

সিপিবির নেতারা জানান, নতুন কমিটির অধীনে ত্রয়োদশ কংগ্রেসে প্রতিনিধিদের সম্মতিতে নেওয়া রাজনৈতিক লাইন ও রাজনৈতিক কর্মকৌশল এবং ভবিষ্যতের আন্দোলনকে আরও সংগঠিত ও গণভিত্তিক করবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ফাইল বাসায় নিয়ে গায়েব করেন উপদেষ্টা— আসিফ মাহমুদের বিরুদ্ধে চট্টগ্রামের মেয়রের অভিযোগ

চীনা যুদ্ধবিমান থেকে এলএস-৬ বোমা ফেলে কেন নিজ দেশে ‘হত্যাযজ্ঞ’ চালাল পাকিস্তান

তাহসান তো জিহাদিদের মতোই কথা বললেন: তসলিমা

১৫ শিক্ষার্থীকে যৌন হেনস্তার অভিযোগ ইবির এক ছাত্রীর বিরুদ্ধে

ডাকসুর দুই ভোটকেন্দ্রের ফুটেজ চেয়ে সুর্মী চাকমার আবেদন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত